উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচকে ঘিরে উত্তজেনা ছিল তুঙ্গে। আর হবে নাই বা কেন, ম্যাঞ্চেস্টার সিটি এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মতো দুই হেভিওয়েট টিম নক আউট পর্বে মুখোমুখি হলে উত্তেজনার পারদ যে তুঙ্গে থাকবে, এটাই তো স্বভাবিক। তবে ঘরের মাঠে কেভিন ডি'ব্রুইনের একমাত্র গোলে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে পিছনে ফেলে সেমির রাস্তা প্রশস্ত করে রাখল সিটি।
ম্যাচের ৭০ মিনিটে ডি'ব্রুইনই ১-০ এগিয়ে দিয়েছিল সিটিকে। এর বাইরে দুই দলই আরও গোলের মুখ খুলতে পারেনি। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এগিয়ে থাকার সুবাদে নিঃসন্দেহে অ্যাডভান্টেজে থাকল ম্যাঞ্চেস্টার সিটি।
ম্যাচের আগে অবশ্য পেপ গুয়ার্দিওলা জানিয়েছিলেন, নিজেদের মাঠে খেললেও দিয়েগো সিমিয়নের অ্যাটলেটিকো মাদ্রিদকে সামলানোটা একেবারেই সহজ হবে না। রক্ষণকে শক্তিশালী করে ইতিহাদে সিটিকে আটকানোর বহু চেষ্টাই করেছিল অ্যাটলেটিকো। কিন্তু শেষ রক্ষা হয়নি।
দুই দল খেলার শুরুটা অপ্রত্যাশিত ভাবে করেনি। বরং দুই দলই তাদের চেনা কৌশলেই শুরু করে। তবে আক্রমণ-প্রতি আক্রমণে খেলা আটকে থাকলেও, দুই দলই কিন্তু উল্লেখযোগ্য কিছু করে উঠতেই পারছিল না। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ভাবেই শেষ হয়। তবে ৭০ মিনিটে ফিল ফোডেনের বাড়ানো বল ধরে বেলজিয়াম তারকা আসল কাজটি করে গিয়েছেন।
নকআউট পর্বের গুরুত্বপূর্ণ সময়ে দলের জয়ে অবদান রাখার পুরনো অভ্যেসটা এ দিনও কাজে লাগালেন বেলজিয়ামের মিডফিল্ডার। চ্যাম্পিয়ন্স লিগে সিটির শেষ ১২টি নক আউট পর্বের ম্যাচে ১১টি গোলের সঙ্গে জড়িয়ে থাকল কেভিন ডি'ব্রুইনের নাম। ডি'ব্রুইন নিজে করেছেন ছয় গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও পাঁচটি। মঙ্গলবারও সিটির জয়ের নায়ক হয়ে থাকলেন ডি'ব্রুইন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।