ভারতীয় দলের ফুটবলাররা না ফিরলে কলকাতা লিগে খেলবে না মোহনবাগান সুপার জায়ান্ট। এমনটাই জানিয়ে দিয়েছে মোহনবাগানের কর্তা দেবাশিস দত্ত। তবে এই বিষয়টার গুরুত্বই দিচ্ছে না বাংলা ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইএফএ। আসলে একদিকে ফুটবলারদের চোট-আঘাতের সমস্যা, তার ওপর আবার ফুটবলার না থাকা। সব মিলিয়ে বেশ চাপে পড়ে গিয়েছে মোহনবাগান। এমন অবস্থায় মোহনবাগানের কর্তা দেবাশিস দত্ত বলেছিলেন, ‘আমাদের দলের চার ফুটবলার জাতীয় দলে চলে গিয়েছে। সুহেল ভাট, সুমিত রাঠি, হামতের মতো ফুটবলরকে পাচ্ছি না। তা হলে কি আমরা এই ক'টা ফুটবলার নিয়ে খেলব? তাই আমরা ঠিক করেছি, ফুটবলররা না ফিরলে আমরা কলকাতা লিগে খেলব না।’
কলকাতা লিগের পাশাপাশি চলছে ডুরান্ড কাপ। এর সঙ্গেই যোগ হয়েছে সবুজ-মেরুনের এএফসি কাপ অভিযান। কলকাতা লিগে রিজার্ভ দল খেললেও তাঁদের মধ্যে অনেককেই ভারতীয় যুব দলের ক্যাম্পে ডাকা হয়েছে। কলকাতা লিগে যদিও একেবারেই ভালো খেলতে পারছে না সবুজ-মেরুন ব্রিগেড। সেটাই হয়তো আরও চিন্তায় রাখছে মোহনবাগানকে। কলকাতা লিগের সুপার সিক্সে উঠতে গেলে মোহনবাগানকে তাদের বাকি সমস্ত ম্যাচেই জিততে হবে। বাস্তব রায়ের ছেলেরা ভালো খেললেও গোল করতে ব্যর্থ হচ্ছে। আবার সমস্যা রয়েছে ডিফেন্সেও। ফলে গোল করলেও সেটা ধরে রাখতে পড়ছে না বাগানের ফুটবলররা। এর মধ্যে যদি দলে নামি ফুটবলররা খেলতেই না পারেন, তবে সুপার সিক্সে ওঠা মুশকিল হবে। সেই জন্যই এমন দাবি করেছেন সবুজ-মেরুন কর্তারা।
যদিও, গোটা বিষয়টা এখন বাংলার ফুটবল নিয়মক সংস্থা আইএফএর হাতে। আজতাকের খবর অনুযায়ী তারা অবশ্য এই বিষয়টিতে ততটা গুরুত্বই দিচ্ছে ন। বাংলার ফুটবল নিয়ামক সংস্থার সচিব বলেছেন, ‘আমরা এই ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছি না। আমাদের জানিয়ে দেওয়া হয়েছে, মোহনবাগান সুপার জায়ান্টের ব্যাপারে যা কথা বলার তা বলবেন বিনয় চোপড়া। সেখানে দেবাশিস দত্তের কথা বলা হয়নি।’ মোহনবাগান সচিব দাবি করলেও, কলকাতা লিগে খেলার আপত্তি জানিয়ে কোনও চিঠিও দেয়নি সবুজ-মেরুন। আইএফএ সচিব বলেন, ‘আমরা এখনও কোনও চিঠি পাইনি এই ব্যাপারে। তাই এটা গুরুত্ব দিচ্ছি না।’
এদিকে সূত্র মারফৎ জানা গিয়েছে, এএফসি কাপের ম্যাচ আয়োজন নিয়ে সমস্যায় পড়েছে মোহনবাগান। দূর্গাপুজো দশমীর দিন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মোহনবাগান বনাম বসুন্ধরা কিংস এএফসি কাপের গ্রুপ পর্যায়ের ম্যাচ। জানা গিয়েছে, কলকাতায় তখন পুলিশের পক্ষে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। এনিয়ে এএফসি-র কাছে চিঠিও দিয়েছে সবুজ-মেরুন। ম্যাচ পিছনোর আবেদন করা হয়েছে মোহনবাগানের পক্ষ থেকে। একে দূর্গাপুজোর দশমী তার ওপর আবার বিশ্বকাপ। এই দুইয়ের চাপে পর্যাপ্ত পুলিশ পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। সেই জন্যই এমন আবেদন জানানো হয়েছে বলে জানা যাচ্ছে মোহনবাগানের পক্ষ থেকে। তবে এখনই কোনও সিদ্ধান্ত জানানো হয়নি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।