বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > লাল-হলুদ আবেগ মেখে কলকাতায় কনস্ট্যানটাইন, এলেন মহমেডানের কোচও

লাল-হলুদ আবেগ মেখে কলকাতায় কনস্ট্যানটাইন, এলেন মহমেডানের কোচও

শহরে স্টিফেন কনস্ট্যানটাইন।

এটিকে মোহনবাগানের নতুন ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিলও বুধবার রাতেই শহরে চলে এসেছেন। রাতে কলকাতায় হ্যামিলকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন সবুজ-মেরুন সমর্থকরা। স্লোগান এবং উল্লাসের মধ্যে দিয়ে স্বাগত জানানো হয় হ্যামিলকে।

এই মরশুমে দল বদলের বাজারে পুরনো ছন্দে কলকাতার তিন প্রধান। করোনা অতিমারিকে বুড়ো আঙুল দেখিয়ে বহু দিন পর দল বদলের বাজারে তিন প্রধানকে ঘিরে একেবারে হইহই বিষয়। ইতিমধ্যেই দল ভালো ভাবে গুছিয়েই অনুশীলন শুরু করে দিয়েছে এটিকে মোহনবাগান। এ দিকে বৃহস্পতিবার সকালে শহরে চলে এসেছেন লাল-হলুদের কোচ স্টিফেন কনস্ট্যানটাইনও।

এর পাশাপাশি এটিকে মোহনবাগানের নতুন ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিলও বুধবার রাতেই শহরে চলে এসেছেন। আর কনস্ট্যানটাইনের মতো বৃহস্পতিবার সকালে শহরে চলে এসেছেন মহমেডান স্পোর্টিং ক্লাবের হেড কোচ আন্দ্রে চেরনিশভ। স্বাভাবিক ভাবেই কলকাতা ময়দান জুড়ে এখন একটা হইহই রব।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি করেই ভালো দল গঠনের প্রতিশ্রুতি ইমামির, তবে প্লেয়ার কোথায়?

বুধবার রাতে কলকাতায় হ্যামিলকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন সবুজ-মেরুন সমর্থকরা। স্লোগান এবং উল্লাসের মাধ্যে দিয়ে স্বাগত জানানো হয় হ্যামিলকে।

বৃহস্পতিবার সকালে অবতরণ করেন মহমেডান স্পোর্টিংয়ের হেড কোচ। রাশিয়ার আন্দ্রে চেরনিশভকে স্বাগত জানান মহমেডানের শীর্ষ কর্তারা। উপস্থিত ছিলেন বেশ কিছু সমর্থকও।

আরও পড়ুন: আইডেন্টি ক্রাইসিস করি না! ATK MB-কে ঠুকে ইমামি বলল, ইস্টবেঙ্গল নামেই খেলবে দল

আর এ দিন সকালেই কলকাতা বিমানবন্দরে নামেন ইস্টবেঙ্গলের নতুন হেড কোচ স্টিফেন কনস্ট্যানটাইনও। এই বছর কোচকে স্বাগত জানাতে আসেন ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধিরাই। শ্রী সিমেন্ট বিনিয়োগকারী হওয়ার পর, লাল-হলুদ কর্তারা হালে পানি পেতেন না। কিন্তু ইমামির ক্ষেত্রে আপাতত সে রকম কিছু দেখা যায়নি। এ ছাড়াও উপস্থিত ছিলেন অসংখ্য ইস্টবেঙ্গল সমর্থকও। কনস্ট্যানটাইনকে ঘিরে বিমানবন্দরে উচ্ছ্বাসে ভাসতে দেখা যায় লাল-হলুদ সমর্থকদের।

স্টিফেন কলকাতায় এসে বিশ্রাম নেওয়ার পরেই দল নিয়ে বিনো জর্জের সঙ্গে আলোচনায় বসে পড়বেন। ফুটবলারদের তালিকা আগেই দিয়েছেন বিনো জর্জ। সূত্রের খবর, একজন বিদেশিও আছে সেই তালিকায়। আরব আমিরশাহিতে খেলা ঘানার এক স্ট্রাইকারের বায়োডাটা পছন্দ হয়েছে বিনোর। কনস্ট্যানটাইনের সঙ্গে আলোচনার পরই সব চূড়ান্ত হবে। এ দিকে বুধবার ভিপি সুহেরের মেডিক্যাল পরীক্ষা হয়েছে।

ইমামি ইস্টবেঙ্গলের তরফ থেকে যে ১৩ ফুটবলারদের নামের তালিকা দেওয়া হয়েছে, তাঁরা হলেন- পবন কুমার, মহম্মদ রাকিপ, অঙ্কিত মুখোপাধ্যায়, সার্থক গোলুই, জেরি লালরিনজুয়ালা, প্রীতম সিং, শৌভিক চক্রবর্তী, অমরজিৎ সিং কিয়াম, মোবাশির রহমান, আঙ্গুসানা, অনিকেত যাদব, নওরেম মহেশ আর ভিপি সুহের।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'আপনি মারা গিয়েছেন', ভোটার কার্ড নিয়ে ভোট দিতে এসে শুনলেন ব্যক্তি! জলপাইগুড়িতে ভোট দিতে এসে মালদার প্রিসাইডিং অফিসার জানতে পারলেন, তিনি 'মৃত' ইস্টবেঙ্গলকে অপমান করা মানে মা'কে অপমান করা,মন্ত্রীর প্রতিবাদের পর বললেন সৌরভ কন্যাশ্রী, বন্যাশ্রী সব নিয়ে নিন, তার পর বিজেপিকে ভোট দিন: মিঠুন চক্রবর্তী উলুধ্বনি হল, ছেলেকে সামনে রেখেই মালাবদল, শুভদৃষ্টি হল রাতুল-রূপাঞ্জনার ইস্টবেঙ্গল-ডেম্পোকে পিছনে ফেলে ভারতীয় ফুটবলের সিংহাসন দখল করল মোহনবাগান ঘূর্ণাবর্তে শনিতে বৃষ্টি ৫ জেলায়, ৪০ কিমিতে ঝড়ও হবে, তারপর ফের কবে বর্ষণ নামবে? কোলে চেপে ভোট দিতে এলেন বিশ্বের সবচেয়ে খর্বকায় মহিলা, দেখালেন আঙুলে কালির ছাপ ভয় পাচ্ছেন আর্চার! T20 WC 2024 কি খেলতে পারবেন? দলে ফিরতে মরিয়া জোফ্রা গোষ্ঠীকোন্দল কাঁটায় বিঁধতে পারে তৃণমূলের সাফল্য, নির্মল মাজির বিরুদ্ধে বড় অংশ

Latest IPL News

'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন পরের আইপিএলেও খেলবেন ধোনি? রায়নার উত্তর নিয়ে জল্পনা - ভিডিয়ো IPL 2024: LSG vs CSK ম্যাচের আগে ধোনির প্রসঙ্গে অতীতের কোন কথা বললেন রাহুল? মুম্বইয়ের সংসারে অবশেষে মিলে সুর মেরা তুমহারা, রোহিতের আলিঙ্গন হার্দিককে ছেলে অন্ত প্রাণ বাবা!ছেলেকে উদ্দেশ্য করেই সোশ্যাল মিডিয়াতে বার্তা শিখর ধাওয়ানের T20 WC 2024-এর আগে কি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন সূর্যকুমার! কী বললেন ‘SKY’? ‘স্বপ্ন সত্যি হয়েছে’, বুমরাহকে সুইপ শটে ছয় মেরে বলছেন আশুতোষ- ভিডিয়ো T20 ফর্ম্যাটে বল করাটা বেশ কঠিন- IPL-এ আগুন ঝরানোর পরেও স্বীকারোক্তি বুমরাহের লখনউয়ের অধিনায়ক, তবুও মন পড়ে বেঙ্গালুরুতে, জানালেন সুপ্ত ইচ্ছার কথা, ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.