বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > FIFA World Cup Qualifiers 2026: ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে বড় জয় আর্জেন্টিনা ও বলিভিয়ার

FIFA World Cup Qualifiers 2026: ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে বড় জয় আর্জেন্টিনা ও বলিভিয়ার

আর্জেন্টিনা বনাম চিলি (AFP)

ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও চিলি। সেই ম্যাচে ৩-০ ব্যবধানে জয়লাভ করে মেসি বিহীন আর্জেন্টিনা। অন্যদিকে বলিভিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল ভেনিজুয়েলা। এই ম্যাচে ৪-০ গোলে জয়লাভ করে বলিভিয়া। 

 

বিশ্বকাপ ফুটবল ২০২৬ অনুষ্ঠিত হতে এখনও বেশ কিছু সময় বাকি। তবে বিশ্বের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে যোগ্যতা অর্জনকারী পর্বের খেলা। বৃহস্পতিবার সেরকমই দক্ষিণ আমেরিকা জোনের কোয়ালিফাইং গ্রুপের খেলায় মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও চিলি। খেলাটি অনুষ্ঠিত হয় বুয়েন্স আয়ার্সের এস্টাডিও মনুমেন্টাল স্টেডিয়ামে। এদিন ঘরের মাঠে প্রথম থেকেই দাপট দেখাতে থাকে আর্জেন্টিনা। ৯০ মিনিট শেষে ৩-০ ব্যবধানে চিলির বিরুদ্ধে জয়লাভ করে তারা। আর্জেন্টিনার হয়ে গোল করেন ম্যাক অ্যালিস্টার,  জুলিয়ান আলভারেজ এবং পাওলো ডিবালা। এই জয়লাভের ফলে আর্জেন্টিনার জায়গা গ্রুপে পোক্ত হল। বর্তমানে গ্রুপ শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। 

উল্লেখ্য, আর্জেন্টিনা ৭টি ম্যাচ খেলে প্রথম ৬টিতে জয়লাভ করেছে, তাদের পয়েন্ট সংখ্যা ১৮। দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে।  তাদের সঙ্গে আর্জেন্টিনার ৫ পয়েন্টের ব্যবধান রয়েছে। গ্রুপে অবস্থিত ১০টি টিমের মধ্যে প্রথম ৬টি টিম বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারবে। অন্যদিকে, সপ্তম স্থানে থাকা দলটিকে খেলতে হবে প্লে অফ। ২০২৬ সালে আমেরিকা, মেক্সিকো এবং কানাডায় যৌথ ভাবে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্ট বিশ্বকাপ। 

বৃহস্পতিবার ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুর ৩ মিনিটের মাথায় লিভারপুলের মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার  প্রথম গোলটি করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। এরপর ৮৪ মিনিটে দ্বিতীয় গোলটি করেন প্রাক্তন ম্যানচেস্টার সিটির ফুটবলার আলভারেজ। চিলির কফিনে শেষ পেরেকটি পোতেন পরিবর্তীত খেলোয়াড় পাওলো ডিবালা। চোটের কারণে এদিনের ম্যাচে খেলতে পারেননি আর্জেন্টিনার ক্যাপ্টেন লিওনেল মেসি। শুধু মেসি নন এদিনের ম্যাচে ছিলেন না ডি মারিয়া, তাঁর অবসর গ্রহণের পর এটিই ছিল নীল সাদা ব্রিগেডের প্রথম ম্যাচ। যদিও এই দুই অভিজ্ঞ ফুটবলার না থাকার প্রভাব দেখা গেল না আর্জেন্টিনার খেলায়। বরং বারবার চিলির ডিফেন্ডারদের সমস্যায় ফেললেন আর্জেন্টিনার আক্রমণভাগের খেলোয়াড়রা।  

অন্যদিকে অপর একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল বলিভিয়া এবং ভেনিজুয়েলা। খেলাটি অনুষ্ঠিত হয় এল অলটো স্টেডিয়াম, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৪০০০ মিটার উঁচুতে অবস্থিত। এদিনের ম্যাচে ভেনিজুয়েলাকে ৪-০ ব্যবধানে হারিয়ে বড় জয়ের স্বাদ পায় তারা। বলিভিয়ার হয়ে গোল করেন রামিরো ভাকা, কারমেলো আলগারানজ, মিগুয়েল টেরসেরস ও এনজো। এটি বলিভিয়ার কাছে কোয়ালিফাই রাউন্ডের দ্বিতীয় জয় ছিল। এই জয়ের ফলে তারা তাদের গ্ৰুপের সপ্তম স্থানে উঠে এসেছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘রাজনীতির খেলা নেই’,ভোররাতে কেন মেল মমতাকে? জবাব দিলেন ডাক্তাররা কাউন্টি ম্যাচে একাই ‘৯ উইকেট’ নিয়ে যুজবেন্দ্র চাহাল বোঝালেন, টেস্টের জন্য তৈরি কে প্রথম কাছে এসেছি শেষ হওয়ার জল্পনা তুঙ্গে, মোহনা বললেন, 'ভাবতেই পারিনি...' England বনাম Australia ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? ৫ রাশির জন্য চন্দ্রগ্রহণ খুব সৌভাগ্যের হবে, আয় বৃদ্ধি পাবে, ভাগ্য বদলাবে Video: পুজোর আগে মেট্রোর টিকিট কাটায় এল বড় সুবিধা! লঞ্চ হল অ্যাপ গণপতির সামনে সত্যি সত্যিই প্রার্থনায় করছে বাহন ইঁদুর! দেখুন কাণ্ড... ‘মির্জাপুর’-এ পঙ্কজ ত্রিপাঠী নয় এবার 'কালীন ভাইয়া' হৃতিক? ‘আপনাদের উচিত বনি কাপুরকে জিজ্ঞাসা করা’, কী নিয়ে প্রশ্ন এড়ালেন ফারদিন 'উৎসবে ফিরছি না' বলেও 'টেক্কা'র প্রচার স্বস্তিকার, ভিডিয়ো বার্তায় কী বললেন তথাগত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.