নো ডেভিড, নো পরোয়া- কলকাতা ফুটবল লিগের প্রথম ম্যাচেই সেটা বুঝিয়ে দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মহমেডান স্পোর্টিং ক্লাব। উয়াড়ি অ্যাথলেটিক ক্লাবকে ৬-০ গোলে ধ্বংস করল সাদা-কালো ব্রিগেড। বিশেষত দ্বিতীয়ার্ধে পুরোপুরি সাদা-কালো ঝড় ওঠে কিশোর ভারতী স্টেডিয়ামে। প্রথমার্ধে ১-০ গোলে শেষ করার পরে দ্বিতীয়ার্ধে পাঁচটি গোল করে মহমেডান। সবমিলিয়ে মহমেডানের হয়ে দুটি করে গোল করেন লালথানকিমা এবং সজল বাগ। একটি করে গোল করেন অ্যাশলে অ্যালবানকোলি এবং থকচম অ্যাডিসন সিং।
উয়াড়ি খুব একটা খারাপ খেলেনি
তবে স্কোরলাইন দেখে উয়াড়ি যতটা খারাপ খেলেছে বলে মনে হচ্ছে, সেটা একেবারেই হয়নি। বরং একাধিক গোলের সুযোগ পেয়েছিল। সেগুলি কাজে লাগাতে পারলে স্কোরলাইনে মহমেডানের একচ্ছত্র আধিপত্য দেখা যেত না। বিশেষত প্রথমার্ধে যথেষ্ট ভালো খেলেছে উয়াড়ি। একেবারেই কুঁকড়ে থাকেনি। আক্রমণে গিয়েছে। কয়েকদিনের প্রস্তুতি নিয়ে খেলতে নেমে প্রথম ৪৫ মিনিটে মোটামুটি টক্কর দেয়। বিশেষত প্রথম ২০-২৫ মিনিট ভালো খেলেন উয়াড়ির খেলোয়াড়রা। কিন্তু তারপর থেকে ধীরে-ধীরে ক্রমশ নিজেদের হাতে ম্যাচের রাশ তুলে নিতে থাকে মহমেডান।
দ্বিতীয়ার্ধে সাদা-কালো ঝড়
সেই রেশ ধরে ৩২ মিনিটে মহমেডানকে ১-০ গোলে এগিয়ে দেন সজল। তারপর দ্বিতীয়ার্ধে সাদা-কালো ঝড় ওঠে। খেলার গতি অনেক বাড়ান মহমেডানের খেলোয়াড়রা। বোঝাপড়া আরও ভালো হয়। আর তাতে ভর করেই ৫৫ মিনিটে মহমেডানের লিড বাড়িয়ে ২-০ করেন সজল। ৬৫ মিনিটে তৃতীয় গোল করেন অ্যাশলে। যা প্রথম ম্যাচের সেরা গোল। যে দক্ষতায় অ্যাশলে গোলটা করেন, তা চোখে লেগে থাকবে।
শেষ ১৫ মিনিটে আরও ৩ গোল
ওই গোলের রেশ কাটতে না কাটতেই ৭৫ মিনিটে লিডটা বাড়িয়ে ৪-০ গোল করেন অ্যাডিসন। তিন মিনিট পরেই পাঁচ নম্বর গোল করে ফেলেন লালথানকিমা। ৮৫ মিনিটে ব্যবধান বাড়িয়ে ৬-০ গোল করেন তিনি। পরে মহমেডান আরও কয়েকটি সুযোগ পেলেও শেষপর্যন্ত ৬-০ ব্যবধানেই শেষ হয় কলকাতা ফুটবল লিগের (ক্যালকাটা ফুটবল লিগ) প্রথম ম্যাচ।
জিতলেও এখনও জমাট হয়নি মহমেডান
প্রথম ম্যাচে উয়াড়িকে গুঁড়িয়ে দিলেও মহমেডানের খেলোয়াড়দের মধ্যে যে ফিটনেসের অভাব আছে, তা স্পষ্ট বোঝা গিয়েছে। দলটা এখনও পুরোপুরি জমাট বাঁধেনি। যদিও সাদা-কালো ব্রিগেডের বক্তব্য, ম্যাচে খেলার মতো ফিট হওয়ার জন্য মোটামুটি তিন সপ্তাহ অনুশীলন করতে হয়। কিন্তু আটদিনের প্রস্তুতিতেই মাঠে নামতে হয়েছে। তাই ফিটনেসে কিছুটা ঘাটতি হয়েছে। সেটা আগামিদিনে ঠিক হয়ে যাবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।