বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > মরশুম শেষের আগেই SC EB ছাড়লেন লাল-হলুদের ঘরের ছেলে, চেন্নাইয়িনে ২ বছরের চুক্তি

মরশুম শেষের আগেই SC EB ছাড়লেন লাল-হলুদের ঘরের ছেলে, চেন্নাইয়িনে ২ বছরের চুক্তি

লাল-হলুদের ঘরের ছেলে এ বার যাচ্ছেন চেন্নাইয়িনে।

এই বছর লাল-হলুদের জার্সিতে সে ভাবে কিছুই করে দেখানোর সুযোগ পাননি রফিক। নিজেকে প্রমাণ করার তাগিদ থেকেই কলকাতা ছাড়লেন বাংলার তারকা ফুটবলার। ইস্টবেঙ্গল এই বছর ২০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার লাস্টবয় হয়েই থেকে গিয়েছে। মাত্র ১টি ম্যাচ তারা জিতেছে।

এখনও মরশুমই শেষ হল না। তার মাঝেই দল বদলের ডামাডোল শুরু হয়ে গিয়েছে। এর মাঝেই এসসি ইস্টবেঙ্গল ছাড়লেন তাদের ঘরের ছেলে বলে পরিচিত মহম্মদ রফিক। তিনি আগেই জানিয়েছিলেন, তাঁর কাছে আইএসএলের অন্যান্য দলের প্রস্তাব রয়েছে। আর ইস্টবেঙ্গলের ভবিষ্যত পরের বছর অন্ধকারে। যে কারণে আগে ভাগেই লাল-হলুদ ছেড়ে চেন্নাইয়িন এফসি-তে দু'বছরের চুক্তিতে সই করলেন রফিক।

এই বছর লাল-হলুদের জার্সিতে সে ভাবে কিছুই করে দেখানোর সুযোগ পাননি রফিক। নিজেকে প্রমাণ করার তাগিদ থেকেই কলকাতা ছাড়লেন বাংলার তারকা ফুটবলার। ইস্টবেঙ্গল এই বছর ২০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার লাস্টবয় হয়েই থেকে গিয়েছে। মাত্র ১টি ম্যাচ তারা জিতেছে।

টালিগঞ্জ অগ্রগামীর জার্সি গায়ে ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন রফিক। ২০১০ সালে টালিগঞ্জ থেকে ইউনাইটেড স্পোর্ট-এ সই করেন তিনি। সেখানে ৪ বছর কাটিয়ে ২০১৪ সালে প্রথম লাল-হলুদ জার্সি গায়ে চাপান রফিক। লাল-হলুদের হয়ে জার্সিতে ৪ বার কলকাতা লিগে জয় পেয়েছেন। ২০১৪ ও ২০১৫ মরশুমে তিনি লোনে এটিকের জার্সিতে আইএসএলে খেলছিলেন মোট ৭ টি ম্যাচ। তার মধ্যে প্রথম আইএসএলের ফাইনালে তাঁর করা একমাত্র গোলেই জয় পায় এটিকে।

এরপর ২০১৬ সালে ফের লোনে কেরালা ব্লাস্টার্সের হয়ে ১০টি ম্যাচ খেলেন। ২০১৮ সালে ২ বছরের চুক্তিতে মুম্বই সিটি এফসিতে যোগ দেন তিনি। এর পর ফের ২০২০ সালে লাল-হলুদে ফেরেন তিনি। তবে পরপর দুই বছর আইএসএলে খুব লজ্জাজনক পারফরম্যান্সের কারণে চলতি মরশুমের শেষে কথা শোনা গিয়েছিল, তিনি দল ছাড়তে পারেন। অবশেষে সেটাই হতে চলেছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন