২০২২ ফিফা পুরুষ বিশ্বকাপে এক ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ব। একটা যুগান্তকারী ঘটনা ঘটতে চলেছে কাতার বিশ্বকাপে। এই প্রথম বার ফিফা পুরুষ বিশ্বকাপে রেফারির দায়িত্বে থাকবে কোনও মহিলা। ফিফার তরফে ইতিমধ্যে তিন জন মহিলা রেফারি এবং তিন জন মহিলা সহকারী রেফারির নাম ঘোষণা করা হয়েছে। এখন তাঁদের মাঠে নামার অপেক্ষা।
এ বারের কাতার বিশ্বকাপে মোট ১২৯ জন অফিশিয়ালের নাম ঘোষণা করা হয়েছে। যার মধ্যে ফিফা এই ছয় মহিলা অফিশিয়ালদের নামও ঘোষণা করেছে। সবচেয়ে মজার বিষয় হল, কাতারের মতো দেশে, যেখানে পুরুষতন্ত্রের প্রচলন এবং আজও যেখানে শরিয়ত আইনের প্রভাব রয়েছে, সেখানে মহিলা রেফারিদের এনে বিপ্লব ঘটাতে চলেছে ফিফা।
কাতার সহ মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে পুরুষতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ ও নারীদের স্বাধীনতার জন্য দীর্ঘ সময় ধরে আন্দোলন চলেছে। যদিও কাতার সরকার আগেভাগেই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, পুরুষতান্ত্রিক নিয়ম দেশের আইন ও সংবিধানে প্রভাবিত হবে না। তবে দশকের পর দশক ধরে ফুটবলে পুরুষ অফিশিয়ালদের দাপটের বিরুদ্ধে এ বার নিঃসন্দেহে বড় মাইলস্টোন হতে চলেছে আসন্ন ফিফা বিশ্বকাপ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।