বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > খেলার মাঝেই মেজাজ হারালেন CR7,দেখতে হল হলুদ কার্ডও

খেলার মাঝেই মেজাজ হারালেন CR7,দেখতে হল হলুদ কার্ডও

রোনাল্ডো

Ronaldo got involved in a scuffle: অ্যাস্টন ভিলা বনাম ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে এদিন মেজাজ হারিয়ে ফেলেন রোনাল্ডো, জড়িয়ে পড়েন ধ্বস্তাধ্বস্তিতে

রবিবার অ্যাস্টন ভিলা বনাম ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে এক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হলেন ফুটবল দর্শকরা। এই মুহূর্তে বিশ্ব ফুটবলের অন্যতম চর্চিত নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পাঁচবার ব্যালন ডি'ওর জয়ী এই মহাতারকা এদিন অ্যাস্টন ভিলার টাইরোন মিঙের সঙ্গে এক অবাঞ্ছিত সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ভিলা পার্কের এই ম্যাচে ৩-১ গোলে পরাজিত হয় রেড ডেভিলসরা। ১৯৯৫ পর এই প্রথম ভিলা পার্কে ম্যানচেস্টারের পরাজয়। অনেকের মতে সেই কারণেই হয়ত মেজাজ হারিয়ে ফেলেন এই পর্তুগিজ মহাতারকা।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো ক্লিপিং। ম্যাচের ৬০ মিনিটে এ ঘটনা ঘটে। যখন অ্যালেহান্দ্রো গার্নাচো মাঠের বাম দিক ধরে বল নিয়ে এগোয়। তখন গোলের একদম সামনে উপস্থিত ছিলেন রোনাল্ডো। অ্যাস্টন ভিলার রক্ষণভাগের খেলোয়াড় টাইরোন মিঙ রোনাল্ডোকে গার্ড করতে গেলে মেজাজ হারিয়ে ফেলেন পর্তুগিজ অধিনায়ক। ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যায় রোনাল্ডো এবং টাইরোন মিঙ খেলার মাঝেই ধ্বস্তাধ্বস্তিতে জড়িয়ে পড়েন। সেখানে ততক্ষণাৎ খেলা স্থগিত করেন রেফারি‌ অ্যান্থনি টেয়লার। বাদবাকি খেলোয়াড়রা এগিয়ে এসে দুজনকে আলাদা করেন। হলুদ কার্ড দেখেন রোনাল্ডো।

যদিও রোনাল্ডোর এই মেজাজ হারিয়ে ফেলার দৃশ্য এর আগেও একাধিকবার দেখেছে ফুটবল দর্শকেরা। তবে এবার যেন খানিক হতচকিত হয়ে পড়লেন নেটিজেনরা।

এইদিন খেলায় আগেও একাধিকবার টাইরোন মিঙকে দেখা গেছে রোনাল্ডোকে মার্ক করতে। তবে সে বাঁধা কাটিয়েই এই মহাতারকা ম্যানচেস্টারের খেলায় ছন্দ ফেরানোর চেষ্টা করে গেছেন।

খেলা শুরুর ৭ মিনিটের গোড়াতেই লিওন ব্যালের গোলে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। এরপর ১১ মিনিটে গোল করেন ডিগনে এবং ৪৯ মিনিটে গোল করেন রামসে। এই জয়ের পর অ্যাস্টন ভিলা এখন ১৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের ১৩ নম্বর স্থানে পৌঁছে গেল।

বন্ধ করুন