শুভব্রত মুখার্জি:- কলকাতা লিগের চলতি মরশুমে খেলা একেবারে জমে উঠেছে। কলকাতা ফুটবলের তথাকথিত ছোট দলগুলোর পারফরম্যান্স জমিয়ে দিয়েছে লিগকে। এবারের লিগে মোহনবাগানের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। তবে অপর প্রধান ইস্টবেঙ্গলের গল্পটা একেবারে অন্যরকম। তারা লিগের শীর্ষ স্থান দখলের জন্য লড়াই করছে। তবে শুক্রবার তাদেরকে আপাতত সরিয়ে দিয়ে লিগ শীর্ষে উঠে এসেছে ভবানীপুর ক্লাব। ভবানীপুর শুক্রবার রেলওয়েকে হারিয়ে দিয়ে এই শীর্ষস্থান দখল করেছে তারা।
তবে পিছিয়ে নেই ইস্টবেঙ্গল।একেবারে ভবানীপুরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তারা। এদিনের ম্যাচে ভবানীপুরের হয়ে জোড়া গোল করেছেন জোজো। তাঁর করা জোড়া গোলেই জয়ের পথ প্রশস্ত হয়েছে ভবানীপুরের। এদিন নৈহাটিতে দুরন্ত ফর্মে ছিল ভবানীপুর দল। কলকাতা লিগে ফের একবার দুরন্ত ফুটবল উপহার দিল তারা। এবারের লিগে ভবানীপুর ক্লাবের পারফরম্যান্স বেশ ধারাবাহিক। পরপর কয়েকটি ম্যাচে জয় পেয়েছে তাঁরা। শুক্রবারের ম্যাচে তারা রেলওয়ে এফসিকে হারিয়ে দিয়েছে ৪-০ গোলের বড় ব্যবধানে। আর এই ম্যাচ জয়ের ফলেই কলকাতা লিগের গ্রুপে শীর্ষেও উঠে এসেছে ভবানীপুর।
আরও পড়ুন… আমি প্রত্যেককে সম্মান করি কিন্তু… জানেন কার বিরুদ্ধে বল করতে ভয় পান জসপ্রীত বুমরাহ
এদিন নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভবানীপুর এবং রেলওয়ে এফসি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে ভবানীপুর। ম্যাচের ২৬ মিনিটেই এগিয়ে যায় তারা। ভবানীপুরকে এগিয়ে দেন জোজো। এদিন রেলওয়ে এফসির বক্সের মধ্যে বল পেয়ে যান জিতেন মুর্মু। ডি বক্সে ভারসাম্য হারাধ জিতেন। তিনি নিজে পড়ে গেলেও বল সঠিকভাবে পাস দেন জোজোকে। এরপর জোরাল শটে চোখধাঁধানো গোল করেন জোজো। প্রথমার্ধে এরপর আর গোলের ব্যবধান বাড়েনি। বিরতিতে ১-০ ফলে এগিয়েই মাঠ ছাড়ে ভবানীপুর দল।
আরও পড়ুন… Pickleball: ভারতে আসছেন আন্দ্রে আগাসি, তবে টেনিসের জন্য নয়!
দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তোলে ভবানীপুর। ম্যাচের ৪৮ মিনিটে নিজেদের লিড দ্বিগুণ করে ভবানীপুর।রেলওয়ের গোলকিপার শুভঙ্কর দত্তের ক্লিয়ার করা বল মাঝমাঠে ধরেন জোজো ধরেন। সেই সময়ে কার্যত অরক্ষিত হয়ে পড়েছিল রেলের গোলপোস্ট । বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে রেলের গোল লক্ষ্য করে বল ভাসিয়ে দেন জোজো। রেলওয়ে গোলকিপার শুভঙ্কর ফিরে গিয়ে সেই বল আর আটকাতে পারেননি।এই গোলের দুমিনিটের মাথায় ম্যাচের তৃতীয় গোলটি পায় ভবানীপুর। গোল করেন বিক্রম।শেষ পর্যন্ত আরো একটি গোল করে রেলের কফিনে শেষ পেরেক পুঁতে দিয়ে ৪-০ গোলের ব্যবধানে ম্যাচ জিতে লিগ শীর্ষে উঠে এসেছে ভবানীপুর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।