ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রে মেক্সিকোকে হারিয়ে দিল ব্রাজিল। টেক্সাসের মাঠে ম্যাচের শুরুতেই দেখা গেছিল সাম্বা ম্যাজিক। কোপা আমেরিকা শুরুর আগে দলকে দেখে নিতে চেয়েছিলেন কোচ ডোরিভাল জুনিয়র। প্রীতি ম্যাচে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে দিল মিলিতাও - জুনিয়ররা। দল জিতলেও অবশ্য চিন্তা থেকেই যাচ্ছে ব্রাজিল কোচের। কারণ মেক্সিকোর বিরুদ্ধে যদি দুই গোল খেতে হয়, তাহলে আর্জেন্তিনার বিরুদ্ধে আদৌ কতটা লড়াই দিতে পারবেন সেলেকাও রক্ষণ? সাম্প্রতিককালে কোপা আমেরিকায় ব্রাজিলের পারফরমেন্স তেমন চোখে পড়ার মতো নয়, নেইমারও নেই চোটের জন্য। অতীতের সেই ঝাঁঝও উধাও এখন সেলেকাওদের খেলায়। এই পরিস্থিতিতে কোপা শুরুর আগে রক্ষণ নিয়ে ভাবনা চিন্তা করতেই হচ্ছে ব্রাজিল কোচকে। এই ম্যাচে অবশ্য জুনিয়র, রাফিনহা, মার্কুইনোস, রদ্রিগোদের রিজার্ভ বেঞ্চে রেখে শুরু করেছিলেন ব্রাজিলের কোচ।
আরও পড়ুন-CFL-এ মোহনবাগান কোচের দায়িত্বে কার্দোজো, কবে থেকে শুরু অনুশীলন?
মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচে ৫ মিনিটেই গোল করে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন আন্দ্রেস পেরেইরা। এরপর প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোনও দল। দ্বিতীয়ার্ধে লেমন ব্রেকের পর ফের ব্যবধান বাড়ায় ব্রাজিল। এক্ষেত্রে সেলেকাওদের হয়ে গোল করেন মিডফিল্ডার গ্যাব্রিয়েল মার্টিনেলি। ৫৪ মিনিটে তিনি এগিয়ে দেন দলকে। দলের জয় আসন্ন ধরে নিয়েছিলেন ব্রাজিল ফুটবলাররা। কিন্তু হঠাৎ জুলিয়ান কুইনোনেস গোল করে মেক্সিকোর ব্যবধান কমান। গোল পেয়েই ফের তেড়ে ফুঁড়ে আক্রমণ শুরু করে মেক্সিকো।
চিরশত্রু পাকিস্তানের বিরাটপ্রেম! বাবরকেও টেক্কা দেবেন কোহলি, বলছেন প্রাক্তন অধিনায়ক
ম্যাচের সংযুক্তি সময় গোল করে ব্রাজিলের বিরুদ্ধে দলকে সমতায় ফেরান মেক্সিকোর গুইলেরমো আয়ালা। ২-০ এগিয়ে থেকে ২-২ হয়ে যাওয়ায় কিছুটা দিশেহারা হয়ে যান ব্রাজিল ফুটবলাররা। এরই মধ্যে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন পরিবর্ত হিসেবে মাঠে নামা এনড্রিক, তিনি গোল করে ব্রাজিলকে কাঙ্খিত জয় এনে দেন, মুখে হাসি ফোটে সেলেকাওদের কোচ দোরিভাল জুনিয়রের। যদিও এই রক্ষণ নিয়ে কিন্তু চিন্তা থেকেই যাচ্ছে ব্রাজিলের। ম্যাচের পরিসংখ্যান বলছে ব্রাজিলের সঙ্গে হাড্ডাহাড্ডি টক্করই দিয়েছে আর্টেগা, জিমেনেজরা।
আরও পড়ুন-অবশেষে ইস্টবেঙ্গলে কল্যাণ যুগের অবসান! সরে দাঁড়াচ্ছেন সভাপতিও...পদে কারা আসছেন?
কোপা আমেরিকায় এবার বেশ শক্ত গ্রুপেই পরেছে ব্রাজিল। তাঁদের প্রথম ম্যাচ ২৫ জুন কোস্টা রিকার বিরুদ্ধে। ২৯ জুন কোপা আমেরিকায় গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে তাঁদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ৩ জুলাই ব্রাজিলের মুখোমুখি হবে গ্রুপ স্টেজের শেষ ম্যাচে কলম্বিয়া। এর আগে অবশ্য ১৩ জুন আরও একটি প্রীতি ম্যাচ খেলবেন জুনিয়র, এভানিলসনরা। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দলের রক্ষণভাগকে আরও একবার দেখে নেবেন ব্রাজিল কোচ। গতবার কোপা আমেরিকায় আর্জেন্তিনার বিপক্ষে হেরে কাপ হাতছাড়া হয়েছিল ব্রাজিলের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।