ভারত বিশ্বকাপ কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডে না যেতে পারার পরেই কোপ পড়েছে কোচের উপর। ছাঁটাই করা হয়েছে ইগর স্টিম্যাচকে। প্রসঙ্গত, আগে স্টিম্যাচ জানিয়েছিলেন, বিশ্বকাপ কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডে উঠতে না পারলে, তিনি নিজেই ইস্তফা দেবেন। কিন্তু বেশ কয়েক দিন কেটে গেলেও স্টিম্যাচ ইস্তফা দেওয়ার বিষয়ে উচ্চবাচ্য না করলে, শেষপর্যন্ত তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ফেডারেশন। প্রায় আরও দু'বছরের চুক্তি ছিল স্টিম্যাচের সঙ্গে। কিন্তু তার আগেই তাঁকে সরিয়ে দেওয়া হল।
স্টিম্যাচের হুমকি
টিম ইন্ডিয়ার প্রধান কোচ ইগর স্টিম্যাচ মঙ্গলবার তাঁর বরখাস্তকে ‘একতরফা’ বলে দাবি করেছেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে সতর্ক করেছেন তিনি। স্টিম্যাচ বলেছেন যে, যদি ১০ দিনের মধ্যে ফেডারেশন তাঁর বকেয়া টাকা না মিটিয়ে দেয়, তবে তিনি আইনি পথে ফিফা ট্রাইব্যুনালের দ্বারস্থ হবেন। এখানেই শেষ নয়। স্টিম্যাচ এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের তীব্র সমালোচনা করেছেন। এবং তাঁর সঙ্গে বারবার চুক্তি ভঙ্গ করার অভিযোগ এনেছেন। সূত্রের খবর, চুক্তি অনুযায়ী মাঝপথে ছাঁটাই করা হলে স্টিম্যাচকে ৩ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা।
আরও পড়ুন: গোলের উচ্ছ্বাস নিয়েও স্বপ্নের প্রত্যাবর্তন হল না এরিকসনের, স্লোভেনিয়ার বিরুদ্ধে ১-১ ড্র করল ডেনমার্ক
২০১৯ সালে ভারতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন ইগর। গত অক্টোবরে তাঁর সঙ্গে ২০২৬ সালের মে মাস পর্যন্ত চুক্তি বৃদ্ধি করেছিল ফেডারেশন। তবে মাঝপথে স্টিম্যাচকে ছাঁটাই করার পর, ফেডারেশন ক্ষতিপূরণ হিসেবে তাঁকে ৭৫ লাখ টাকা (তিন মাসের বেতন) দেওয়ার কথা বলে। কিন্তু এই প্রস্তাবে একেবারেই রাজি নন স্টিম্যাচ।
সংবাদ সংস্থা পিটিআই স্টিম্যাচকে উদ্ধৃত করেছে, যেখানে ক্রোয়েশিয়ান কোচ বলেছেন, ‘আমি অনুগ্রহপূর্বক এআইএফএফ-এর কাছে অনুরোধ করছি, পরবর্তী দশ দিনের মধ্যে আমার ক্ষতিপূরণের টাকা তারা যেন মিটিয়ে দেয়। কোনও কারণ ছাড়া চুক্তি ভঙ্গ করেছে ফেডারেশন। চুক্তি অনুযায়ী, বাকি টাকা আমাকে দিয়ে দেওয়া হোক। অন্যথায়, আমি উপযুক্ত ব্যবস্থা নেব। ফিফা ফুটবল ট্রাইব্যুনালের কাছে এআইএফএফ-এর বিরুদ্ধে প্রক্রিয়া শুরু করব এবং একটি মামলা করব।’
কোনও কারণ ছাড়াই তাঁকে এভাবে সরিয়ে দেওয়াকে অপেশাদার এবং অনৈতিক বলে দাবি করেছেন স্টিম্যাচ। তিনি বলেছেন, ‘আমার সঙ্গে আলোচনা করার আগেই এরকম কিছু প্রকাশ করা (তাঁর বরখাস্ত নিয়ে বিবৃতি) স্পষ্টতই অপেশাদার এবং অনৈতিক কাজ।’ পাশাপাশি এশিয়ান গেমসে ব্যর্থতার জন্য কল্যাণ চৌবের দিকে আঙুল তুলেছেন স্টিম্যাচ। তিনি দল নির্বাচনের ক্ষেত্রে হস্তক্ষেপের বিষয়ে ফেডারেশন সভাপতিকে একেবারে তুলোধোনা করেছেন। দাবি করেছেন, কল্যাণের হস্তক্ষেপের জেরে, কোচ হিসেবে তাঁর সিদ্ধান্তের অখণ্ডতার সঙ্গে আপোস করতে হয়েছে।
আরও পড়ুন: কাতারের বিতর্কিত গোল, পূর্ণাঙ্গ তদন্ত এবং ক্ষতিপূরণের দাবিতে ফিফার দ্বারস্থ AIFF
কল্যাণের বিরুদ্ধে অভিযোগ
স্টিম্যাচের স্পষ্ট বক্তব্য, ‘প্রেসিডেন্ট মিস্টার চৌবে এসএআই (স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া) কর্মকর্তাদের সঙ্গে মিলে এশিয়ান গেমসের জন্য আমার অফিসিয়াল খেলোয়াড়দের তালিকা পরিবর্তন করেছেন এবং তিন জন সিনিয়র খেলোয়াড়কে যোগ করেছেন। পাশাপাশি প্লেয়ার ছাড়ার বিষয়ে আইএসএল ক্লাবগুলিকে সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দিয়েছেন। অথচ যে কোন খেলোয়াড়রাই এশিয়ান গেমসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে, এটাই স্বাভাবিক ছিল।’
ক্রোয়েশিয়ান, কোচ আর অভিযোগ করেছেন, তাঁর সঙ্গে ফেডারেশন গত দুই যে রকম আচরণ করেছে, তাতে তাঁর স্বাস্থ্যের উপর প্রভাব ফেলেছে। মানসিক চাপের কারণে নানা সমস্যা তৈরি হয়েছে। স্টিম্যাচ বলেছেন, ‘এবার আমার আইনজীবী মিঃ র্যাডিক যাবতীয় কথাবার্তা বলবেন ফেডারেশনের সঙ্গে। কারণ আমি আর এআইএফএফ-র সঙ্গে কোনও কথা বলতে বা ওদের থেকে কিছু শুনতে চাই না। গত দুই বছরে আমার সঙ্গে ওদের আচরণের কারণে যথেষ্ট শারীরিক সমস্যা তৈরি হয়েছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।