ফুলহ্যামের বিরুদ্ধে আটকে গেল চেলসি। প্রিমিয়ার লিগের এই ম্যাচে দুই দলই গোলের মুখ দেখতে পেল না। গোল শূন্য ভাবেই শেষ হল এই ম্যাচ। এই নিয়ে পরপর দুই ম্যাচে ড্র করল চেলসি। অপর দিকে গত দুই ম্যাচ হারের পর অবশেষে ড্র করল ফুলহ্যাম।
এদিন ম্যাচের শুরু থেকেই জয়ের জন্য ঝাপিয়ে পড়ে চেলসি। বিপক্ষকে চাপে রাখার সব রকম চেষ্টা করেন চেলসির ফুটবলাররা। কিন্তু কোথাও গিয়ে সেই পরিকল্পনা ভেস্তে যায়। বিপক্ষের ডিফেন্সের কাছে বারংবার আটকে যেতে থাকে পটারের শিষ্যরা। ফলে গোলের সুযোগ তৈরি করতে পারলেও বল জালে জড়াতে পারেনি চেলসি।
অপরদিকে পরপর দুই ম্যাচ হারা ফুলহ্যামও মরিয়া ছিল এই ম্যাচ জিততে। কারণ পরপর দুই ম্যাচ হেরে কিছুটা হলেও পিছিয়ে পড়ে মার্কো সিলভার ছেলেরা। সেই পরিস্থিতি থেকে বেড়িয়ে আসতে এই ম্যাচে জয় টার্গেট করেছিল ফুলহ্যাম। কিন্তু তা হল না। চেলসির কাছে ড্র করতে হল। দুই দলই এদিন গোলের মুখ দেখতে পারেনি।
দুই দলই শেষ মুহূর্ত পর্যন্ত আক্রমণাত্মক ফুটবল খেলে। কিন্তু তারপরও কেউই গোলের মুখ দেখতে পারেনি। একটা সময় এমনও মনে হয়েছিল চেলসিকে হারিয়ে দেবে ফুলহ্যাম। কিন্তু তা হয়নি। ফুলহ্যামও একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। তবে এই ম্যাচে সব দিক থেকেই এগিয়ে ছিল চেলসি। জয়ের রাস্তায় ফেরার মরিয়া চেষ্টা চালিয়েছিল। কিন্তু কোনও ভাবেই তারা সফল হয়নি।
এই ম্যাচ ড্রয়ের ফলে ২২ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ফুলহ্যাম। অন্যদিকে ২১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে চেলসি। এই ম্যাচে ড্রয়ের পর চেলসি কোচ বলেন, 'ছেলেরা খুব ভালো ফুটবল খেলেছে। আমরা বিপক্ষকে অনেকটাই চাপে রেখেছিলাম। কিন্তু কোনও গোল করতে পারিনি। তবে ছেলেদের খেলা দেখে খুশি। জিততে পারলে আরও ভালো লাগত। তবে আমরা অনেক গোলের সুযোগ নষ্ট করেছি। যা মোটেই ভালো নয়। পরের ম্যাচে নিজেদের ঘুরে দাঁড়াতেই হবে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।