বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Copa America 2021: ‘বিশৃঙ্খল’ কোপা আয়োজন নিয়ে মুখ খুলে শাস্তির কবলে ব্রাজিল কোচ তিতে

Copa America 2021: ‘বিশৃঙ্খল’ কোপা আয়োজন নিয়ে মুখ খুলে শাস্তির কবলে ব্রাজিল কোচ তিতে

ব্রাজিল কোচ তিতে। ছবি- রয়টার্স। (REUTERS)

টুর্নামেন্ট শুরুর আগেও কোপায় অংশগ্রহণ করা নিয়ে সন্দিহান ছিল তিতের ব্রাজিল দল।

কোপা আমেরিকা শুরুর আগে থেকেই প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন, টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ের শেষের দিকে এসে অবশেষে আর বাঁচতে পারলেন না। কোপা আমেরিকার আয়োজকদের বিরুদ্ধে মুখ খোলায় ব্রাজিল কোচ তিতেকে পাঁচ হাজার মার্কিন ডলার জরিমানা করল দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল।

১২ জুন সাংবাদিক সম্মেলনে সকলের সামনে তিতে দাবি করেন ‘বিশৃঙ্খল’ পরিস্থিতিতে তাঁর দেশে কোপা আমেরিকার আয়োজন করা হচ্ছে। মেগা টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েকদিন আগে আর্জেন্তিনা এবং কলম্বিয়ার বদলে করোনা পরিস্থিতিতে জর্জরিত ব্রাজিলে কোপা আয়োজনের সিদ্ধান্ত নেয় কনমেবল। তিতে সমেত সেলেসাও ফুটবলাররা প্রথমে টুর্নামেন্টে অংশগ্রহণে রাজি না থাকলেও অবশেষে মাঠে নামতে রাজি হন।

তবে এখানেই বিতর্কের শেষ নয়। টুর্নামেন্টের মাঝেই একাধিকবার কোপা আয়োজকদের বিরুদ্ধে তোপ দাগেন তিতে। কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচ জিতেও মাঠ নিয়ে সরব হন তিনি। এরপরেই তাঁকে জরিমানা করার সিদ্ধান্ত নেয় কনমেবল। সংস্থার সভাপতি গ্রস ব্রাউন জানান ব্রাজিল ফুটবল সংস্থা তিতের জরিমানার বিরুদ্ধে কোনরকম আবেদন তো করতে পারবেই না, উপরন্তু ভবিষ্যতে ব্রাজিল কোচ টুর্নামেন্টের আয়োজকদের বিরুদ্ধে ফের কিছু বললে তাঁকে আরও কড়া শাস্তি দেওয়া হবে।

তবে তিতে একা নন, এর আগে করোনা পরিস্থিতিতে টুর্নামেন্টে আয়োজন নিয়ে সোচ্চার হওয়ায় বলিভিয়া স্ট্রাইকার মার্সেলো মার্টিন্সকেও জরিমানা করে কনমেবল। এখনও অবধি চিলি, বলিভিয়া, পেরু, ভেনেজুয়েলা ও কলম্বিয়া, টুর্নামেন্টের ১০টির মধ্যে পাঁচটি দলেই কোন না কোন সদস্যের করোনা আক্রান্ত হওয়ার হদিশ মিলেছে। আয়োজক কর্তারা মুখ বন্ধ করতে চাইলেও কোপা আমেরিকার আসল ছবিটা কারুরই অজানা নয়।

বন্ধ করুন