একদিন পরই ঐতিহাসিক দিন মহমেডান স্পোর্টিং ক্লাবের। আইএসএলের ইতিহাসে প্রথমবার একই সংস্করণে কলকাতার তিন প্রধানই অংশগ্রহণ করবে। আর সোমবারই রয়েছে সাদা কালো শিবিরের প্রথম ম্যাচ। সেই ম্যাচে তাঁদের প্রতিপক্ষ সদ্য কলকাতায় এসে মোহনবাগানকে হারিয়ে ডুরান্ড কাপ জেতা নর্থইস্ট ইউনাইটেড। আর তার আগেই রবিবার দিনটি খুব একটা ভালো গেল না সাদা কালো শিবিরের জন্য। সকালেই খবর এসেছিল, দলের নজরে থাকা পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেইসকে ছিনিয়ে নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস দল। আর বিকেলেই কলকাতা লিগেও বড় ধাক্কা খেল সাদা কালো শিবির। ময়দানের ব্ল্যাক প্যান্থার্সরা সিএফএলের সুপার সিক্সের ম্যাচে ১-২ গোলে হেরে গেল ক্যালকাটা কাস্টমস দলের বিপক্ষে।
শেষ কয়েক বছরে কলকাতা লিগের অন্যতম ধারাবাহিক দলই মহমেডান স্পোর্টিং ক্লাব। টানা চ্যাম্পিয়ন হয়ে আসছিল আন্দ্রে চেরনিশভের দল। কিন্তু এবারে সাদা কালো শিবির আইএসএলে খেলায় মূল দল নিয়ে কোচ চেরনিশভ ব্যস্ত ছিলেন সোমবারের ম্যাচের অনুশীলনে, আর সেই সুযোগেই নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে সাদা কালো শিবিরকে ২-১ গোলে হারিয়ে দিল ক্যালকাটা কাস্টমস দল।
আরও পড়ুন-মহমেডান নয়, মোহনবাগানে এলেন নুনো রেইস! রোনাল্ডোর দেশের ফুটবলার বাগানের সপ্তম বিদেশি…
হাকিম সেগোন্ডোর মহমেডান স্পোর্টিং এবারে সিএফএলের সুপার সিক্সে উঠলেও মোটেই নামের প্রতি সুবিচার করে খেলেনি। ১২ ম্যাচে ১৯ পয়েন্ট পেয়েছিল তাঁরা। সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছিল ভবানীপুর ক্লাবকে, সমর্থকরা আশা করেছিলেন সেই ছন্দ হয়ত বজায় রাখবে দল। সেটা হল না, ক্যালকাটা কাস্টমসের বিপক্ষে প্রথমার্ধেই ২ গোলে পিছিয়ে পড়েছিল সাদা কালো শিবির। ক্যালকাটা কাস্টমসের হয়ে প্রথম গোলটি করেন রবি হাঁঁসদা। মহমেডান গোলরক্ষকের ভুল থেকে ম্যাচের ২৯ মিনিটে গোল করেন তিনি। প্রথমার্ধের শেষ লগ্নে আসে দ্বিতীয় গোল, এবার ক্যালকাটা কাস্টমসে এগিয়ে দেন দীর্ঘদিনের চেনা মুখ উজ্জ্বল হাওলাদার।
দ্বিতীয়ার্ধে ৭১ মিনিটে একটি গোল পরিশোধ করে দেয় মহমেডান স্পোর্টিং, গোল করেন সুরজ রাজওয়ার। কিন্তু ম্যাচে আর ফিরতে পারেননি তাঁরা। ফলে ১-২ গোলে ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হয় তাঁদের। এই ম্যাচে অধিকাংশ প্রথম একাদশের ফুটবলারকেই আইএসএলের দলের জন্য ছেড়ে দিয়েছিল সাদা কালো শিবির। এখন দেখার, রবিবারের হারের জ্বালা সোমবার নর্থইস্টের বিরুদ্ধে জিতে জুড়িয়ে নিতে পারে কিনা সাদা কালো শিবির।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।