এসসি ইস্টবেঙ্গল আর ব্যর্থতা যেন সমার্থক হয়ে উঠেছে। এ বার আইএসএসে ১৮ ম্যাচের মধ্যে ১০টিতেই হেরে বসে থাকল তারা। ৭টি ম্যাচ ড্র করেছে। মঙ্গলবার মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধেও ১-০ হেরে যায় লাল-হলুদ ব্রিগেড। প্রসঙ্গত, প্রথম লেগে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল মারিয়ো রিভেরার টিম।
এ দিনের জয়ের ফলে লিগ টেবলের চারে উঠে এল মুম্বই। তবে বুধবার কেরালা ব্লাস্টার্স যদি হায়দরাবাদ এফসি-কে হারাতে পারে, তা হলে ফের মুম্বইকে প্রথম চারের বাইরে ছিটকে যেতে হবে। কেরালা হেরে গেলে অবশ্য মুম্বই সিটি এফসি প্রথম চারেই থেকে যাবে।
এ দিন ম্যাচের প্রথমার্ধে এসসি ইস্টবেঙ্গল রীতিমতো দাপটের সঙ্গে ফুটবল খেলেছিল। একাধিক ভালো সুযোগও পেয়েছিল তারা। তবে গোলের মুখ খুলতে পারেনি। প্রথম ৪৫ মিনিটেই অন্তত দু’গোলে এগিয়ে যেতে পারত কলকাতার দলটি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মুম্বই সিটি এফসি খেলার রাশ নিজেদের হাতে নিতে শুরু করে। গোলের জন্য তারা মরিয়া হয়ে আক্রমণের ঝাঁজ বাড়ায়। যার ফলও পায় হাতেনাতে। ম্যাচের ৫১ মিনিটে বিপিন সিং-এর গোলে ১-০ এগিয়ে যায় মুম্বই।
এসসি ইস্টবেঙ্গল অবশ্য এর পরেও সমতা ফেরানোর একাধিক সুযোগ পায়। তবে সেগুলো কাজে লাগাতে পারেনি। মুম্বইও অবশ্য ব্য়বধান বাড়াতে পারেনি। স্বাভাবিক ভাবেই আরও একটি হারের বোঝা মাথায় নিয়ে মাঠে ছাড়তে হয় লাল-হলুদ ব্রিগেডকে।
এ দিনের জয়ের ফলে ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আইএসএল পয়েন্ট টেবলের চারে উঠে এল মুম্বই। আর ১৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লাস্টবয়ই থাকল ইস্টবেঙ্গল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।