উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবার নতুন আঙ্গিকে শুরু হতে তৈরি। ৩৬টি দল নিযে হবে টুর্নামেন্টটি। নতুন এই পদ্ধতিতে গ্রুপপর্ব থাকছে না। প্রথম পর্বে প্রত্যেকটি দল আটটি করে ম্যাচ খেলবে। যার মধ্যে চারটি নিজেদের মাঠে ও চারটি প্রতিপক্ষের মাঠে। আসলে ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগকে নতুন আঙ্গিকে বলার কারণ হল, সাধারণত ফুটবলের এই আসর শুরু হয়ে থাকে ৩২টা দল নিয়ে। গ্রুপপর্ব শেষে টুর্নামেন্ট পায় নক-আউট পর্বের শেষ ষোলো দল।
চ্যাম্পিয়নস লিগের আসন্ন ২০২৪-২৫ মরশুমে নিয়মে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। নতুন আদলে গড়া চ্যাম্পিয়নস লিগ প্রথমবারের মতো শুরু হবে ৩৬টি দল নিয়ে। যেখানে থাকছে না কোনও গ্রুপপর্ব। এর বদলে লিগের মতো হবে প্রথম পর্বের খেলা। সেখান থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ ৮ দল সরাসরি যাবে শেষ ১৬-তে। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো প্লে-অফ ম্যাচ খেলে শেষ ষোলোর বাকি আটটি জায়গা দখল করবে।
আরও পড়ুন… Paris Paralympics 2024: বিশ্ব রেকর্ড ভাঙল শীতল দেবী-রাকেশ কুমার জুটি, দেখে নিন ভারতের প্রথম দিনের ফল
গত রাতে চারটি আলাদা পটে ৯টি দল রেখে এআই'য়ের (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স) সাহায্যে হয়েছে এবারের ড্র। যেখানে প্রথম পর্বেই ফিরতে চলেছে গত আসরের ফাইনাল। অর্থাৎ, প্রথম পর্বেই মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বুরুশিয়া ডর্টমুন্ড। এছাড়া লিভারপুল, এসি মিলানদের মতো কঠিন দলের বিরুদ্ধে লড়তে হবে রিয়াল মাদদ্রিকে। তবে তুলনামূলক সহজ হতে চলেছে বার্সেলোনার প্রথম পর্বটি।
প্রথম রাউন্ডে উল্লেখযোগ্য প্রতিযোগিতার মধ্যে আছে গতবারের দুই ফাইনালিস্ট বুরুশিয়া ডর্টমুন্ড ও রিয়াল মাদ্রিদের লড়াই। এছাড়া প্রাক্তন চ্যাম্পিয়ন লিভারপুলের বিরুদ্ধেও খেলবে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ।
আরও পড়ুন… US Open 2024-এ সবচেয়ে বড় অঘটন! কার্লোস আলকারাজকে দ্বিতীয় রাউন্ডে হারালেন বিশ্বের ৭৪ নম্বর বোটিক
এক নজরে দেখে নিন চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বে কোন দলের প্রতিপক্ষ কারা হবে:
ম্যাঞ্চেস্টার সিটি
ইন্টার মিলান, পিএসজি, ক্লাব ব্রুগা, জুভেন্টাস, ফেইনুর্দ, স্পোর্তিং, স্পার্তা প্রাহা, ব্রাতিসলাভা।
বায়ার্ন মিউনিখ
পিএসজি, বার্সেলোনা, বেনফিকা, শাখতার, দিনামো জাগরেব, ফেইনুর্দ, ব্রাতিসলাভা, অ্যাস্টন ভিলা।
পিএসজি
ম্যাঞ্চেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, অ্যাটলেটিকো দ্য মাদ্রিদ, আর্সেনাল, পিএসভি আইন্দহোভেন, সালজবুর্গ, জিরোনা, স্টুটগার্ট।
রিয়াল মাদ্রিদ
বরুসিয়া ডর্টমুন্ড, লিভারপুল, এসি মিলান, আতালান্তা, সালজবুর্গ, লিল, স্টুটগার্ট, ব্রেস্ত।
লাইপজিগ
লিভারপুল, ইন্টার মিলান, জুভেন্টাস, অ্যাটলেটিকো দ্য মাদ্রিদ, স্পোর্তিং, সেল্টিক, অ্যাস্টন ভিলা, স্ত্রাম গ্রাজ।
বার্সেলোনা
বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, আতালান্তা, বেনফিকা, ইয়াং বয়েজ, জভেদা, ব্রেস্ত, মোনাকো।
লিভারপুল
রিয়াল মাদ্রিদ, লাইপজিগ, লেভারকুসেন, এসি মিলান, লিল, পিএসভি আইন্দহোভেন, বোলোনিয়া, জিরোনা।
ইন্টার মিলান
লাইপজিগ, ম্যাঞ্চেস্টার সিটি, আর্সেনাল, লেভারকুসেন, জভেদা, ইয়াং বয়েজ, মোনাকো, স্পার্তা প্রাহা।
বরুসিয়া ডর্টমুন্ড
বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, শাখতার, ক্লাব ব্রুগা, সেল্টিক, দিনামো জাগরেব, স্ত্রাম গ্রাজ, বোলোনিয়া
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।