আজ থেকে শুরু হচ্ছে কলকাতা লিগের সুপার সিক্সে ইস্টবেঙ্গলের অভিযান। গ্রুপ পর্বে অনবদ্য পারফরম্যান্সের পর সমর্থকদের প্রত্যাশা অনেকটাই বেশি লাল-হলুদের যুব দলের থেকে। বৃহস্পতিবার নিজেদের ঘরের মাঠে ক্যালকাটা কাস্টমসের মুখোমুখি হবে সায়ন-বিষ্ণুরা। সুপার সিক্সের ম্যাচ যে গ্রুপ পর্বের থেকে কঠিন হতে চলেছে, তা স্বীকার করে নিয়েছেন কোচ বিনো জর্জ। বিনো বলেন, 'আমাদের সুপার সিক্স অভিযান শুরু হতে চলেছে। আগেই বলেছি এই ম্যাচগুলি কঠিন হবে। আমরা সেইভাবেই প্রস্তুতি নিয়েছে, আমি এবং আমাদের ছেলেরা দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত। মাঠে সমর্থকদের থেকে পূর্ণ সমর্থন আশা করব'।
কলকাতা লিগের গ্রুপ পর্বে অপরাজিত ছিল ইস্টবেঙ্গল। ১২ ম্যাচের মধ্যে ১১টিতে জয় পেয়েছিল তারা এবং ও একটি ম্যাচ ড্র করেছিল। মোট ৩৪ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ শীর্ষে ছিল লাল-হলুদ শিবির। শুক্রবার লিগের শেষ ম্যাচে কলকাতা পুলিশের বিরুদ্ধে খেলতে নেমেছিল তারা। দাপটের সঙ্গে ম্যাচে জয় লাভ করে সায়নরা। পুলিশের বিরুদ্ধে খেলা শেষে স্কোরলাইন দাঁড়ায় ৩-০। ম্যাচের প্রথমার্ধে ২টি ও দ্বিতীয়ার্ধে ১টি গোল করে ইস্টবেঙ্গল। মশাল বাহিনীর হয়ে গোল করে সুনীল, তন্ময় এবং সায়ন।
অন্যদিকে, কলকাতা লিগের সুপার সিক্সে যেতে ব্যর্থ হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। লিগে প্রথম থেকে শেষ পর্যন্ত ছন্নছাড়া খেলা খেলেছে ডেগি কার্ডোজের ছেলেরা। ১২ ম্যাচের মধ্যে ৪টিতে জয়, ৪টিতে ড্র এবং ৪টিতে পরাজিত হয় সবুজ মেরুন শিবির। শেষ ম্যাচে অবনমনে থাকা পুলিশ এসির বিরুদ্ধেও জিততে ব্যর্থ হয় তারা। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে গ্ৰুপে সপ্তম স্থানে থেকে কলকাতা লিগ শেষ করে তারা।
তবে কলকাতার অপর প্রধান মহামেডান জায়গা করে নিয়েছে সুপার সিক্সে। গ্ৰুপ পর্বে ১২ ম্যাচে ১৯ পয়েন্ট সংগ্রহ করে সুপার সিক্সে নিজেদের জায়গা পাকা করে তারা। গতকাল ভবানীপুরের বিরুদ্ধে তাদের প্রথম সুপার সিক্সের ম্যাচটি ছিল। কিন্তু মাঠে জল জমে থাকায় সেই ম্যাচ বাতিল হয়। আজ ফের ম্যাচটি অনুষ্ঠিত হবে। ইস্টবেঙ্গল, মহমেডান ছাড়াও সুপার সিক্সে জায়গা করে নিয়েছে ভবানীপুর, ডায়মন্ড হারবার, ক্যালকাটা কাস্টমস এবং সুরুচি সংঘ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।