বৃহস্পতিবার শেষ বেলায় প্রাক্তন ফুটবলার,তথা বিজেপির সদস্য কল্যাণ চৌবের পরিকল্পনায় জল ঢেলে দিয়েছেন বাইচুং ভুটিয়া। সর্বভারতীয় ফুটবল সংস্থার (এআইএফএফ) সভাপতি পদে কল্যাণ চৌবের বিরুদ্ধে নাম লেখালেন বাইচুং ভুটিয়া। রাজস্থানের সমর্থন নিয়ে সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
বাইচুং ভুটিয়া জানেন যে কল্যাণে চৌবের বিরুদ্ধে তাঁর জেতার সম্ভাবনা খুবই কম। তার মূল কারণ,কল্যাণের পিছনে অনেক রাজ্য সংস্থার সমর্থন রয়েছে। ভারতের প্রাক্তন অধিনায়কের মতে,কল্যাণকে হয়তো ভুল বোঝানো হচ্ছে। সভাপতি হিসাবে নিজের যে পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি,ভাইচুংয়ের মতে,এই মুহূর্তে তা কখনওই অগ্রাধিকার হতে পারে না। বাইচুংয়ের কথায়,‘কল্যাণ বলেছে, ‘প্রত্যেক রাজ্যের একটা ভালো অফিস এবং পরিকাঠামো থাকা দরকার,যেখানে পরিকল্পনা এবং নীতি নির্ধারণ হবে। প্রত্যেক রাজ্যের হাতে ১০ হাজার স্কোয়্যার ফুট জায়গা থাকা দরকার,তাতে ভালো অফিস গড়ে তোলা যাবে।’
আরও পড়ুন… ইনস্টায় BCCI-র ইঙ্গিতপূর্ণ পোস্ট, ফাঁস হয়ে গেল নাকি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একাদশ?
বাইচুং ভুটিয়া আরও বলেন, ‘আমার কাছে এটা মোটেই অগ্রাধিকার নয়। এটা ওর বিবৃতি কি না জানি না। মনে হয় কল্যাণকে ভুল বোঝানো হচ্ছে। পরের দিকে এ সব কাজ হতেই পারে। আগে ফুটবলের পরিকাঠামো,উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলা উচিত। ফুটবল লিগ, তৃণমূল স্তরের উন্নয়ন করা উচিত,যাতে বাচ্চা ছেলেরাও ফুটবল খেলতে পারে। কোচেদের জন্য পরিকল্পনা করা যেতে পারে।’
আরও পড়ুন…পুজোর আগেই কি মোহনবাগানের সামনে থেকে সরে যাচ্ছে ATK? কী হবে ফুটবল দলের নতুন নাম?
সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদাহরণ তুলে ধরেছেন বাইচুং। খেলোয়াড়রাও প্রশাসক হিসাবে সফল হতে পারেন বলে মনে করেন তিনি। বাইচুং-এর মতে খেলোয়াড়দের সেই সুযোগটা দিতে হবে।বাইচুং ভুটিয়া বলেন,‘সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখুন। ভারতের অন্যতম সেরা ক্রিকেটার বিসিসিআই সভাপতি হিসাবে কত ভালো কাজ করছে ক্রিকেটে। এতেই বোঝা যায় খেলোয়াড়রা প্রশাসক হিসাবে কত ভালো কাজ করতে পারে। আমি তো ফুটবলে নতুন নই। জাতীয় দলের হয়ে ১৬ বছর খেলেছি। ১২ বছর অধিনায়কত্ব করেছি। তার পরে টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে কাজ করেছি। তাই আত্মবিশ্বাসী যে ভালো কাজ করতে পারব।’
সভাপতি নির্বাচিত হলে কী করবেন বাইচুং ভুটিয়া?উত্তরে বাইচুং বলেন, দুটো জিনিসের উপরে জোর দিতে চাই। প্রথমত,তৃণমূল স্তরের ফুটবলের উন্নতি। দ্বিতীয়ত, রাজ্য সংস্থাগুলিকে আরও বেশি টাকা দেওয়া। পাশাপাশি এ দিন জানালেন,প্রতিটি রাজ্যে একটি করে উৎকর্ষ কেন্দ্র গড়ে তুলতে চান। সেখানে ছোট থেকে সমস্ত দলের ফুটবলাররা যাতে অনুশীলন করতে পারেন। কোচেদের উন্নতির পরিকল্পনাও রয়েছে তাঁর। কোচেদের জন্য যাতে স্থানীয় ভাষায় পরীক্ষা হয়,সে ব্যবস্থাও করতে চান বাইচুং।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।