ক্যালকাটা ফুটবল লিগের সূচি প্রকাশ করল বঙ্গ ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সাম্প্রতিককালে সূচি পরিবর্তন করতে করতে মাথায় হাত পড়ে গেছিল আইএফএর। গত বছর লিগের শেষদিকে এসে বারবার ম্যাচ না খেলার হুমকি দিয়েছে বাগান। লিগ শেষ করতেই কার্যত নাভিশ্বাস উঠেছিল অণির্বান দত্তের। এবার অবশ্য অনেক আটঘাট বেঁধেই নামছে আইএফএ। মোহনবাগান দলও এবারে এই লিগ খেলার ব্যাপারে যথেষ্ট সিরিয়াস। আগামী ২৫ জুন থেকে কলকাতা লিগের প্রিমিয়র ডিভিশনের খেলা শুরু হবে, প্রথম দিনই মাঠে নামছে সাম্প্রতিককালে কলকাতা ফুটবল লিগের সফলতম দল মহমেডান স্পোর্টিং ক্লাব। এবারে তাঁরা আইএসএলেও খেলতে চলেছে আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার সৌজন্যে। চলতি মাসেই মাঠে নামবে ইস্টবেঙ্গল, জুলাইয়ের শুরুতে নামবে মোহনবাগান। কয়েক মাস আগে ম্যাচ গড়াপেটায় নাম জড়ানো দুই ক্লাব টালিগঞ্জ অগ্রগামী এবং ওয়াড়ি দলকেও রাখা হয়েছে সূচিতে।
আরও পড়ুন-ভিডিয়ো-বল খুঁজতে খুঁজতে স্টেজের তলায় বিরাট কোহলি! ছোটবেলার স্মৃতি মনে করাল কোহলি
২৫ জুন সন্ধে ৭টায় মহমেডান স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ ওয়াড়ি অ্যাথলেটিক ক্লাব
ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে ৩০ জুন দুপুর ৩টেয়
মহমেডান স্পোর্টিংয়ের দ্বিতীয় ম্যাচ ১ জুলাই খিদিরপুরের বিরুদ্ধে দুপুর ৩টেয়
মোহনবাগানের প্রথম ম্যাচ ২ জুলাই, ভবানীপুর ক্লাবের বিপক্ষে দুপুর ৩টেয়
মহমেডান স্পোর্টিংয়ের তৃতীয় ম্যাচ ৫ জুলাই কালিঘাট মিলন সঙ্ঘের বিরুদ্ধে
মোহনবাগান সুপার জায়ান্টসের দ্বিতীয় ম্যাচ ৬ জুুলাই, রেনবো এসির বিরুদ্ধে
ইস্টবেঙ্গল ক্লাব সিএফএলে দ্বিতীয় ম্যাচ খেলবে ৭ জুলাই জর্জ টেলিগ্রাফের সঙ্গে
৯ই জুলাই মহমেডান স্পোর্টিং ক্লাবের চতুর্থ ম্যাচ আর্মি রেড দলের সঙ্গে
আরও পড়ুন-বাংলাদেশ হারতেই মজাদার পোস্ট পশ্চিমবঙ্গ পুলিশের! ‘বাঘবন্দী খেলায়’ জিত হার্দিকদের
কলকাতা লিগের ডার্বি ম্যাচ কবে?
১৩ই জুলাই শনিবার কলকাতা লিগের ডার্বি, মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল, ম্যাচের ভেনু এখনও নির্ধারিত হয়নি
১৪ই জুলাই মহমেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ সাদার্ন সমিতির বিরুদ্ধে
১৬ই জুলাই ঘরের মাঠে ইস্টবেঙ্গল দলের প্রতিপক্ষ ক্যালকাটা কাস্টমস
১৮ই জুলাই মোহনবাগান দল খেলবে পিয়ারলেস স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে
২০ জুলাই মহমেডান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে ইউনাইটেড স্পোর্টসের
২২ জুলাই ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ রেলওয়ে এফসি
আরও পড়ুন-এক ইনিংসে ১৩টি ছয়! বাংলাদেশকে কচুকাটা করে রেকর্ড গড়লেন হার্দিক, শিবম দুবেরা
২৩ জুলাই কল্যাণী স্টেডিয়ামে ক্যালকাটা পুলিশ ক্লাবের মুখোমুখি মোহনবাগান
২৫ জুলাই পাঠচক্রের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে খেলা মহমেডানের
২৬ জুলাই পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে ম্যাচ ইস্টবেঙ্গলের
আপাতত ২৫ জুন থেকে ২৬ জুলাই পর্যন্ত ক্যালকাটা ফুটবল লিগের ক্রীড়াসূচি প্রকাশ করেছে আইএফএ। বর্ষার কারণে ম্যাচ বাতিল হতে পারে, মাঠের অবস্থা খারাপ হতে পারে। সেসব মাথায় রেখেই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি তাঁরা। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের শেষে ডার্বি ম্যাচের পর বাকি সূচি প্রকাশ করতে পারে বঙ্গ ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। একঝলকে সব দলের ম্যাচের তালিকা-
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।