কোপা আমেরিকা ২০২৪-এর উদ্বোধনী ম্যাচে আর্জেন্তিনার কাছে হেরে টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি কানাডার। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে পেরুর বিরুদ্ধে জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাল কানাডা। এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে কানাডা। বলা যেতে পারে পেরুকে একেবারেই চমকে দিয়েছে তারা। শেষ মুহূর্তে জোনাথন ডেভিডের একমাত্র গোলে পেরুকে ১-০ গোলে হারায় তারা। আর্জেন্তিনা বনাম চিলি ম্যাচের আগে পর্যন্ত গ্রুপ এ এর দ্বিতীয় স্থানে উঠে এসেছিল কানাডা।
যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে পেরুকে ১-০ গোলে হারিয়েছে কানাডা। ম্যাচের একমাত্র গোলটি করেছেন জোনাথন ডেভিড। কানাডার এই জয়ে আর্জেন্তিনার হিসাবটা একদম সহজ হয়ে গিয়েছে। নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলিকে হারাতে পারলে ১ ম্যাচ হাতে রেখেই পরের রাউন্ডে চলে যাবে লিওনেল মেসির দল। প্রথম ম্যাচে কানাডাকে হারিয়ে 'এ' গ্রুপের শীর্ষে আছে আর্জেন্তিনা। ১ জয় এবং ১ হার নিয়ে তালিকার দুই নম্বরে রয়েছে কানাডা।
এদিনের ম্যাচে জয়ের খোঁজে মাঠে নেমে প্রথমার্ধে তেমন পাত্তাই পায়নি কানাডা। একের পর এক আক্রমণে এই অর্ধে কানাডিয়ানদের রক্ষণ কাঁপিয়েছে পেরু। তবে জালের দেখা মেলেনি দলটির। এদিনের ম্যাচে গোলের দেখা পাচ্ছিলেন না কোনও দল। বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও লিড নিতে পারেনি কানাডা। প্রথমার্ধ শেষ হয় কোনও গোল ছাড়াই।
দ্বিতীয়ার্ধে বাড়ে ম্যাচের গতি। দ্বিতীয়ার্ধের খেলায় মোড় আসে ৫৯ মিনিটে। মিগুয়েল আরাউহো লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জনের দল হয়ে যায় পেরু। সুযোগটা লুফে নেয় কানাডা। ৭৪ মিনিটে জোনাথন ডেভিডের গোলে এগিয়ে যায় তারা। ১ জন কম নিয়ে আর ম্যাচে ফিরতে পারেনি পেরু। হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
আরও পড়ুন… WI vs SA: নবম সংস্করণেও হল না শাপমুক্তি, জিতবে না হোম টিম; দশ বছর বাদে শেষ চারে প্রোটিয়ারা
দ্বিতীয়ার্ধে পেরুর শটস অন টার্গেটের চেয়ে কানাডার শটস অন টার্গেট ছিল প্রায় অর্ধেক। তবে পেরুকে চমকে দিয়ে লিড নেয় কানাডাই। ৭৪ মিনিটে শ্যাফেলবার্গের অ্যাসিস্টে দুর্দান্ত এক গোলে কানাডাকে আনন্দে ভাসান ডেভিড। শেষ পর্যন্ত তার গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে কানাডা। ২ ম্যাচে তাদের পয়েন্ট ৩। আর্জেন্তিনার চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে কানাডা। ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে পেরুর দ্বিতীয় রাউন্ডে উঠার স্বপ্ন খানিকটা ফিকেই হয়ে গেল। এদিনের হারের ফলে শেষ ষোলোয় যাওয়ার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গিয়েছে পেরুর। পরের রাউন্ডে যাওয়ার আশা টিকিয়ে রাখতে শেষ ম্যাচে জিততেই হবে তাদের। আর সেই ম্যাচে দলটির প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।