বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Brazil vs South Korea: কোরিয়ার বিরুদ্ধে নামছেন নেইমার? নক-আউটের শুরুতে ব্রাজিলের সম্ভাব্য একাদশ কী হবে?

Brazil vs South Korea: কোরিয়ার বিরুদ্ধে নামছেন নেইমার? নক-আউটের শুরুতে ব্রাজিলের সম্ভাব্য একাদশ কী হবে?

নেইমার কি খেলবেন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে? (ফাইল ছবি, সৌজন্যে এপি)

Brazil vs South Korea: কাতারে ব্রাজিলের প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে চোট পেয়েছিলেন নেইমার।সেই চোটের কারণে সুইৎজারল্যান্ড, ক্যামেরুন ম্যাচে খেলা হয়নি তাঁর। তবে ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন নেইমার।

শুভব্রত মুখার্জি : কাতার বিশ্বকাপে ব্রাজিল 'রাউন্ড অফ ১৬'-র ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার। সেই ম্যাচে ব্রাজিলে নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন ঘটবে কিনা, সেই নিয়ে জল্পনা তুঙ্গে। 

কাতারে ব্রাজিলের প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে চোট পেয়েছিলেন নেইমার।সেই চোটের কারণে সুইৎজারল্যান্ড, ক্যামেরুন ম্যাচে খেলা হয়নি তাঁর। তবে ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন নেইমার। তাঁকে দলে ফেরাতে মরিয়া কোচ তিতে-সহ সমস্ত কোচিং স্টাফরা। নেইমার নিজেও সেই চেষ্টাতে খামতি রাখছেন না। প্রথমদিন অনুশীলনেই তাঁকে গোল লক্ষ্য করেও শট নিতে দেখা গিয়েছে। ফলে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নেইমার জুনিয়রের খেলার সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। স্বয়ং নেইমার জুনিয়র সেই চেষ্টাই চালাচ্ছেন।

প্রসঙ্গত, দোহার ৯৭৪ স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ব্রাজিল এবং দক্ষিণ কোরিয়া। ৩০ বছরের নেইমার গোড়ালির চোটে ভুগছিলেন। ব্রাজিলের টিম ডাক্তার রদ্রিগো লাসমারও জানিয়েছেন, সোমবারের ম্যাচে প্রথম একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে পিএসজি তারকার। এমনিতেই ব্রাজিল শিবির চোট আঘাতের সমস্যায় জর্জরিত। তিতে ইতিমধ্যেই হারিয়েছেন গ্যাব্রিয়েল‌ জেসুস এবং অ্যালেক্স টেলাসকে। কাতার বিশ্বকাপে আর খেলা হবে না তাঁদের। ক্যামেরুন‌ ম্যাচে দু'জনেই হাঁটুতে চোট পেয়ে ছিটকে গিয়েছেন। 

নিতম্বের চোটের কারণে অ্যালেক্স স্যান্ড্রো এবং গোড়ালির চোটের কারণে দানিলোকে পাওয়াও অনিশ্চিত ব্রাজিলের। তবে কোরিয়া ম্যাচে সান্ড্রোকে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাহলে তিনি খেলতে পারেন লেফট ব্যাকে। সেক্ষেত্রে ফলে এজের মিলিসিওকে খেলানো হতে পারে মেকশিফট রাইট ব্যাক হিসেবে। উল্লেখ্য মার্কুইনোসকে শুক্রবারের ম্যাচে লেফট ব্যাক হিসেবে খেলানো হয়েছিল। তবে কোরিয়া ম্যাচে সেন্টার ব্যাক হিসেবে ফিরে আসতে চলেছেন তিনি। গোলে এডেরসনের পরিবর্তে ফিরতে চলেছেন অ্যালিসন বেকার। সেন্টার ব্যাক হিসেবে এই ম্যাচে থিয়াগো সিলভার খেলা প্রায় নিশ্চিত।

কোরিয়া ম্যাচে ফাবিনহোর পরিবর্তে দলে ফিরতে পারেন কাসিমেরো। নেইমার দলে ফিরলে তিনি লুকাস পাকিতার সঙ্গে জুটি বাঁধতে পারেন। অন্যদিকে অ্যান্টনির বদলে দলে ফিরতে পারেন রাপিনহা। দলে ভিনিসিয়াস জুনিয়রের ফেরাটাও কার্যত নিশ্চিত। তিনি ফিরতে পারেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লির জায়গায়। একনজরে দেখে নেওয়া যাক কোরিয়ার বিরুদ্ধে ব্রাজিলের সম্ভাব্য প্রথম একাদশ -

অ্যালিসন, মিলিসিওকে, মার্কুইনিস সিলভা, দানিলো, পাকেতা, কাসিমেরো, নেইমার জুনিয়র, রাপিনহো, রিচালির্সন এবং ভিনিসিয়াস জুনিয়র।

বন্ধ করুন