বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > League Cup সেমিফাইনালের দ্বিতীয় লেগে স্পার্সকে ১-০ হারিয়ে ফাইনালে পৌঁছল চেলসি

League Cup সেমিফাইনালের দ্বিতীয় লেগে স্পার্সকে ১-০ হারিয়ে ফাইনালে পৌঁছল চেলসি

গোল করে লুকাকুর সঙ্গে রুডিগারের সেলিব্রেশন। ছবি- রয়টার্স। (Action Images via Reuters)

দুই লেগ মিলিয়ে মোট ৩-০ ব্যবধানে স্পার্সের বিরুদ্ধে টাইটি জেতে চেলসি।

চেলসি দলের দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগ এবং সুপার কাপের খেতাব জিতেছেন থমাস টুচেল। বুধবার রাতে (ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার ভোররাত) লিগ কাপ সেমিফাইনালের দ্বিতীয় লেগে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে আরও এক টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল ব্লুজরা। 

প্রথম লেগে ঘরের মাঠে, প্রাক্তন ম্যানেজার আন্তোনিও কন্তের স্পার্সকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালের লক্ষ্যে এক পা বাড়িয়েই রেখেছিল চেলসি। দ্বিতীয় লেগেও ১-০ জিতে সহজেই ফাইনালে পৌঁছে গেল পশ্চিম লন্ডনের দল। ম্যাচের ১৮ মিনিটেই মেসন মাউন্টের কর্ণার থেকে স্পার্স গোলরক্ষক পিটার গলিনি বল দস্তানাবদ্ধ করতে না পারায় তা পৌঁছে যায় আন্টোনিও রুডিগারের কাছে। জোরালো হেডারে ম্যাচের একমাত্র গোলটি করেন তিনিই।

ম্যাচে অবশ্য স্পার্সও গোল করার বেশ কিছু সুযোগ পেয়েছিল। রায়ান সেসনইয়ংয়ের শট পোস্টে লেগে ফিরে আসে। তাছাড়া দুইবার পেনাল্টি পেলেও ভিএআরের বদান্যতায় সেই সিদ্ধান্তের বদল ঘটাতে তো বাধ্য হনই রেফারি অ্যান্ড্রে ম্যারিনের। এছাড়া হ্যারি কেনের গোলও বাতিল হয় ভিএআর চেকের পর। গোটা ম্যাচে চেলসির হয়ে দুর্ধর্ষ ডিফেন্ডিং করে ফের একবার নিজের জাত চেনান রুডিগার। অপরদিকে, ফের একবার ট্রফি জয়ের কাছাকাছি পৌঁছেও খালি হাতেই ফিরতে হচ্ছে স্পার্সকে। নর্থ লন্ডনের ক্লাবটি ৫০৭১ দিন আগে নিজেদের শেষ খেতাব জিতেছিল।

বন্ধ করুন