এই বছর কলকাতা লিগ যে হচ্ছে, আইএফএ আগেই জানিয়েছিল। সেই মতো কলকাতা লিগের দলগুলো নিজেদের টিম গোছাতে শুরু করে দিয়েছে। সাদার্ন সমিতি কোচ হিসেবে নিযুক্ত করলেন ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডানে কোচিং করানো বিশ্বজিৎ ভট্টাচার্যকে।
ফুটবলার হিসেবে তিনি যেমন সফল ছিলেন, কোচ হিসেবেও তাঁর সাফল্য নেহাৎ কম নয়। ময়দানের নিপাট ভাল ভদ্রলোক হিসেবেই পরিচিত বিশ্বজিৎ ভট্টাচার্য। তিন প্রধান ছাড়াও ইউনাইটেড স্পোর্টস সহ কলকাতা লিগের বহু দলেই কোচিং করিয়েছেন বিশ্বজিৎ। সাদার্ন সমিতির দায়িত্ব নেওয়ার পর বিশ্বজিৎ বলছিলেন, ‘করোনা পরিস্থিতিতে সব নিয়ম মেনেই কলকাতা লিগ করা হবে শুনেছি। আমরাও সে ভাবেই কোচিং করাবো। এই ভাবে আর কতদিন খেলা বন্ধ রাখা যায়? এতে তো বাংলার ফুটবলের সার্বিক ক্ষতি হচ্ছে। কলকাতা লিগ যে হবে এটাই বড় বিষয়।’
সাদার্ন সমিতি কলকাতা লিগের শক্তিশালী দল। তবে এখনও পর্যন্ত এই ট্রফি জয়ের স্বাদ পায়নি সাদার্ন। তবে এই দলটি ইস্টবেঙ্গল, মোহনবাগানের মতোবড় দলকে যখন তখন বিপাকে ফেলে দিতে পারে। সেই দল নিয়েই এ বার ভাল কিছু করার লক্ষ্যে মাঠে নামবেন বিশ্বজিৎ ভট্টাচার্য। তবে তিনি বলছিলেন, ‘করোনার জন্য তো সব কিছু বন্ধ। ফুটবলাররা প্র্যাক্টিসে আসবে কী করে, বা কী ব্যবস্থা হবে, সবটাই কর্তারা ঠিক করবেন। তবে সব দলের প্লেয়ারদের মাথায় রাখতে হবে, নিজের সেরটা দিলেই কিন্তু দলের যেমন ভাল হবে, তেমন নিজেদেরও ভাল হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।