বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > শেষ মুহূর্তে পেনাল্টি, নাটকীয় গোলে জয় চেলসির

শেষ মুহূর্তে পেনাল্টি, নাটকীয় গোলে জয় চেলসির

প্রিমিয়র লিগের ম্যাচে দুরন্ত ম্যাচে জয় পেল চেলসি (ছবি:রয়টার্স) (Action Images via Reuters)

প্রিমিয়র লিগের ম্যাচে দুরন্ত ম্যাচে জয় পেল চেলসি। লিডস ইউনাইটেডকে একেবারে শেষ মুহূর্তের পেনাল্টি গোলে হারিয়ে খেতাবি লড়াইতে টিকে থাকল তারা।

শুভব্রত মুখার্জি: প্রিমিয়র লিগের দুরন্ত ম্যাচে জয় পেল চেলসি। লিডস ইউনাইটেডকে একেবারে শেষ মুহূর্তের পেনাল্টি গোলে হারিয়ে খেতাবি লড়াইতে টিকে থাকল তারা। টানটান উত্তেজনার ম্যাচে লিডস ইউনাইটেডের বিপক্ষে পয়েন্ট হারানোর আশঙ্কায় পড়েছিল চেলসি। ম্যাচে মোট তিন পেনাল্টি পায় থমাস টুচেলের দল।

নিজেদের ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার প্রিমিয়র লিগের ম্যাচে ৩-২ গোলে জয় পেল চেলসি। এদিন ম্যাচে ২৮তম মিনিটে রাফিনিয়ার পেনাল্টি গোলে পিছিয়ে যায় চেলসি। বিরতির আগে মার্কো আলোনসোর ক্রসে কাছ থেকে শটে গোল করে সমতা ফেরান ম্যাসন মাউন্ট। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে পেনাল্টি থেকে গোল করে চেলসিকে ২-১ গোলে এগিয়ে নেন জর্জিনহো । আন্টোনিও রুডিগারকে লিডসের ডি-বক্সে ফাউল করার ফলে পেনাল্টি পায় টুচেলের ছেলেরা।

নির্ধারিত সময়ের সাত মিনিট বাকি থাকতে ফের ম্যাচে সমতা ফেরায় লিডস। গোল খেয়ে চাপে পড়ে যায় চেলসি। বদলি হিসেবে নেমে ম্যাচে নিজের প্রথম টাচেই গোল করেন লিডসের ১৯ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড জো গেলহার্ড।

ম্যাচের অন্তিম লগ্নে যোগ করা সময়ে লিডসের ডি-বক্সে রুডিগারকে বাজেভাবে ফাউল করা হলে পেনাল্টি পায় চেলসি। সেই পেনাল্টি থেকেই জয়সূচক গোল করেন চেলসিকে এক শ্বাসরুদ্ধকর জয় উপহার দেন ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনহো।

বন্ধ করুন