বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > SC EB ছেড়ে দিয়েছিল, জামশেদপুরে গিয়ে ফুল ফোটাচ্ছেন, সেমির আগে কী বললেন চিমা?

SC EB ছেড়ে দিয়েছিল, জামশেদপুরে গিয়ে ফুল ফোটাচ্ছেন, সেমির আগে কী বললেন চিমা?

ড্যানিয়েল চিমা।

লাল-হলুদ শিবির ছেড়েছিলেন দুই গোলের পুঁজি নিয়ে। জামশেদপুরের হয়ে বাকি ৭ গোল করেছেন ড্যানিয়েল চিমা। মোট গোলসংখ্যা তাঁর ৯।

আশির দশকে নাইজেরিয়া থেকে এসে কলকাতার ফুটবলে ঝড় তুলেছিলেন চিমা ওকোরি। ভারতীয় ফুটবলে খেলা বিদেশিদের মধ্যে অন্যতম সেরা এই নামের আর এক জন আসায় ড্যানিয়েল চিমার কাছে অনেক প্রত্যাশা ছিল কলকাতার ক্লাব ও তাদের সমর্থকদের। তবে এসসি ইস্টবেঙ্গলে সে ভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। লাল-হলুদ তাঁকে ছেড়ে দেওয়ার পর, জামশেদপুরে গিয়ে দুরন্ত ছন্দে রয়েছেন চিমা। সবুজ মাঠেল নানা রঙের ফুল ফোটাচ্ছেন তিনি। 

জামশেদপুর এফসি তাদের স্ট্রাইকার নেরিজুস ভাল্সকিসকে ছেড়ে দেয় এবং ড্যানিয়েল চিমাকে তাঁর জায়গায় সই করায়। এই চুক্তি ক্লাব ও চিমা দু’জনের পক্ষেই লাভজনক হয়। নতুন জার্সি গায়ে মাঠে নামার পর থেকেই যেন নিজেকে ফিরে পান তিনি। লাল-হলুদ শিবির ছেড়েছিলেন দুই গোলের পুঁজি নিয়ে। জামশেদপুরের হয়ে বাকি ৭ গোল করেছেন তিনি। মোট গোলসংখ্যা তাঁর ৯।

লিগশিল্ড জিতে সেমিফাইনালে ওঠার পরে আইএসএল মিডিয়া টিম-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের মনের কথা উজাড় করে দেন চিমা।

হিরো আইএসএলে আপনার শুরুটা ভাল না হলেও সম্প্রতি কেমন চলছে?

সত্যিই শুরুটা খুবই কঠিন হয়েছিল। তবে অবশেষে কেমন চলছে, তা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি গর্বিত।

লিগশিল্ড আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ?

এতে এটাই প্রমাণ হয় যে, খুব খারাপ সময়েও হাল ছেড়ে দিতে নেই। আমিও দিইনি। নিজেকে টেনে দাঁড় করিয়েছি এবং এই জায়গায় নিয়ে এসেছি। আসলে খারপ সময় থেকে শিক্ষা নিয়ে ভাল সময়ে ফেরা যায়।

ঋত্বিক দাসের সঙ্গে জুটি বেঁধে গোল করা নিয়ে কী বলবেন?

এটা আসলে একে অপরের মধ্যে ভাল সম্পর্ক ও বন্ধুত্বের ফল। আমরা নিজেদের মধ্যে আলোচনা করি, কী করে খেলাটাকে আরও উপভোগ করা যায়। নিজেদের মধ্যে বোঝাপড়াটা ভাল হলে তার ভাল ফল অবশ্যই পাওয়া যায়। ঋত্বিকের সঙ্গে আমার বোঝাপড়াটা খুব সহজেই গড়ে উঠেছে। কারণ, ছেলেটা খুবই ভাল। আমরা রোজই খুব আনন্দ করে খেলি। ওর সঙ্গে যোগাযোগটা সহজেই করা যায়। ও জানে আমি কী চাই, আমিও জানি ও কী চায়। সব মিলিয়ে ওর সঙ্গে মাঠে নামতে খুব ভাল লাগে। ঋত্বিক যে রকম খেলছে, আমার দৃঢ় বিশ্বাস, ও অনেক দূর এগোবে।

আপনাদের কোচ আওয়েন কোইল সম্পর্কে কী বলবেন?

উনি খুব ভাল করে জানেন, আমার কাছ থেকে উনি কী কী পেতে পারেন। তাই আমার আমাকে উজ্জীবিত করার জন্য ও তাতানোর জন্য আশেপাশে একেবারে ঠিক ঠিক মানুষগুলোকে রেখে দিয়েছেন। ওঁর এই পরিকল্পনাটাই কাজে লেগে গিয়েছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

১২ রানে আউট হয়েও সাঙ্গাকারার দুরন্ত রেকর্ড ভাঙলেন জো রুট, এলিট লিস্টে উঠলেন ছয়ে 'কেন ৩০ মিনিটের মধ্যে…' পলিগ্রাফ টেস্টে সঞ্জয়কে আর কী প্রশ্ন করা হয়েছিল? ‘অত্যাচারের সময় আমার মেয়েটা যখন মা-মা করে কাঁদছিল, সেই কান্নাটা রোজ কানে বাজে…’ পন্তের টেস্ট স্কোয়াডে ফেরা কার্যত পাকা, সোমবারই সুখবর পেতে পারেন বাংলার আকাশ দীপ প্রেমের বিয়েতে বাধা আসছে! রাধা অষ্টমীতে করুন এই কাজ, বাধা ঘুচবে শীঘ্র বিবাহ হবে ‘ব্রা-এর সাইজ জানতে চাওয়া’র অভিযোগ, আরজি কর কাণ্ডে পথে নেমে হুঁশিয়ারি জয়জিৎ-এর নদী থেকে উদ্ধার নার্সের দেহ, ধর্ষণ করে কি খুন?‌ বহরমপুরে চারদিন পর খোঁজ মিলল মমতার ফোনেও কাজ হল না, ইস্তফার সিদ্ধান্তে অনড় জহর! এবারও 'দেরিতে' হল অ্যাকশন? মিশনারি কলেজে গণেশ পুজো করতে গেল এবিভিপি, শোরগোল চরমে, পুলিশ এল ক্যাম্পাসে ‘ওই চোখাচোখিটা কোনওদিন ভুলব না…’, কাঞ্চন অতীত! পিঙ্কির জীবনের সবচেয়ে কাছের কে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.