চেষ্টা করেও সফলতা মেলেনি। ঘরের মাছে পরপর দুইবার কোপা জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে ব্রাজিলের। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্তিনার বিরুদ্ধে ১-০ গোলে পরাস্ত হয় সেলেসাও। এরপরেই প্রতিপক্ষ থেকে টুর্নামেন্ট আয়োজনকারী সংস্থার বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দেন ব্রাজিল কোচ তিতে।
প্রতিপক্ষ কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনার তারিফ করলেও একাধিকবার ম্যাচে ব্যাঘাত ঘটিয়ে ম্যাচের স্বাভাবিক গতি অবরুদ্ধ করাকে একেবারেই মেনে নিতে পারছেন না তিতে। ম্যাচের পর তিনি বলেন, ‘আমরা ফুটবল খেলতে চাইছিলাম, কিন্তু প্রতিপক্ষ ফুটবলবিরোধী খেলা খেলছিল। ম্যাচ বারবার ব্যাহত হচ্ছিল। অজস্র ফাউল, তার জন্য ঝাপ দেওয়া এবং সেই কিকগুলো নিতে ওরা আজন্মকাল সময় নিচ্ছিল। রেফারিও ম্যাচের গতি বজায় রাখার জন্য কোনরকম চেষ্টাই করেনি। বারবার ম্যাচে ব্যাঘাত ঘটানোই ওদের পরিকল্পনা ছিল।’
ব্রাজিল কোচের ক্ষোভ এখানেই শেষ নয়। টুর্নামেন্টের শুরু থেকেই কোপা আয়োজক সংস্থা কনমেবলের বিরুদ্ধে একাধিকবার তোপ দেগেছেন তিতে। অতীতে জরিমানা করার পাশাপাশি কনমেবলের তরফ থেকে তাঁকে সাবধানও করা হয়। তবে সেই সতর্কবাতার তোয়াক্কা না করে ফের একবার সরাসরি নাম নিয়ে নিজের সুর চড়ান তিতে।
‘সংস্থার (কনমেবল) কার্যকলাপ নিয়ে যথেষ্ট বিস্ময়কর। মাঠগুলি অত্যন্ত নিম্নমানের ছিল, ফুটবলারদের চোট লাগার বিশাল সম্ভাবনা থাকা সত্ত্বেও তাঁদের এই পরিস্থিতিতে খেলতে বাধ্য করা হয়। আমি নির্দিষ্ট করে যে মানুষটি এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বে ছিলেন, সেই আলেহান্দ্রো (ডমিঙ্গেস), যে কিনা কনমেবলের সভাপতি, তাঁকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছি। এত কম সময়ের একটা গোটা টুর্নামেন্ট আয়োজনের জন্য আমি তাঁকেই এই কথাগুলো বলছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।