প্রথম লেগের অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল জুভেন্তাস। চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টারে ঘরের মাঠে ভিয়ারিয়ালকে হারাতে পারলেই শেষ আটের টিকিট হাতে পেত সিরি-এ জায়ান্টরা। ফুটবলপ্রেমীদের ধারণা ছিল কাজটা কঠিন হবে না ওল্ড লেডির পক্ষে। তবে সকলকে চমকে দিল ভিয়ারিয়াল। তারা জুভেন্তাসকে তাদের ঘরের মাঠে বড় ব্যবধানে বিধ্বস্ত করে। ফিরতি লেগে ০-৩ গোলে ম্যাচ হেরে এবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যায় জুভেন্তাস। দুই লেগ মিলিয়ে প্রি-কোয়ার্টারের ফল দাঁড়ায় ভিয়ারিয়ালের অনুকূলে ৪-১।
অন্যদিকে প্রত্যাশা মতোই লিলকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারের টিকিট নিশ্চিত করে চেলসি। প্রি-কোয়ার্টারের প্রথম লেগে চেলসি ২-০ গোলে হারিয়েছিল ফরাসি ক্লাবকে। ফিরতি লেগে লিলকে তাদের ঘরের মাঠে ২-১ গোলে পারাজিত করে প্রিমিয়র লিগ জায়ান্টরা। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে প্রি-কোয়ার্টার জিতে শেষ আটে জায়গা করে নেয় দ্য ব্লুজ।
জুভেন্তাসের মাঠে ফিরতি লেগের শেষ ১৫ মিনিটে কার্যত ঝড় তোলে ভিয়ারিয়াল। ম্যাচের শেষলগ্নে তারা পরপর তিনটি গোল করে। ৭৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন জেরার্ড মোরেনো। ৮৫ মিনিটে আউরিয়রের পাস থেকে দলের হয়ে দ্বিতীয় গোল করেন পাউ তোরেস। ৯০+২ মিনিটে ফের পেনাল্টি থেকে গোল করে ভিয়ারিয়াল। এবার স্পট কিক থেকে জুভেন্তাসের জালে বল জড়ান গ্রোয়েনেভেল্ড।
ফিরতি লেগে লিলের বিরুদ্ধে চেলসি এক গোলে পিছিয়ে পড়েও জয় তুলে নেয়। লিলের হয়ে ৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন বুরাক। ৪৫+৩ মিনিটে জোরগিনহোর পাস থেকে গোল করে চেলসিকে সমতায় ফেরান পুলিসিচ। ৭১ মিনিটে মাউন্টের পাস থেকে চেলসির হয়ে জয়সূচক গোল করেন অ্যাজপিলিকুয়েটা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।