বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Champions League: রোনাল্ডো-স্যাঞ্চোর গোলে ভিলারিয়ালকে হারিয়ে পরের রাউন্ডে জায়গা পাকা করল ম্যান ইউনাইটেড

Champions League: রোনাল্ডো-স্যাঞ্চোর গোলে ভিলারিয়ালকে হারিয়ে পরের রাউন্ডে জায়গা পাকা করল ম্যান ইউনাইটেড

গোল করে রোনাল্ডো ও দলের বাকি সতীর্থদের সঙ্গে স্যঞ্চোর সেলিব্রেশন। ছবি- রয়টার্স। (REUTERS)

আটালান্টা ও ইয়ং বয়েজ গ্রুপের অন্য ম্যাচে ৩-৩ গোলে রোমাঞ্চকর ড্র করে।

গত কয়েকদিন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জন্য মোটেই ভাল কাটেনি। ওয়াটফোর্ডের কাছে হার, কোচের চাকরি যাওয়া, সব মিলিয়ে চূড়ান্ত ডামাডোলে কেটেছে বিগত ৭২ ঘন্টা। তবে অস্থায়ী কোচ মাইকেল ক্যারিকের অধীনে স্পেনে পাড়ি দেওয়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা জানতেন সব ঠিকঠাক চললে ভিলারিয়ালের বিরুদ্ধে ড্র করলেই তাঁরা পরবর্তী পর্বে চলে যাবেন। রোনাল্ডো ও জেডন স্যাঞ্চোর গোলে ২-০ জিতে সেটাই করেন তাঁরা।

ম্যাচের প্রথমার্ধ খানিকটা ফ্যাকাশেই ছিল। এদিন ব্রুনো ফার্নান্ডেজকে বেঞ্চে বসিয়ে ডনি ভ্যান ডিবিককে সুযোগ দিয়েছিলেন ক্যারিক। তবে ম্যানেজারের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে চূড়ান্তভাবে ব্যর্থ হলেন ডাচ তারকা। বল দখলে রেড ডেভিলসদের থেকে এগিয়ে থাকা ভিলারিয়ালের হয়ে মোই গোমেজ, ইয়ারেমি পিনোরা ভাল খেললেও খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হন তারা। প্রথমার্ধ গোলশূন্য শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুটাও ম্যাড়ম্যাড়ে হয়।

তবে ধীরে ধীরে সুযোগ তৈরি করতে থাকে ভিলারিয়াল। ইউনাইটেডের বাঁ-দিক থেকে ডানজুমা বেশ কয়েকবার ডিফেন্স ভেদ করে বক্সে ঢুকে পড়লেও ফাইনাল পাস দিতে ব্যর্থ হন। ম্য়ানুয়েল ট্রিগেইপরোসের শট অনবদ্যভাবে ডেভিড দে হেয়া রুখে দেন। গোটা ম্য়াচেই বেশ কয়েকটি ভাল সেভ করেন ইউনাইটেড গোলরক্ষক। তবে ধীরে ধীরে ভিলারিয়ালের খেলা স্লো করে ড্রয়ের প্রয়াশ শুরু করলেই ইউনাইটেড নিজেদের ঝাঁঝ বাড়ায়। প্রায় ম্যাচের ঘন্টাখানেক স্প্যানিশ দলকে প্রেস না করলেও অল্প অল্প করে প্রেসিং শুরু করাতেই ভুল ভ্রান্তি শুরু হয় উনাই এমরির দলের।

ভিলারিয়াল গোলরক্ষক রুলির এক ভুল পাস থেকে বল চলে আসে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে। সুন্দর চিপ শটে পর্তুগিজ মহাতারকা গোল করে নিজের প্রতিটি চ্যাম্পিয়ন্স লিগের প্রতিটি ম্যাচে নিজের গোল করার রেকর্ড বজায় রাখলেন। ৭৮ মিনিটে রোনাল্ডোর গোলের পর ৯০ মিনিটে সাবস্টিটিউট হিসেবে নামা ব্রুনো ফার্নান্ডেজ এবং মার্কাস রাশফোর্ডের সঙ্গে মিলে রোনাল্ডো এক ভাল পাস দেন স্যাঞ্চোকে। গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি।  

অপরদিকে, গ্রুপের অন্য ম্যাচে আটালান্টা ও ইয়ং বয়েজ ড্র করলেই ইউনাইটেড পরের রাউন্ডে পৌঁছে যেত। এক টানটান ম্যাচের পর ৩-৩ গোলে ড্র করে নিজেদের কোয়ালিফাই করার সুযোগ বেশ কঠিন করে ফেলল আটালান্টা। ম্যাচের ১০ মিনিটে ডুভান জাপাটা ইতালির ক্লাবকে এগিয়ে দেন। ৩৯ মিনিটে ইয়ং বয়েজ ম্যাচে ফিরলেও দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে প্যালামিনোর গোলের পর বেশ সুবিধাজনক জায়গায়ই লাগছিল আটালান্টাকে। তবে চার মিনিটের মধ্যে যথাক্রমে সিয়েরো ও হেফতির দুই গোল ম্যাচের রঙ সম্পূর্ণভাবে বদলে দেয়। ৮৭ মিনিটে লুইস মুরিয়েল গোল করে রোমাঞ্চকর ম্যাচ থেকে আটালান্টার তিন পয়েন্ট নিয়ে ফেরার আশা জাগালেও তা আশাই থেকে যায়।

গ্রুপ এফ থেকে আরেক দল হিসেবে কে পরবর্তী পর্বে যাবে, তা নিয়ে ছয় পয়েন্টে থাকা আটালান্টা ও সাত পয়েন্টে থাকে ভিলারিয়ালের মধ্যে লড়াই। আটালান্টার ঘরের মাঠে ভিলারিয়াল ড্র করলেই পৌঁছে যাবে পরের রাউন্ডে। তবে ইতালিয়ান ক্লাব নিজেদের দিনে যে কাউকে বিধ্বস্ত করতে সক্ষম। তাই এক টানটান ম্যাচ হতে চলেছে। রোনাল্ডদের ইউনাইটেড অবশ্য ১০ পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করার পর ঘরের মাঠে ইয়ং বয়েজের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচেই নামবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বিধানসভার পিটিশন কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা, কৃষ্ণ কল্যাণী সরলেন কেন? ‘দেবাংশু, আমার প্রিয় আইসক্রিম’, তৃণমূল নেতাকে চরম ট্রোল করলেন CPIM-র শতরূপ! INDI জোট নাকি INDIA জোট… কোনটা ঠিক? US-এ রাহুল উত্তর দিতেই মশকরার মুডে বিজেপি কাশ্মীরে কী যে ভয় লাগছিল!মন্ত্রী থাকার সময়ের অভিজ্ঞতা জানিয়েই দিলেন কংগ্রেস নেতা নাইট তারকার হাতে বাগডোর, বুধবার ইংল্যান্ডের হয়ে T20 অভিষেক হচ্ছে তিন ক্রিকেটারের ‘‌টালা থানায় তিনজন এফআইআর‌ দেখতে এসেছিল’‌, আরজি কর কাণ্ডে নির্যাতিতার বন্ধুরদাবি দুধ চা খান? একটু বেশি খেয়ে ফেললেই কী মারাত্মক ক্ষতি হতে পারে, ভাবতে পারবেন না আরজি কর নিয়ে আর কোনও বিবৃতি নয়, বলবেন শুধু মমতা, নির্দেশ মন্ত্রিসভার বৈঠকে ভিয়েতনামে ভয়াবহ ঘূর্ণিঝড়, মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৬৩, নিখোঁজ ৪০, বিরাট ক্ষতি নবান্নে মমতার সঙ্গে বৈঠক ঋতাভরীর! ‘মিষ্টি মোড়কের যৌনপল্লী’ টলিউড নিয়ে অভিযোগ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.