সোমবার ভোর রাতের দুরন্ত ম্যাচে শেষ মুহূর্তের গোলে আটকে গেল ইকুয়েডর। এদিন অলিম্পিক স্টেডিয়ামে গোঞ্জালো প্লাতাদের আটকে দিল ভেনেজুয়েলা। ম্যাচের শেষ মুহূর্তে গোল করে ইকুয়েডরের জয়ের স্বপ্নে জল ঢেলে দিলেন ভেনেজুয়েলার রোনাল্ড হার্নান্ডেজ। এদিন ইকুয়েডর বনাম ভেনেজুয়েলা ম্যাচের ফল ২-২।
এদিন ম্যাচের প্রথম থেকেই আক্রমণ করতে শুরু করেছিল ইকুয়েডর। ম্যাচর চার মিনিটের মাথাতেই প্রথম গোলের মুখ খোলার চেষ্টা করেন গুস্তাভো আলফারোর ছেলেরা। তবে তিনকাঠিতে আটকে যায় তাদের সেই অ্যাটাক। এরপর ম্যাচের ৩৯ মিনিটে প্রথমে গোল পায় ইকুয়েডর। প্রথম ফ্রি কিক থেকে গোল লক্ষ্য করে বল রাখেন ইকুয়েডরের ফুটবলার। সেই বল ভেনুজয়েলার পেনাল্টি বক্সে বেশ কিছুক্ষণ থাকার ফলে জটলার সৃষ্টি হয়। এবং সেখান থেকে শেষ পর্যন্ত গোল করে দলকে এগিয়ে দেন ইকুয়েডরের আয়ার্টন প্রেসিয়াডো।
ম্যাচের প্রথমার্ধে ১ গোলে এগিয়ে থাকে ইকুয়েডর। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই সমতায় ফেরে ভেনেজুয়েলা। ডান দিক থেকে ভেসে আসা ক্রসে দুরন্ত হেড দিয়ে দলকে সমতায় ফেরান ভেনেজুয়েলার এডসন কাস্টিলো। ম্যাচের ৭১ মিনিটের মাথায় ফের একবার এগিয়ে গিয়েছিল ইকুয়েডর। এবার গোল করেন ইকুয়েডরের গোঞ্জালো প্লাতা। ম্যাচর সত্তর মিনিটে কর্ণার পেয়েছিল ভেনেজুয়েলা। সেই কর্ণারকে বাঁচিয়ে ফিরতি আক্রমণে নিজেদের বক্স থেকে উঠে ভেনেজুয়েলার বক্সে এসে দুরন্ত গোল করেন গোঞ্জালো প্লাতা।
ম্যাচের ৭৮ মিনিটে ফের ব্যবধান বাড়ানোর সুয়োগ এসেছিল ইকুয়েডরের কাছে কিন্তু ব্যর্থ হন ইকুয়েডরের স্ট্রাইকার ভ্যালেনসিয়া। যখন সকলেই ধরে নিয়েছেন কোপা আমেরিকার গ্রুপ ‘এ’ ম্যাচে প্রথম জয়টা পেয়েগেছে ইকুয়েডর। তখনই জ্বলে ওঠে ভেনেজুয়েলা।
এরপরই ম্যাচ গড়ায অতিরিক্ত সময়ে। ম্যাচের অতিরিক্ত সময়ে কাস্টিলোর বাড়ানো বলে হেড দিয়ে দলকে সমতায় ফেরান রোনাল্ড হার্নান্ডেজ। খেলার শেষ হয় ২-২। পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুই দল ইকুয়েডর ও ভেনেজুয়েলা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।