বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Calcutta Football League: ছেলেরা প্রস্তুত, তবে আত্মতুষ্ট নয়, CFL-এ সুপার সিক্সের আগে সতর্ক ইস্টবেঙ্গল কোচ

Calcutta Football League: ছেলেরা প্রস্তুত, তবে আত্মতুষ্ট নয়, CFL-এ সুপার সিক্সের আগে সতর্ক ইস্টবেঙ্গল কোচ

আজ কলকাতা লিগের সুপার সিক্সে নামছে ইস্টবেঙ্গল। (ছবি সৌজন্যে Emami East Bengal)

কলকাতার লিগের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল।  আজ ক্যালকাটা কাস্টমসের মুখোমুখি হবে তারা। লিগের এই পর্বের ম্যাচগুলিতে লড়াই কঠিন হবে, স্বীকার করে নিয়েছেন কোচ বিনো জর্জ। তবে ছেলেরা প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। 

আজ থেকে শুরু হচ্ছে কলকাতা লিগের সুপার সিক্সে ইস্টবেঙ্গলের অভিযান। গ্রুপ পর্বে অনবদ্য পারফরম্যান্সের পর সমর্থকদের প্রত্যাশা অনেকটাই বেশি লাল-হলুদের যুব দলের থেকে। বৃহস্পতিবার নিজেদের ঘরের মাঠে ক্যালকাটা কাস্টমসের মুখোমুখি হবে সায়ন-বিষ্ণুরা। সুপার সিক্সের ম্যাচ যে গ্রুপ পর্বের থেকে কঠিন হতে চলেছে, তা স্বীকার করে নিয়েছেন কোচ বিনো জর্জ। বিনো বলেন, 'আমাদের সুপার সিক্স অভিযান শুরু হতে চলেছে। আগেই বলেছি এই ম্যাচগুলি কঠিন হবে। আমরা সেইভাবেই প্রস্তুতি নিয়েছে, আমি এবং আমাদের ছেলেরা দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত। মাঠে সমর্থকদের থেকে পূর্ণ সমর্থন আশা করব'।

কলকাতা লিগের গ্রুপ পর্বে অপরাজিত ছিল ইস্টবেঙ্গল। ১২ ম্যাচের মধ্যে ১১টিতে জয় পেয়েছিল তারা এবং ও একটি ম্যাচ ড্র করেছিল। মোট ৩৪ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ শীর্ষে ছিল লাল-হলুদ শিবির। শুক্রবার লিগের শেষ ম্যাচে কলকাতা পুলিশের বিরুদ্ধে খেলতে নেমেছিল তারা। দাপটের সঙ্গে ম্যাচে জয় লাভ করে সায়নরা। পুলিশের বিরুদ্ধে খেলা শেষে স্কোরলাইন দাঁড়ায় ৩-০। ম্যাচের প্রথমার্ধে ২টি ও দ্বিতীয়ার্ধে ১টি গোল করে ইস্টবেঙ্গল। মশাল বাহিনীর হয়ে গোল করে সুনীল, তন্ময় এবং সায়ন। 

অন্যদিকে, কলকাতা লিগের সুপার সিক্সে যেতে ব্যর্থ হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। লিগে প্রথম থেকে শেষ পর্যন্ত ছন্নছাড়া খেলা খেলেছে ডেগি কার্ডোজের ছেলেরা। ১২ ম্যাচের মধ্যে ৪টিতে জয়, ৪টিতে ড্র এবং ৪টিতে পরাজিত হয় সবুজ মেরুন শিবির। শেষ ম্যাচে অবনমনে থাকা পুলিশ এসির বিরুদ্ধেও জিততে ব্যর্থ হয় তারা। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে গ্ৰুপে সপ্তম স্থানে থেকে কলকাতা লিগ শেষ করে তারা।  

তবে কলকাতার অপর প্রধান মহামেডান জায়গা করে নিয়েছে সুপার সিক্সে। গ্ৰুপ পর্বে ১২ ম্যাচে ১৯ পয়েন্ট সংগ্রহ করে সুপার সিক্সে নিজেদের জায়গা পাকা করে তারা। গতকাল ভবানীপুরের বিরুদ্ধে তাদের প্রথম সুপার সিক্সের ম্যাচটি ছিল। কিন্তু মাঠে জল জমে থাকায় সেই ম্যাচ বাতিল হয়। আজ ফের ম্যাচটি অনুষ্ঠিত হবে। ইস্টবেঙ্গল, মহমেডান ছাড়াও সুপার সিক্সে জায়গা করে নিয়েছে ভবানীপুর, ডায়মন্ড হারবার, ক্যালকাটা কাস্টমস এবং সুরুচি সংঘ। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

জ্বর-ব্যথা-ম্যালেরিয়া, NRS-র স্টকে নেই ১০০-র বেশি রোগের ওষুধ, সমস্যায় রোগীরা ‘মুসলিম পরিবারে আমার জন্ম, তাও আমাকে…’! দিল্লির পুজোর অভিজ্ঞতা ভাগ তসলিমার সুপ্রিম কোর্টের আইনজীবীকে সপাটে চড় বান্ধবীর, ‘আমি নির্যাতিত’ দাবি যুবকের আরজি কর, জয়নগর কাণ্ডের মধ্যেই কলকাতায় জোড়া ধর্ষণের অভিযোগ, ধৃত ২ স্ত্রীকেই ডেলিভারি এজেন্ট বানিয়ে দিলেন Zomato CEO, নিজেও হাঁটলেন একই পথে! রেললাইনের উপর মাটির স্তুপ! দেখেই ব্রেক কষলেন চালক, উদ্বেগ চরমে পুজোর ৪দিন শাড়িই পছন্দের? কোনদিন কোন লুক বেছে নেবেন? দেখে নিন রোদ-বৃষ্টিতে ঠাকুর দেখতে গিয়ে হতে পারে সর্দিগর্মি, সুস্থ থাকতে যা করবেন নেই নন্দকুমার-সাহাল, দলে একমাত্র বাঙালি শুভাশিস! ভারতীয় দল নিয়ে কী বললেন কোচ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পাক ক্রিকেটার, পাত্রী ভারতীয় হিন্দু তরুণী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.