স্টেডিয়াম ৯৭৪-এ সোমবার ভারতীয় সময় রাত সাড়ে নটা থেকে শুরু ম্যাচ। দোহায় আজ অতীত ইতিহাস বদলে যাবে রিচার্লিসন, ভিনি জুনিয়রদের পায়ে!
খেলা শেষ… জিতল ব্রাজিল
গ্রুপি লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিতল ব্রাজিল। এই জয়ের ফলে রাউন্ড অফ ১৬ তে নিজেদের জায়গা পাকা করে ফেলল ব্রাজিল। নেইমার ছাড়াও যে ব্রাজিল
৯০ মিনিটের খেলা শেষ
৯০ মিনিটের খেলা শেষ, ৬ মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। এখনও ১-০ গোলে এগিয়ে রয়েছে ব্রাজিল।
গোলল…
ক্যাসেমিরোর গোলে এগিয়ে গেল ব্রাজিল। ম্যাচের ৮৩ মিনিটে দুরন্ত গোল করে সেলেকাওদের এগিয়ে দিলেন ক্যাসেমিরো।
বাকি ১০ মিনিটে কী হবে?
৮০ মিনিটের খেলা শেষ, কোনও দল এখনও গোল করতে পারেনি। বাকি ১০ মিনিটে খেলা কোন দিকে যায় সেটাই দেখার।
৭৮ মিনিট: ব্রাজিল-০, সুইৎজারল্যান্ড-০
এখনও গোলের মুখ খুলতে পারল না দুই দল। ব্রাজিল আক্রমণকে বড় চ্যালেঞ্জ দিল সুইস রক্ষণ। এই ম্যাচে নেইমারের অভাবটা বেশ বোঝা গিয়েছে। ভিনিসিয়াস জুনিয়র দারুণ খেললেও গোল পাননি তিনি। খেলার গতি আবার কমে যাচ্ছে।
খেলার গতি যেন পঞ্চম গিয়ারে চলছে
এতক্ষণ যে গতিতে খেলা চলছিল এখন তার থেকে অনেক বেশি গতি বেড়ে গিয়েছে। সুইস রক্ষণে ওয়ার্নিং সাইন দিয়েছে ব্রাজিলের আক্রমণ। দুই দলই খেলার গতি বাড়াচ্ছে।
বাতিল হয়ে গেল গোল…
বাতিল হয়ে গেল ভিনিসিয়াস জুনিয়রের গোল। গোলের পরে VAR -এর মাধ্যমে দেখা যায় গোলটি অফসাইডে ছিল। শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল গোল।
গোলললল..
ম্যাচের ৬৪ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে এগিয়ে গেল ব্রাজিল। বিশ্বকাপে নিজের প্রথম গোল করলেন তিনি। তবে চলছে অফসাইডের পরীক্ষা।
রিচার্লিসনের অ্যাটাক
ম্যাচের ৫৬ মিনিটে প্রায় গোলের মুখ খুলে ফেলেছিলেন রিচার্লিসন। কিন্তু শেষ পর্যন্ত গোল করতে পারল না। খেলার ফল এখনও ০-০।
৫৫ মিনিট: ব্রাজিল-০, সুইৎজারল্যান্ড-০
এখনও দুই দলই গোলের মুখ খুলতে পারেনি। তবে এখন সুইৎজারল্যান্ড বেশ কয়েকবার ব্রাজিল রক্ষণের উপরে হামলা চালিয়েছিল। কিন্তু এখনও গোলের মুখ খুলতে পারেনি কোনও দল।
তৈরি হয়ে যান…
শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা। প্রথম ৪৫ মিনিট ব্রাজিল বেশ কিছু আক্রমণ করলেও, সুইসদের দারুণ রক্ষণ দেখা গিয়েছে। সেই কারণেই এখনও স্কোর ০-০। এখনও সুইসরা সেভাবে আক্রমণ করতে পারেনি। এখন দেখার শেষ ৪৫ মিনিট কী হয়।
প্রথমার্ধের খেলা শেষ
প্রথমার্ধের খেলা শেষ, কোনও দল এখনও গোল করতে পারেনি। ব্রাজিল ও সুইৎজারল্যান্ডের লড়াই গোল শূন্যতে রয়েছে। এখনও পর্যন্ত নেইমারের অভাবটা বেশ বোঝা গিয়েছে।
সুইস রক্ষণ ভাঙতে পারছে না ব্রাজিল
বিশেষজ্ঞরা বলছেন এই ম্যাচে এখনও পর্যন্ত সুইৎজারল্যান্ডের রক্ষণ দারুণ করেছে। তবে এদিন ব্রাজিলে নেইমারের অভাবটা বেশ বোঝা যাচ্ছে। তেমন ভালো কোনও মুভ দেখতে পাওয়া যায়নি।
৪০ মিনিট: ব্রাজিল-০, সুইৎজারল্যান্ড-০
চল্লিশ মিনিট হয়ে গেছে, দুই দল এখনও গোলের মুখ খুলতে পারেনি। যদিও বেশ কিছু মুহূর্তে ব্রাজিল প্রতিপক্ষের গোলের কাছে পৌঁছে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত এখনও গোল পায়নি দুই দল।
২৭ মিনিটে ব্রাজিলের দারুণ আক্রমণ
ভিনিসিয়াস জুনিয়ার দারুণ চেষ্টা করেছিলেন। সুইস গোলের কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু সুইৎজারল্যান্ডের গোলরক্ষক সোমার।
২০ মিনিট: ব্রাজিল-০, সুইৎজারল্যান্ড-০
এখনও খেলার ফল বদলায়নি, কোনও দলই গোলের মুখ খুলতে পারেননি। ম্যাচের ২০ মিনিট হয়ে গেলেও সেই রকম মুখ দেখতে পাওয়া যায়নি।
১০ মিনিট: ব্রাজিল-০, সুইৎজারল্যান্ড-০
ম্যাচের প্রথম ১০ মিনিটে এখনও কোনও দল গোলের মুখ খুলতে পারেনি। তবে এখনও সেভাবে দুই দলই কোনও সুযোগ তৈরি করতে পারেনি। এখন দেখার নেইমারের খামতি ফ্রেড কতটা মেটাতে পারে।
রিচার্লিসনের দিকে তাকিয়ে ব্রাজিল ভক্তরা
মাঠে টস চলছে। ব্রাজিল দলে দুটি পরিবর্তন করা হয়েছে। সুইৎজারল্যান্ড দলে একটি পরিবর্তন করা হয়েছে।
মাঠে নেমে পড়েছে দুই দল
আপনারা তৈরি তো, মাঠে নেমে পড়েছে দুই দল। মাঠে দুই দলের জাতীয় সঙ্গিত চলছে।
দেখুন কে, কোন ছকে খেলতে নামছে
ব্রাজিল ৪-৩-৩ ছকে খেলতে নামবে। রক্ষণে চারজনকে রেখে মাঝমাঠে তিন জন ও আক্রমণে ৩ জনকে রেখে দল সাজাবেন ব্রাজিলের কোচ তিতে। অন্যদিকে মুরাত ইয়াকিন তার দলকে ৪-২-৩-১ ছকে নামাবেন।
দেখে নিন সুইৎজারল্যান্ডের দল
নেইমারের অবর্তমানে ব্রাজিলকে চাপ দিতে তৈরি সুইৎজারল্যান্ড। কেমন হল সুইসদের দল, দেখে নিন এক নজরে।
দলে নেই নেইমার, বদলে এলেন ফ্রেড
চোটের কারণে ব্রাজিল দলে জায়গা পেলেন না নেইমার। সেই নেইমারের জায়গায় দলে এলেন ফ্রেড।
আপনাদের ব্রাজিল বনাম সুইৎজারল্যান্ড ম্যাচে স্বাগত জানাই
আপনাদের ব্রাজিল বনাম সুইৎজারল্যান্ড ম্যাচে স্বাগত জানাই। স্টেডিয়াম ৯৭৪-এ দুই দল মুখোমুখি হবে। আজকের ম্যাচে ইতিহাস বদলে কি দেবে রিচার্লিসন, ভিনি জুনিয়ররা।