রবিবার মারাকানায় ব্রাজিলের রাজত্ব চূর্ণ করে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্তিনা। এই শিরোপা পূর্বসূরী মারাদোনাকে আলাদাভাবে উৎসর্গ করলেন লিওনেল মেসি। এই জয়ের পরে নিজের সোশ্যাল মিডিয়াতে এইকথা জানিয়েছেন মেসি। মারাদোনার পাশাপাশি নিজের দলকে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্তিনার অধিনায়ক। সঙ্গে নিজের পরিবারকেও কোপা জয় উৎসর্গ করেছেন মেসি।

কোপা জয়ের পরে মেসি জানিয়েছেন, ‘আমি এই সাফল্য আমার পরিবারকে উৎসর্গ করতে চাই, যারা আমাকে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে। উৎসর্গ করতে চাই আমার ভালোবাসার বন্ধুদের, যারা আমাদের সমর্থন করেছেন বিশেষ করে ৪৫ মিলিয়ন আর্জেন্তাইনকে, যারা এই ভাইরাসের কঠিন সময় অতিবাহিত করছেন।’ এরপরেই কোপা জয়ের জন্য মারাদোনাকে শিরোপা উৎসর্গ করতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘আলাদা করে তাদের, যারা সামনে থেকে কাজ করছেন। এটা আপনাদের সবার জন্য। এবং অবশ্যই দিয়েগোর (মারাদোনা) জন্যও, যিনি কিনা যেখানেই আছেন, সেখান থেকে অবশ্যই আমাদের সমর্থন করেছেন।’
মেসিকে মনে করা হয় দিয়েগো মারাদোনার যোগ্য উত্তরসূরী। মারাদোনাও যে লিওনেল মেসিকে ভীষণ স্নেহ করতেন তা সকেলই জানতেন। আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী কিংবদন্তির কোচিংয়ে খেলেছিলেন এলএম টেন। ২০১০ বিশ্বকাপে মারাদোনার কোচিংয়েই খেলেছিলেন মেসি। আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী তারকা গত বছর হঠাৎ করে ইহোলোক ত্যাগ করেন। না ফেরার দেশে চলে যান। তার কথা আলাদা করেই স্মরণ করলেন মেসি।
মেসি ইনস্টাগ্রামে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে লিখেছেন, ‘মারাকানা এবং ব্রাজিলের বিপক্ষে ক্লাসিক লড়াই...এটা অবিশ্বাস্য একটা কাপ ছিল। আমরা জানি আমাদের আরও অনেক কিছুতে উন্নতি করতে হবে। তবে সত্যটা হল যে ছেলেরা তাদের হৃদয় দিয়ে খেলেছে। এমন দুর্দান্ত একটি দলের অধিনায়ক হওয়ার সৌভাগ্যে আমি গর্ববোধ করছি।’ সবশেষে মেসি লিখেছেন, ‘সৃষ্টিকর্তা আমাকে যা কিছু দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। এবং ধন্যবাদ আমাকে একজন আর্জেন্টাইন বানানোর জন্য।’
কিন্তু দুঃখ একটাই। মেসির হাতে একটি আন্তর্জাতিক শিরোপা দেখে যেতে পারলেন না মারাদোনা। ছিয়াশির বিশ্বকাপজয়ী তারকা বেঁচে থাকলে কতই না খুশি হতেন! ২৮ বছর পর তারই উত্তরসূরী মেসির হাত ধরে আন্তর্জাতিক ট্রফি ঘরে এসেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।