বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Copa America 2024: ফের অঘটন ঘটাল ভেনিজুয়েলা, মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টারে পৌঁছে গেল, ছিটকে গেল জামাইকা

Copa America 2024: ফের অঘটন ঘটাল ভেনিজুয়েলা, মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টারে পৌঁছে গেল, ছিটকে গেল জামাইকা

ফের অঘটন ঘটাল ভেনিজুয়েলা, মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টারে পৌঁছে গেল, ছিটকে গেল জামাইকা। ছবি: এএফপি

Venezuela's 1-0 win over Mexico: ভেনিজুয়েলার এই জয়ে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে গোলরক্ষক রাফায়েল রোমোর। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত তার বীরত্বে গোল হজম করেনি ভেনিজুয়েলা। ছ'টি দুর্দান্ত সেভ করেছেন। এর মধ্যে রয়েছে ৮৭ মিনিটে এক অবিশ্বাস্য পেনাল্টি ঠেকানোও।

প্রথম ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে চমক দিয়েছিল ভেনিজুয়েলা। কোপার দ্বিতীয় ম্যাচে ভেনিজুয়েলা দিল আপ বড় চমক। বিশ্ব ফুটবলকে তাক লাগিয়ে মেক্সিকো হারিয়ে। যে মেক্সিকো নাকি কোপা আমেরিকার অন্যতম দাবিদার ছিল। সলোমন রন্ডোনের একমাত্র গোলে মেক্সিকোকে ১-০ গোলে হারিয়ে আর্জেন্তিনার পর দ্বিতীয় দল হিসেবে কোপার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভেনিজুয়েলা।

রন্ডোন পেনাল্টি থেকে গোল করেছিলেন। সেটি নিঃসন্দেহে ভেনিজুয়েলাকে অক্সিজেন দিয়েছে। তবে তাদের এই জয়ে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে গোলরক্ষক রাফায়েল রোমোর। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত তার বীরত্বে গোল হজম করেনি ভেনিজুয়েলা। ছ'টি দুর্দান্ত সেভ করেছেন। এর মধ্যে রয়েছে ৮৭ মিনিটে এক অবিশ্বাস্য পেনাল্টি ঠেকানোও।

আরও পড়ুন: ছন্নছাড়া, পরিকল্পনাহীন ফুটবল, গোল মিসের বহর- কোস্টারিকার কাছে আটকে গেল ব্রাজিল

তবে গ্রুপ ‘বি’ থেকে আরও একটি দেশ সুযোগ পাবে শেষ আটে যাওয়ার। তাই এই ম্যাচে হারলেও, পরের রাউন্ডে সুযোগ থাকছে মেক্সিকোর সামনে। কারণ শেষ ম্যাচে মেক্সিকো মুখোমুখি হবে ইকুয়েডরের। দুই দলেরই পয়েন্ট ৩ করে। যে দল জিতবে, তারাই যাবে পরের রাউন্ডে। ড্র হলে গোল পার্থ্যকে এগিয়ে থাকায় সুবাদে ইকুয়েডর চলে যাবে শেষ আটে। তাই মেক্সিকোকে ইকুয়েডরের বিরুদ্ধে জিততে হবে। এখনও পর্যন্ত একটিও ম্যাচ জিততে পারেনি এই গ্রুপের চতুর্থ দল জামাইকা। তাদের শেষ ম্যাচ ভেনিজুয়েলার বিরুদ্ধে।

ভেনিজুয়েলা আবার নিজেদের দু'টি ম্যাচেই জিতেছে। প্রথম ম্যাচে তারা ইকুয়েডরকে হারিয়েছিল। ৬ পয়েন্ট নিয়ে কোয়ার্টারে উঠল তারা। এর আগে গ্রুপ এ থেকে ৬ পয়েন্ট নিয়ে কোয়ার্টারে উঠেছে আর্জেন্তিনা। একটি করে ম্যাচ বাকি থাকতেই কোয়ার্টারে জায়গা পাকা করল এই দুই দেশ।

আরও পড়ুন: মদ্রিচের পেনাল্টি মিস, একেবারে শেষ মুহূর্তের গোলে ১-১ ড্রয়ে স্পেনের সঙ্গে নকআউটে ইতালি, ছিটকে গেল ক্রোয়েশিয়া

মেক্সিকোর বিরুদ্ধে গোল করেন ভেনেজুয়েলার সালমন রন্ডন। পেনাল্টি থেকে গোল করেন তিনি। তবে মেক্সিকোর কাছেও সুযোগ ছিল বৃহস্পতিবার অন্তত একটি পয়েন্ট পাওয়ার। ৮৭ মিনিটের মাথায় পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন ওরবেলিন পিনেডা। কিন্তু তা আটকে দেন ভেনেজুয়েলার গোলরক্ষক রাফায়েল রোমো।

প্রথমার্ধে ভেনিজুয়েলা-মেক্সিকো দুই দলই বেশ আক্রমণাত্মক ফুটবল খেলে। তবে গোলের মুখ খুলতে পারেনি কোনও দলই। এর মাঝেই বেশ কয়েক বার উত্তপ্ত হয়েছে মাঠের পরিবেশ, তর্কে জড়িয়েছেন দুই দলের ফুটবলাররাই। দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠেছিল লড়াই। ৫৭ মিনিটে গোলের মুখ খোলেন ভেনিজুয়েলা। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন সলোমন রন্ডোন।

আরও পড়ুন: জামাইকার বিরুদ্ধে কষ্টসাধ্য জয় দিয়ে অভিযান শুরু মেক্সিকোর, ১০ জনের ইকুয়েডরকে হারাল ভেনিজুয়েলা

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে অবশ্য সমতা ফেরানোর দারুণ সুযোগ পেয়ে গিয়েছিল মেক্সিকো। ৮৭ মিনিটে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি পায় তারা। তবে পিনেদার দুর্বল শট দুর্দান্ত সেভ করে ভেনিজুয়েলার লিড ধরে রাখতে সাহায্য করে তাদের গোলকিপার রোমো। সেই সঙ্গে ১-০ জয়ের হাত ধরেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ভেনিজুয়েলা।

ভেনিজুয়েলা এদিন জিতে যাওয়ায়, জামাইকা এ বারের প্রতিযোগিতা থেকে ছিটকে গেল। তাদের পক্ষে আর কোনও ভাবেই পরের রাউন্ডে যাওয়া সম্ভব নয়। কারণ ইকুয়েডর এবং মেক্সিকো ম্যাচ ড্র হলেও এক পয়েন্ট করে পাবে। তখন এই দুই দলের চার পয়েন্ট হবে। ভেনিজুয়েলাকে হারালেও, জামাইকা তিন পয়েন্টের বেশি পাবে না। ফলে কোপা থেকে ছিটকে গেল জামাইকা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

নায়িকার একার মুখ থাকলে সিনেমা চলবে না! রামকমল বললেন, 'থ্রিলার বানাতে বলা হয়' ওদের বিরক্ত করবেন না, বিপদ হতে পারে! দামোদর পেরিয়ে ঘুরছে জোড়া হাতি জ্যোতি বসু গবেষণাকেন্দ্রের উদ্বোধনে মমতা‌কে আমন্ত্রণ সিপিএমের, কী জানাল নবান্ন? সাত ফুট লম্বা! ফাটাফাটি ফিগার! মহাকুম্ভে এই বাবা এলেন কোথা থেকে? শুক্রের কৃপায় ১ ফেব্রুয়ারি পর্যন্ত সৌভাগ্য তুঙ্গে থাকবে বিশেষ ৩ রাশির,লাকি কারা? ৪৪ বলে অপরাজিত ৮৮ রান! ব্যাট হাতে ফের জ্বলে উঠলেন করুণ নায়ার, চাপে নির্বাচকরা ছুরি দিয়ে ৬ বার কোপানো হল সইফক! ওয়াইনের গ্লাস হাতে তখন কোথায় করিনা? কালিয়াচকে তৃণমূল কংগ্রেস কর্মী খুন, আততায়ীদের ধরতে ড্রোনের সাহায্য নিল পুলিশ ইউকের বিরাট আইটি কোম্পানি অফিস খুলল কলকাতায়, চাকরির বাজারে সুখবর! বাবা হওয়ার জল্পনার মাঝে ৪০-এ পা দিলেন সিদ্ধার্থ, বরের চেয়ে কিয়ারা বয়সে কত ছোট?

IPL 2025 News in Bangla

ফর্মে ফেরার বড় সুযোগ! IPL 2025-এর পরে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে ভারত ‘সবার আগে ক্রিকেটারদের ‘পিআর’ ব্যান করে দেওয়া উচিত’! BCCIকে পরামর্শ হর্ষ ভোগলের ICC চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা দঃ আফ্রিকার! ছিটকে গেলেন তারকা পেসার BCCI কর্তাদের সঙ্গে গম্ভীর-রোহিত-অজিতের মিটিং! প্রকাশ্যে এল বৈঠকের ভিতরের খবর ভিডিয়ো: IPL 2025 জিতবে পঞ্জাব কিংস! শ্রেয়সকে নেতৃত্বে পেয়ে কোচ পন্টিংয়ের দাবি PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট IPL-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার! কোনও ভারতীয় ক্রিকেটার এমনটা করতে পারেননি পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে? IPLর থেকে ঢাকা প্রিমিয়র লিগ কঠিন! অদ্ভূত কারণ দেখালেন পারভেজ রসুল!শুনে হাসি পাবে MCGতে হারের পরই অবসরের সিদ্ধান্ত নেন রোহিত! তবে মত বদলানোয় অখুশি ছিলেন গম্ভীর?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.