বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > CFL 2024: সালাউদ্দিনের হ্যাটট্রিক, টালিগঞ্জের পর ইস্টার্ন রেলকে পাঁচ গোলের মালা পরাল মোহনবাগান

CFL 2024: সালাউদ্দিনের হ্যাটট্রিক, টালিগঞ্জের পর ইস্টার্ন রেলকে পাঁচ গোলের মালা পরাল মোহনবাগান

সালাউদ্দিনের হ্যাটট্রিক, টালিগঞ্জের পর ইস্টার্ন রেলকে পাঁচ গোলের মালা পরাল মোহনবাগান।

Mohun Bagan Super Giant vs Eastern Railway FC: আগের ম্যাচে টালিগঞ্জকে ৫ গোল দিয়েছিল মোহনবাগান। তবে এক গোল হজম করতে হয়েছিল। আর সোমবার ইস্টার্ন রেলকে ৫-০ উড়িয়ে দিল সবুজ-মেরুন ব্রিগেড। পরপর দু'ম্যাচে বড় জয় পেয়ে লিগ টেবলের প্রথম ছয়ে ঢুকে পড়ল বাগান শিবির।

দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া দশা থেকে কলকাতা প্রিমিয়ার লিগে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে মোহনবাগান। আগের ম্যাচে টালিগঞ্জকে ৫ গোল দিয়েছিল তারা। তবে ১ গোল হজম করতে হয়েছিল। আর সোমবার ইস্টার্ন রেলকে ৫-০ উড়িয়ে দিল সবুজ-মেরুন ব্রিগেড। পরপর দু'ম্যাচে বড় জয় পেয়ে লিগ টেবলের প্রথম ছয়ে ঢুকে পড়ল মোহনবাগান।

টলিগঞ্জের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন সুহেল ভাট। আর ইস্টার্ন রেলের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন সালাউদ্দিন। বাগানের কেঁপে গেল রেলের রক্ষণ। একেবারে বেলাইন হয়ে গেল তারা। তবে প্রথমার্ধে বাগান ১-০ এগিয়ে ছিল। বাকি চার গোল হয় বিরতির পর। তবে প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল বাগান। কিন্তু রেলের বুটের জঙ্গল পেরিয়ে গোলের মুখ খুলতে লেগে গেল ৩১ মিনিট। আধঘম্টা পার হওয়ার পরেই দলকে এগিয়ে দেন ফারদিন আলি। টাইসনের পাস থেকে রেলের পায়ের জঙ্গলের মধ্যে থেকে গোল করেন ফারদিন। বিরতির আগে আর ব্যবধান বাড়াতে পারেনি মোহনবাগান।

আরও পড়ুন: এভারটনের পর অ্যাস্টন ভিলাকে হারিয়ে Next Generation Cup-এ ইতিহাস পঞ্জাব এফসি-র, সাফল্যের পিছনে বাঙালি কোচের মস্তিষ্ক

কিন্তু দ্বিতীয়ার্ধে তারা একেবারে ঝড় তোলে। মুহুর্মুহু আক্রমণ শানাতে শুরু করে বাগানের স্ট্রাইকিং ফোর্স। তাতে নাজেহাল হয়ে পড়ে রেলের রক্ষণ। ম্যাচের ৬৪ মিনিটে মোহনবাগান এসজির হয়ে দ্বিতীয় গোল করেন সালাউদ্দিন। এর পর ৭৯ মিনিটে তৃতীয় গোল আসে রাজ বাসফোরের পা থেকে। ৩-০ মোহবাগান এগিয়ে যাওয়ায় আত্মবিশ্বাস খেলার ঝাঁজ তারা আরও বাড়ায়। উল্টোদিকে একেবারে কোণঠাঁসা হয়ে পড়ে ইস্টার্ন রেল। সেই সুযোগে আরও দু'টি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন সালাউদ্দিন। ৮২ মিনিটে নিজের দ্বিতীয় গোল এবং দলের হয়ে চতুর্থ গোলটি করলেন সালাউদ্দিন। অতিরিক্ত সময়ে তিনি নিজের হ্যাটট্রিক পূরণ করে ফেলেন। ম্যাচে সেরার পুরস্কার তুলে দেওয়া হয় সালাউদ্দিনকেই।

আরও পড়ুন: আনোয়ারের ট্রান্সফারের ওপর স্থগিতাদেশ পেল মোহনবাগান, পরবর্তী শুনানি ১০ অগস্ট

একটা সময়ে ইস্টার্ন রেল থেকে বহু নামী ফুটবলার উঠে এসেছে। মাঝে একবার পিয়ারলেস ছাড়া, ছোট দলগুলোর মধ্যে একমাত্র ইস্টার্ন রেল কলকাতা লিগ জিতেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি বদলে গিয়েছে। এখন তিন প্রধানের বাইরে ছোট দলগুলির লিগ জেতার সম্ভাবনা কম। কারণ দলের মানের আকাশ-পাতাল পার্থক্য।

আরও পড়ুন: রবিবার রাতেই শহরে চলে এলেন ম্যাকলারেন, বিশ্বকাপারকে ঘিরে বিমানবন্দরের বাইরে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, গভীর রাতে এলেন কামিন্সও

এবারের লিগের শুরুটা মোহনবাগান অত্যন্ত খারাপ করেছিল। সিএফএলের ডার্বিও তারা হেরেছে। তবে পিছিয়ে পড়ার পরেও, ফের তারা লড়াই করে প্রত্যাবর্তন করছে লিগে। শেষ দু'টি ম্যাচে দাপুটে জয় পেয়ে, অক্সিজেন পেল মোহনবাগান। সেই সঙ্গে গোলসংখ্যাও বাড়িয়ে নিল। এই মুহূর্তে গ্রুপ বি-তে সবুজ মেরুন রয়েছে পঞ্চম স্থানে। আর এই গ্রুপের শীর্ষে রয়েছে ভবানীপুর ক্লাব।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

চলবে কর্মবিরতি! রাত দেড়টায় ঘোষণা জুনিয়র ডাক্তারদের, ফের মমতার সঙ্গে বৈঠক চান মুখ্যমন্ত্রী আগে ঠিক কাজটা করলে আমার কোল খালি হত না, কেঁদে ফেললেন নির্যাতিতার মা চুক্তি লাগু নিয়ে দিল্লিতে মিটিং, যোগ দেবে তিপ্রা মোথা, দিন ঠিক হল সুনীতার স্বামী মাইকেল হিন্দু ধর্মে বিশ্বাসী! কেমন ছিল দুজনের প্রেমের গল্প ‘অকারণ ফুটেজ খেতে ভালোবাসেন..’, সুজয় প্রসাদকে পালটা জবাব দেবাংশুর ‘বিরোধীরা আমায় অপমান করেন কিন্তু…’ ক্ষমতার ১০০ দিনের কথা মনে করালেন মোদী ‘যেখানে খেলাবে,সেখানেই প্রমাণ করব’! সিরিজ শুরুর আগে অধিনায়ককে ভরসা দিলেন মেহেদি… ১,০০০ টাকা না দিলে টয়লেট করা যাবে না! বেঙ্গালুরু মলের 'VIP' টয়লেট পলিসি ‘ওঁর স্ত্রী সন্তানসম্ভবা,মায়ের ক্যান্সার..’, কলতানের মুক্তির দাবিতে সরব পারোমিতা ‘ঘৃণায় ভরপুর! ভারতকে অপমান করছে,’ নাম না করে ফের রাহুলকে একহাত নিলেন মোদী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.