বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Copa America 2021: নেইমার বিহীন ব্রাজিলকে আটকে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডর

Copa America 2021: নেইমার বিহীন ব্রাজিলকে আটকে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডর

কোপায় নিজেদের গ্রুপ লিগের শেষ ম্যাচে ব্রাজিলকে আটকে দিল ইকুয়েডর (ছবি:রয়টার্স) (REUTERS)

টানা ১০ ম্যাচে জয়ের পরে ড্র করল ব্রাজিল। তিতের ছেলেদের আটকে দিয়ে কোপা আমেরিকায় টিকে রইল ইকুয়েডর।

টানা ১০ ম্যাচে জয়ের পরে ড্র করল ব্রাজিল। তিতের ছেলেদের আটকে দিয়ে কোপা আমেরিকায় টিকে রইল ইকুয়েডর। সোমবার ভোরের ম্যাচে এদের মিলিতাও-এর গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল, পরে অ্যাঞ্জেল মেনার গোলে সমতায় ফেরে ইকুয়েডর। ব্যবধান ধরে রাখতে না পারায় ব্রাজিলের থেকে এক পয়েন্ট সংগ্রহ করে পরের রাউন্ডের জায়গা পাকা করল ইকুয়েডর।

এস্টাদিয়ো অলিম্পিকো স্টেডিয়ামে কোপা আমেরিকার ২০২১-এর ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে খেলতে নেমেছিল ব্রাজিল ও ইকুয়েডর। এদিনের ম্যাচের ফল ১-১। এদিনের ম্যাচ ড্র হওয়ার ফলে ভেনেজুয়েলাকে পিছনে ফেলে গ্রুপ গিল থেকে কোয়ার্টার ফাইনালের রাস্তা পরিস্কার করে নিয়েছে ইকুয়েডর। এদিন ম্যাচের আগে থেকেই ইকুয়েডরের সামনে গ্রুপ লিগ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা ছিল। অন্যদিকে আগেই কোয়ার্টারের জায়গা পাকা করেছিল ব্রাজিল। তাই ইকুয়েডর এদিন ম্যাচের প্রথম থেকেই নিজেদের সেরাটা দিয়েছিল। আর তাতেই সফল হল ইকুয়েডর, থামিয়ে দিল ব্রাজিলের বিজয়রথ।

ম্যাচে ৬২ শতাংশ সময় বল দখলে রাখা ব্রাজিল গোলের উদ্দেশে শট নেয় মোট ৬টি। ৩টি ছিল লক্ষ্যে। বিপরীতে একুয়েডরের ৮ শটের ৩টি লক্ষ্যে ছিল। নেইমার-কাসেমিরোকে ছাড়া খেলতে নামা ব্রাজিলের সঙ্গে ইকুয়েডর লড়াই করে সমানে-সমান। প্রথম ২৫ মিনিটে গোলের জন্য নেয় চারটি শট। তবে সেভাবে অ্যালিসন বেকারকে ভাবাতে পারেনি দলটি। ম্যাচের অষ্টম মিনিটে বল দখলের চেষ্টায় লাফিয়ে মিডফিল্ডার দগলাস লুইসের হেডে মাথায় আঘাত পান মোইসেস কেইসেদো। এর কিছুক্ষণ পর মাঠ ছাড়েন ইকুয়েডরের এই মিডফিল্ডার। ম্যাচের ৩৭তম মিনিটে নিজেদের প্রথম ভালো সুযোগে ব্রাজিলকে এগিয়ে দেন মিলিতাও। এভারটনের ফ্রি কিকে সবার চেয়ে উঁচুতে লাফিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিলকে চেপে ধরে ইকুয়েডর। ফল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ৫০তম মিনিটে আনহেলো প্রেসিয়াদোর শট ব্রাজিলের খেলোয়াড়ের গায়ে লেগে একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটে ডি-বক্স থেকে ভালেন্সিয়ার শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। ম্যাচের ৫২তম মিনিটে সমতা ফেরে ইকুয়েডর। কর্নার থেকে বল পেয়ে হেডে ভালেন্সিয়া খুঁজে নেন আনহেল মেনাকে। ম্যাচের শেষ দিকেও দুই দলের সামনে এসেছিল বেশ কিছু সুযোগ কিন্তু কাজে লাগাতে পারেনি কোনো দলই।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কোথায় দ্বন্দ্ব? গম্ভীর-কোহলি ভাই-ভাই! চিন্নাস্বামী অবাক উলটপুরাণ দেখে- ভিডিয়ো 'পরীক্ষা'-র মুখে বসল রুবি-বেলেঘাটা মেট্রো! ট্রায়াল রানের কেবিন থেকে ভিডিয়ো দেখুন ৩১ মার্চ রাহু ও শুক্রের মিলন, ৩ রাশির বাড়বে আয়, দাম্পত্য জীবনে আসবে সুখ দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.