বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > শেষ বিশ্বকাপ, বিশ্বকাপেই শেষ! বর্ণোজ্জ্বল কেরিয়ারে ইতি টানছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার মার্তা

শেষ বিশ্বকাপ, বিশ্বকাপেই শেষ! বর্ণোজ্জ্বল কেরিয়ারে ইতি টানছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার মার্তা

এটাই শেষ বিশ্বকাপ, জানিয়ে দিলেন মার্তা। ছবি- গেটি।

বিশ্বকাপে মাঠে নামা মাত্রই মেসি-রোনাল্ডোদের টপকে বিশ্বরেকর্ড গড়বেন অভিজ্ঞ তারকা, যাঁকে ফুটবল বিশ্ব দিয়েছে ‘মেয়েদের পেলে’ তকমা।

আর নয়, এবার থামতে হবে। বর্ণোজ্জ্বল ফুটবল কেরিয়ারে দাঁড়ি টানার ইঙ্গিত দিলেন ব্রাজিলের কিংবদন্তি মহিলা ফুটবলার মার্তা, যাঁকে ফুটবল বিশ্বে মেয়েদের পেলে আখ্যা দেওয়া হয়। তফাৎ শুধু এটাই যে, দীর্ঘ সময় ধরে ফুটবল বিশ্বে দাপিয়ে বেড়ালেও এখনও বিশ্বকাপের ট্রফি অধরা মার্তার। ৬ বার বিশ্বসেরা ফুটবলারের মর্যাদা পেলেও এখনও ছোঁয়া হয়নি ওয়ার্ল্ড কাপের ট্রফি। যদিও তিনবার কোপা আমেরিকা জয়ী ব্রাজিল দলের সদস্য ছিলেন তিনি।

নয়নয় করে ইতিমধ্যেই ৫টি বিশ্বকাপ খেলে ফেলেছেন মার্তা। কেরিয়ারের ছয় নম্বর বিশ্বকাপ খেলতে রওনা হওয়ার ঠিক আগে তিনি জানিয়ে দিলেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে। সেটাই অবশ্য প্রত্যাশিত ছিল। কেননা চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন মার্তা। চোট সারিয়ে এবারের বিশ্বকাপ খেলাও ঘোর অনিশ্চিত ছিল ব্রাজিলিয়ান তারকার। শেষমেশ ব্রাজিল কোচ পিয়া সান্ধাগে ৩৭ বছর বয়সী অভিজ্ঞ তারকাকে নিয়েই বিশ্বকাপের স্কোয়াড গড়েন।

ব্রাজিলের হয়ে মহিলা ফুটবলে সব থেকে বেশি ১১৭টি গোল করা তারকা বিশ্বকাপের বিমান ধরার আগে ব্রাসিলিয়ার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘হ্যাঁ, এটাই হতে চলেছে আমার শেষ বিশ্বকাপ। আমাদের বুঝতে হবে, একটা সময় আসে, যখন অন্য বিষয়গুলিকে গুরুত্ব দিতে হয়। এত বছর ধরে আমি জাতীয় দলের সঙ্গে থাকতে পারায় নিজেকে ধন্য মনে করছি। আরও একটি বিশ্বকাপে সুযোগ পেয়েছি। আমার ছয় নম্বর বিশ্বকাপ হতে চলেছে এটা। সবকিছু কেমন অবিশ্বাস্য মনে হচ্ছে।’

আরও পড়ুন:- ICC Ranking: ইতিহাস গড়লেন আতাপাত্তু, শ্রীলঙ্কার প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে বিশ্বব়্যাঙ্কিংয়ের এক নম্বরে চামারি

উল্লেখ্য, মার্তা ব্রাজিলের হয়ে ২০০৩ সালে প্রথমবার বিশ্বকাপ খেলতে নামেন। পরে ২০০৭, ২০১১, ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপেও ব্রাজিলের জার্সি গায়ে চাপান তিনি। এবার ২০২৩ বিশ্বকাপ হতে চলেছে মার্তার কেরিয়ারের ছয় নম্বর তথা শেষ বিশ্বকাপ। উল্লেখযোগ্য বিষয় হল, এবারের বিশ্বকাপে মাঠে নামা মাত্রই দুর্দান্ত এক বিশ্বরেকর্ড গড়বেন মার্তা। ছেলে ও মেয়েদের ফুটবল মিলিয়ে আর কেউ কখনও ৬টি বিশ্বকাপে মাঠে নামেননি। মেসি-রোনাল্ডোরা ৫টি করে বিশ্বকাপে মাঠে নেমেছেন। মার্তা ছাপিয়ে যেতে চলেছেন তাঁদেরও।

আরও পড়ুন:- IND vs BAN: স্কিল ও প্রতিভা নিয়ে প্রশ্ন নেই, তবে ভুল থেকে শিক্ষা না নেওয়ায় জাতীয় দল থেকে বাদ রিচা!

উল্লেখ্য, চলতি বছরের মহিলা ফুটবল বিশ্বকাপের আসর বসতে চলেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। ২০ জুলাই শুরু হবে টুর্নামেন্ট। ফাইনাল খেলা হবে ঠিক একমাস পরে ২০ অগস্ট তারিখে। এফ গ্রুপে ব্রাজিলকে লড়তে হবে ফ্রান্স, জামাইকা ও পানামার বিরুদ্ধে।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

গুগল সবথেকে ভালো, মানেন প্রতিযোগীরাও, কোর্টের রায় নিয়ে এই প্রথম মুখ খুললেন পিচাই ‘‌চিকিৎসক সত্তা থেকে তাগিদ অনুভব করেই এখানে এসেছি’‌, অনশন মঞ্চে তৃণমূল বিধায়ক অনন্যার গোপন ভিডিয়ো ফাঁসের হুমকি আরিয়ানের! শাহরুখ পুত্রকে নিয়ে অভিযোগ নায়িকার দশমীর পর গুরু-শুক্রর সমসপ্তক যোগ, ৪ রাশির খুলবে ভাগ্যর দ্বার ৬৮,০০০ মার্কিন ডলার মুক্তিপণ চেয়েছিল সাইবার হ্যাকাররা, মেনে নিল স্টার হেলথ ১টা ডটের শাস্তি! রিশাদের বাকি ৫ বলে ৫ ছক্কা সঞ্জুর, ওভারে উঠল ৩০ রান- ভিডিয়ো কোলে ইয়ালিনি,ছেলের হাত ধরে! দু-হাতে সন্তানদের সামলাচ্ছেন রাজের 'দুর্গা' শুভশ্রী ধোনি-পন্তদেরও নেই এই নজির, ৪০ বলের বিধ্বংসী T20I শতরানে ইতিহাস গড়লেন স্যামসন আম্বানিকে টপকে ধনীদের তালিকায় শীর্ষে আদানি, তিন নম্বরে উঠে এলেন সাবিত্রী দুর্গাপুজোর কার্নিভালের দিনই ‘দ্রোহের কার্নিভাল’, ডাক জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর্স

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.