আর নয়, এবার থামতে হবে। বর্ণোজ্জ্বল ফুটবল কেরিয়ারে দাঁড়ি টানার ইঙ্গিত দিলেন ব্রাজিলের কিংবদন্তি মহিলা ফুটবলার মার্তা, যাঁকে ফুটবল বিশ্বে মেয়েদের পেলে আখ্যা দেওয়া হয়। তফাৎ শুধু এটাই যে, দীর্ঘ সময় ধরে ফুটবল বিশ্বে দাপিয়ে বেড়ালেও এখনও বিশ্বকাপের ট্রফি অধরা মার্তার। ৬ বার বিশ্বসেরা ফুটবলারের মর্যাদা পেলেও এখনও ছোঁয়া হয়নি ওয়ার্ল্ড কাপের ট্রফি। যদিও তিনবার কোপা আমেরিকা জয়ী ব্রাজিল দলের সদস্য ছিলেন তিনি।
নয়নয় করে ইতিমধ্যেই ৫টি বিশ্বকাপ খেলে ফেলেছেন মার্তা। কেরিয়ারের ছয় নম্বর বিশ্বকাপ খেলতে রওনা হওয়ার ঠিক আগে তিনি জানিয়ে দিলেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে। সেটাই অবশ্য প্রত্যাশিত ছিল। কেননা চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন মার্তা। চোট সারিয়ে এবারের বিশ্বকাপ খেলাও ঘোর অনিশ্চিত ছিল ব্রাজিলিয়ান তারকার। শেষমেশ ব্রাজিল কোচ পিয়া সান্ধাগে ৩৭ বছর বয়সী অভিজ্ঞ তারকাকে নিয়েই বিশ্বকাপের স্কোয়াড গড়েন।
ব্রাজিলের হয়ে মহিলা ফুটবলে সব থেকে বেশি ১১৭টি গোল করা তারকা বিশ্বকাপের বিমান ধরার আগে ব্রাসিলিয়ার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘হ্যাঁ, এটাই হতে চলেছে আমার শেষ বিশ্বকাপ। আমাদের বুঝতে হবে, একটা সময় আসে, যখন অন্য বিষয়গুলিকে গুরুত্ব দিতে হয়। এত বছর ধরে আমি জাতীয় দলের সঙ্গে থাকতে পারায় নিজেকে ধন্য মনে করছি। আরও একটি বিশ্বকাপে সুযোগ পেয়েছি। আমার ছয় নম্বর বিশ্বকাপ হতে চলেছে এটা। সবকিছু কেমন অবিশ্বাস্য মনে হচ্ছে।’
উল্লেখ্য, মার্তা ব্রাজিলের হয়ে ২০০৩ সালে প্রথমবার বিশ্বকাপ খেলতে নামেন। পরে ২০০৭, ২০১১, ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপেও ব্রাজিলের জার্সি গায়ে চাপান তিনি। এবার ২০২৩ বিশ্বকাপ হতে চলেছে মার্তার কেরিয়ারের ছয় নম্বর তথা শেষ বিশ্বকাপ। উল্লেখযোগ্য বিষয় হল, এবারের বিশ্বকাপে মাঠে নামা মাত্রই দুর্দান্ত এক বিশ্বরেকর্ড গড়বেন মার্তা। ছেলে ও মেয়েদের ফুটবল মিলিয়ে আর কেউ কখনও ৬টি বিশ্বকাপে মাঠে নামেননি। মেসি-রোনাল্ডোরা ৫টি করে বিশ্বকাপে মাঠে নেমেছেন। মার্তা ছাপিয়ে যেতে চলেছেন তাঁদেরও।
উল্লেখ্য, চলতি বছরের মহিলা ফুটবল বিশ্বকাপের আসর বসতে চলেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। ২০ জুলাই শুরু হবে টুর্নামেন্ট। ফাইনাল খেলা হবে ঠিক একমাস পরে ২০ অগস্ট তারিখে। এফ গ্রুপে ব্রাজিলকে লড়তে হবে ফ্রান্স, জামাইকা ও পানামার বিরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।