বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > FIFA World Cup-এর মাঝে খারাপ খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু কলম্বিয়ার মিডিও-র

FIFA World Cup-এর মাঝে খারাপ খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু কলম্বিয়ার মিডিও-র

বিশ্বকাপের মাঝেই মারা গেলেন কলম্বিয়ার মিডফিল্ডার আন্দ্রেস বালান্তা।

২২ বছরের এই ফুটবলার বর্তমানে বিশ্বকাপ টিমের অংশ নন। তিনি আর্জেন্তিনার প্রথম ডিভিশনের ক্লাব অ্যাটলেটিকো টাকুমানে খেলতেন। মঙ্গলবার ক্লাবের অনুশীলন চলাকালীন হঠাৎ-ই তিনি মাঠের মধ্যে পড়ে যান। অসাড় হয়ে পড়েছিল তাঁর শরীর। তাঁকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় টাকুমান হেল্‌থ সেন্টার হাসপাতালে।

২০২২ ফিফা বিশ্বকাপের মাঝেই বড় হৃদয়বিদারক ঘটনা। অনুশীলনের সময়ে প্রয়াত হলেন কলম্বিয়ার এক ফুটবলার। জানা গিয়েছে, অনুশীলন করার সময়ে হৃদরোগে আক্রান্ত হন আন্দ্রেস বালান্তা। আর তার পরেই তিনি প্রয়াত হন।

২২ বছরের এই ফুটবলার বর্তমানে বিশ্বকাপ টিমের অংশ নন। তিনি আর্জেন্তিনার প্রথম ডিভিশনের ক্লাব অ্যাটলেটিকো টাকুমানে খেলতেন। মঙ্গলবার ক্লাবের অনুশীলন চলাকালীন হঠাৎ-ই তিনি মাঠের মধ্যে পড়ে যান। অসাড় হয়ে পড়েছিল তাঁর শরীর। তাঁকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় টাকুমান হেল্‌থ সেন্টার হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাঁকে বাঁচানোর সব ধরনের চেষ্টা করেন। কিন্তু তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে। অবস্থা খারাপ থেকে খারাপের দিকে যায়।

আরও পড়ুন: পুরুষদের ম্যাচে মহিলা রেফারি, কাল ইতিহাস গড়বেন ফ্রান্সের স্টেফানি

ক্লাব সূত্রে খবর, অবস্থা খারাপ হওয়াতে বালান্তাকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেন্ত্রো দ্য সালুড হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলে, সেখানকার চিকিৎসকেরা ২২ বছরের ফুটবলারকে মৃত বলে ঘোষণা করেন। বালান্তার মৃত্যুতে ফুটবল মহলে শোকের ছায়া নেমেছে।

আরও পড়ুন: ইরানকে হারিয়ে নকআউটে USA, ‘বি’ গ্রুপের টপার ইংল্যান্ড

ক্লাবের তরফে তাঁর পরিবারকে জানানো হয় পুরো ঘটনা। একটি বিবৃতি জারি করে বালান্তার ক্লাবের তরফে লেখা হয়েছে, ‘ওকে বাঁচানোর সব রকম চেষ্টা করা হয়েছে। কিন্তু বাঁচানো যায়নি। পরিবারকে জানানো হয়েছে। তারা এসে বালান্তার দেহ নিয়ে যাবেন।’

২০১৯ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে কলম্বিয়ার হয়ে খেলেছেন এই তরুণ। ২০২১ সালে দেপোর্তিভো সালি থেকে অ্যাটলেটিকো টাকুমানে যোগ দেন তিনি। এর আগে চলতি বছর জুন মাসে অ্যাটলেটিকোরই ২১ বছরের এক ফুটবলার ফ্যাব্রিসিয়ো নাভারো ঘুমের মধ্যে হৃৎরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। এক বছরে দু’জন ফুটবলার হারাল ক্লাব।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বৃহস্পতি হয়েছেন বক্রী, ৫ রাশির বাড়বে টানাপোড়েন, আর্থিক অবস্থার হবে অবনতি কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ নিয়ে রয়েছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ডিসেম্বর থেকে মহিলাদের আড়াই হাজার, বড় সিদ্ধান্তের পথে ঝাড়খণ্ড, বাংলায় কবে? কার্নিভালে বাধা দেব না, দ্রোহও চলবে, হাইকোর্টের নির্দেশে ‘গান্ধীবাদী’ ডাক্তাররা? BPL 2025 Players Draft: চিটাগংয়ে শাকিব, ঢাকায় মুস্তাফিজুর-লিটন! কে গেল কোন দলে? মাঝরাতে গালাগালি দিচ্ছে ঘর পরিষ্কারের রোবট, তাড়া করছে কুকুরকে,হ্যাকারদের কীর্তি কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে ‘আমাকে হুমকি দেওয়া হয়েছে গ্রেফতার করার….’, শাসকের থ্রেট কালচার নিয়ে ফোঁস মেহুলির পিছিয়ে গেল আনোয়ার আলির মামলার শুনানি! ডার্বিতে খেলবেন মোহনবাগানের প্রাক্তনী ধনীর তালিকায় প্ৰথম মুকেশ আম্বানি, নাম নেই স্বর্গীয় রতন টাটার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.