Mohun Bagan SG vs Southern Samity Highlights: সময়টা খুব একটা ভালো যাচ্ছে না মোহনবাগানের। গত ম্যাচে আর্মি রেডের বিরুদ্ধে ড্রয়ের পর এবার সাদার্নের বিরুদ্ধে ঘরের মাঠে হারতে হল। সাদার্নের বিরুদ্ধে ২-০ গোলে হারতে হল বাগানকে। কলকাতা লিগে প্রথম হারের মুখ দেখল বাস্তব রায়ের দল।
Mohun Bagan SG vs Southern Samity Highlights: কলকাতা লিগে প্রথম হার মোহনবাগানের
এবারের কলকাতা লিগে প্রথম হারের মুখ দেখল মোহনবাগান। এদিন সাদার্নের বিরুদ্ধে আটকে গেল বাস্তব রায়ের ছেলেরা। সৌগতর জোড়া গোলে হার মানতে হল সবুজ-মেরুনকে।
Mohun Bagan SG vs Southern Samity Live Score: ফুল টাইম
৯০+১৪ মিনিট- সাদার্নের বিরুদ্ধে হারের মুখ দেখতে হল মোহনবাগানকে। ২-০ গোলে ঘরের মাঠে হারল বাস্তব রায়ের দল। অতিরিক্ত সময়ও গোলের মুখ খুলতে পারল না সবুজ-মেরুন।
Mohun Bagan SG vs Southern Samity Live Score: মাঠে বোতল ছুড়লেন সমর্থকরা
৯০+৩ মিনিট- মাঠে বোতল ছুড়লেন সমর্থকরা। কিছুটা হলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে।
Mohun Bagan SG vs Southern Samity Live Score: ৯ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হল
৯০ মিনিট- রেগুলেশন টাইমের খেলা শেষ। আরও ৯ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হল। শেষ সুযোগ বাগানের জন্য ম্যাচে কামব্যাক করার।
Mohun Bagan SG vs Southern Samity Live Score: কার্যত শেষের মুখে ম্যাচ
৮৭ মিনিট- কার্যত শেষের মুখে আজকের ম্যাচ। কিন্তু এখনও পর্যন্ত গোলের মুখ খুলতে পারেনি বাগান শিবির। আজকের ম্যাচ হারলে বড় অঘটন ঘটবে কলকাতা লিগে।
Mohun Bagan SG vs Southern Samity Live Score: দুর্দান্ত ফুটবল খেলছে কিয়ান
৮১ মিনিট- দুর্দান্ত ফুটবল খেলছেন কিয়ান নাসিরি। কিন্তু গোলের মুখ দেখতে পাননি তিনি। তবে কিয়ান যখনই বল নিয়ে এগোচ্ছেন, তখনই গোলের একটা সুযোগ তৈরি হচ্ছে।
Mohun Bagan SG vs Southern Samity Live Score: ফের একবার পোস্টে মারলেন সুহেল
৬৭ মিনিট- ফের একবার গোলের সুযোগ তৈরি করে ফেলেছিল বাগান। কিন্তু এবারও পোস্টে মারলেন সুহেল। সময় যত গড়াচ্ছে ততই চাপ বাড়ছে বাগানের।
Mohun Bagan SG vs Southern Samity Live Score: এখনও ম্যাচে ফিরতে পারল না সবুজ-মেরুন
৫৫ মিনিট- এখনও পর্যন্ত ম্যাচে ফিরতে পারল না মোহনবাগান। যদিও আক্রমণের ঝাঁজ আগের থেকে অনেকটাই বাড়িয়েছে বাগান শিবির।
Mohun Bagan SG vs Southern Samity Live Score: আক্রমণ বাড়াচ্ছে বাগান
৪৭ মিনিট- দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ বাড়াচ্ছে বাগান শিবির। সাদার্নের ফুটবলারদের চাপ বাড়িয়ে পরপর আক্রমণ করছে তারা। যদিও গোলের মুখ খুলতে পারেনি বাগান শিবির।
Mohun Bagan SG vs Southern Samity Live Score: দ্বিতীয়ার্ধের ম্যাচ শুরু
৪৬ মিনিট- ২ গোলে পিছিয়ে রয়েছে বাগান। বাঁশি বাজিয়ে দ্বিতীয়ার্ধের ম্যাচ শুরু করলেন রেফারি। জয়ের জন্য মরিয়া চেষ্টা করবে দুই দল।
Mohun Bagan SG vs Southern Samity Live Score: দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে পারবে বাগান শিবির?
প্রথমার্ধে ২ গোল হজম করে পিছিয়ে রয়েছে মোহনবাগান। ম্যাচে ফিরতে হলে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের মুখ খুলতে হবে। তবে প্রথমার্ধের শেষে কিছুটা হলেও আক্রমণ বাড়িয়েছে বাস্তব রায়ের ছেলেরা। এখন এটাই দেখার বিষয় দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে পারে কিনা তারা।
Mohun Bagan SG vs Southern Samity Live Score: প্রথমার্ধের খেলা শেষ
৪৫+৩ মিনিট- সৌগত হাজরার জোড়া গোলে প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়ে রয়েছে সাদার্ন সমিতি। ফলে এই ম্যাচ জিততে হলে দ্বিতীয়ার্ধে কামব্যাক করতেই হবে মোহনবাগানকে।
Mohun Bagan SG vs Southern Samity Live Score: তিন মিনিট অতিরিক্ত সময় দেওয়া হল
৪৫ মিনিট- প্রথমার্ধের খেলা প্রায় শেষের মুখে। তিন মিনিট অতিরিক্ত সময় দিলেন রেফারি।
Mohun Bagan SG vs Southern Samity Live Score: ম্যাচে ফিরতে মরিয়া বাগান
৩৯ মিনিট- পরপর গোলে শট করছে মোহনবাগান। এবার ফের একবার শট করলেন সুহেল। কিন্তু বার পোস্টে লেগে তা ফিরে এল।
Mohun Bagan SG vs Southern Samity Live Score: টাইসেনর দুর্দান্ত শট
৩৬ মিনিট- টাইসনের দুর্দান্ত শট। কিন্তু গোলের মুখ দেখতে পেল না মোহনবাগান। তবে ২ গোল হজমের পর আক্রমণ বাড়াচ্ছেন বাস্তাব রায়ের শিষ্যরা।
Mohun Bagan SG vs Southern Samity Live Score: ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা বাগানের
৩১ মিনিট- ২ গোলে পিছিয়ে রয়েছে মোহনবাগান। কামব্যাক করতে মরিয়া হয়ে রয়েছে তারা। কিন্তু কোথাও যেন আত্মবিশ্বাসের অভাব দেখা যাচ্ছে বাগান ফুটবলারদের মধ্যে।
Mohun Bagan SG vs Southern Samity Live Score: গোওওলললল….. সাদার্নের
২৪ মিনিট- ডিফেন্সের ভুল। ফের গোল করলেন সাদার্নের সৌগত হাজরা। ২-০ গোলে এগিয়ে গেন সাদার্ন। বাগান ডিফেন্সকে কার্যত বোকা বানিয়ে দিলেন সৌগত।
Mohun Bagan SG vs Southern Samity Live Score: গোওওওলললল…. সাদার্নের
১৯ মিনিট- গোলরক্ষককে বোকা বানিয়ে গোল করলেন সাদার্নের সৌরভ হাজরা। গোলরক্ষক দাঁড়িয়ে দেখলেন।
Mohun Bagan SG vs Southern Samity Live Score: ম্যাচে ফিরে আসার চেষ্টা চালাচ্ছে বাগান
১৫ মিনিট- শুরুতে কিছুটা পিছিয়ে পড়লেও ম্যাচ যত গড়াচ্ছে, ততই ফিরে আসছে বাগান শিবির। একাধিক গোলের সুযোগ তৈরি করছেন তারা। কিন্তু গোল হয়নি। তবে আক্রমণে ফিরছে বাস্তব রায়ের ছেলেরা।
Mohun Bagan SG vs Southern Samity Live Score: সুযোগ নষ্ট নাওরেমের
১১ মিনিট- গোলের দিকে বল নিয়ে গেলেও শটটি বাইরে মারলেন নাওরেম। ফলে গোলের সুযোগ তৈরি হয়েও তা কাজে লাগাতে পারল না বাগান।
Mohun Bagan SG vs Southern Samity Live Score: শুরু থেকেই বাগানকে চাপ বাড়াচ্ছে সাদার্ন
৬ মিনিট- এখনও পর্যন্ত ৫ মিনিট খেলা অতিক্রান্ত হয়ে গিয়েছে। তবে শুরু থেকেই বাগান শিবিরকে চাপে রাখছে সাদার্ন সমিতির ছেলেরা।
Mohun Bagan SG vs Southern Samity Live Score: মোহনবাগান বনাম সাদার্ন সমিতি ম্যাচ শুরু
১ মিনিট- অবশেষে বাঁশি বাজিয়ে আজকের ম্যাচ শুরু করলেন রেফারি প্রাঞ্জল বন্দোপাধ্যায়।
Mohun Bagan SG vs Southern Samity Live Score: মাঠে নামলেন দুই দলের ফুটবলাররা
অবশেষে মাঠে নামলেন মোহনবাগান এবং সাদার্ন সমিতির ফুটবলাররা। করমর্দন সেরে নিলেন একে অপরের সঙ্গে।
Mohun Bagan SG vs Southern Samity Live Score: সাদার্নের প্রথম একাদশে কারা সুযোগ পেলেন?
দীব্যেন্দু, মোহন সরকার, স্তিলহৌ, সনু হালদার, ফারুখ শেখ, শ্রীকুমার, সুভাষ, ঋষি, দেবায়ন হাজরা, সৌগত, আবসুফিয়ান।
Mohun Bagan SG vs Southern Samity Live Score: বাগানের বিরুদ্ধে কতটা প্রস্তুত সাদার্ন?
গত ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হারতে হয়েছে সাদার্ন সমিতিকে। স্বাভাবিক ভাবেই এই ম্যাচে তারা অনেকটাই পিছিয়ে থেকে মাঠে নামবে। তবে তাদের প্রধান টার্গেট থাকবে ড্র করে এক পয়েন্ট পকেটে তুলে নেওয়া।
Mohun Bagan SG vs Southern Samity Live Score: মোহনবাগানের প্রথম একাদশে কারা সুযোগ পেলেন?
সুমিত, আমান, শিবাজিৎ, সুহেল, টাইসন, অভিষেক, নংডাম্বা, কিয়ান, রাজ, আর্শ, রানা।
Mohun Bagan SG vs Southern Samity Live Score: গত ম্যাচের ধাক্কা কাটিয়ে আজ কতটা প্রস্তুত বাগান?
গত ম্যাচের ধাক্কা কাটিয়ে উঠতে চাইবে বাস্তব রায়ের ছেলেরা। তারা জানে সাদার্ন অনেকটাই সহজ প্রতিপক্ষ। কিন্তু বিপক্ষকে মোটেই তারা হালকা ভাবে নিচ্ছে না। বরং গত ম্যাচের ফলাফল ভুলে গিয়ে এই ম্যাচে জয়ের রাস্তায় ফের ফিরতে চাইছে মোহনবাগান।
CFL 2023 Live: সোমবার কলকাতা লিগে কোন দল মুখোমুখি হবে?
আজ কলকাতা লিগে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং সাদার্ন সমিতি। আগামীকাল অর্থাৎ সোমবার মুখোমুখি হবে পাঠচক্র এবং কলকাতা ফুটবল ক্লাব।
Mohun Bagan SG vs Southern Samity Live Score: গত ম্যাচে ড্র, আজ কতটা প্রস্তুত বাগান?
গত ম্যাচে আর্মি রেডের বিরুদ্ধে ২-২ ড্র। আজ সহজ প্রতিপক্ষ সাদার্নের বিরুদ্ধে নামছে মোহনবাগান। সাদার্নকে হারিয়ে জয়ের রাস্তায় ফিরতে মরিয়া বাস্তব রায়ের দল। এখন এটাই দেখার কত গোলে এই ম্যাচ জেতে সবুজ-মেরুন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।