মোহনবাগান সমর্থকদের জন্য খুশির খবর। পরের মরশুমে সুবজ মেরুন জার্সিতেই দেখা যাবে তাদের প্রিয় তারকা জনি কাউকোকে। এএফসি কাপে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস ক্লাবকে ৫-২ গোলে চূর্ণ করার পরে এমন কথা জানিয়ে দিলেন ফিনল্যান্ডের এই তারকা ফুটবলার। এদিনের ম্যাচের হিরো ছিলেন জনি কাউকো। প্রথমার্ধেই তিনি বাগানের হয়ে কয়েক মিনিটের ব্যবধানে পরপর দুই গোল করে মাজিয়াকে ব্যাকফুটে ফেলে দেন। এদিনের ফলের ফলে এটিকে মোহনবাগান পৌঁছে গিয়েছে এএফসি-র নক আউট পর্বে।
ম্যাচের পরেই নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে মুখ কোলেন জনি কাউকো। তিনি জানিয়েদেন, ‘আমার দু বছরের চুক্তি, তাই আমি শীঘ্রই ফিরে আসব।’ যারা সবুজ মেরুন জার্সিকে ভালবাসেন এটা তাদের জন্য সত্যি খুশির খবর। এএফসি কাপের পরের রাউন্ডে উঠে জনি কাউকো বলেন, ‘প্রথম কয়েকটি খেলা কঠিন ছিল যখন আমি আরও রক্ষণাত্মক ভূমিকা পালন করতাম। এমন নয় যে আমি এটা করতে পারব না কিন্তু কেন্দ্রীয় ভূমিকায় থাকা, সেই নির্ধারক পাসগুলি তৈরি করা যা আমি গত চার বছর ধরে করছিলাম।’
এর আগে একাধিক বয়সভিত্তিক ফিনল্যান্ড দলের হয়ে খেলার পর ২০১২ সালে প্রথমবার সিনিয়র দলে সুযোগ পেয়েছিলেন কাউকো। ইতিমধ্যেই জাতীয় দলের হয়ে ২৭টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। বেলজিয়ামের বিরুদ্ধে ইডেন হ্যাজার্ডদের আক্রমণ রুখতে মজবুত এই মিডফিল্ডারকে পরিবর্ত হিসাবে নেমে মাঠে খেলতে দেখা গিয়েছিল। এরপরেই সবুজ মেরুন জার্সিতে দেখা যায় কাউকোকে। আবারও তাকে এটিকে মোহনবাগানের হয়ে খেলতে দেখা যাবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।