বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ক্রিপ্টোকারেন্সি কোম্পানির কেনা প্রথম ফুটবল ক্লাব ক্রলি টাউন

ক্রিপ্টোকারেন্সি কোম্পানির কেনা প্রথম ফুটবল ক্লাব ক্রলি টাউন

ইংল্যান্ডের চতুর্থ বিভাগের ফুটবল দল ‘ক্রলি টাউন এফসি' কিনেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিপ্টোকারেন্সি গ্রুপ ওয়েগমি ইউনাইটেড৷ (ছবি সৌজন্যে ডয়চে ভেলে)

ক্রলি ক্লাবের সমর্থকদের নেতা স্টিভ লিক ব্র্যাডফোর্ডের সমর্থকদের মতো একটি ক্রিপ্টোকারেন্সি কোম্পানির তার প্রিয় ক্লাবের মালিক হওয়া নিয়ে চিন্তিত নন৷

ইংল্যান্ডের চতুর্থ বিভাগের ফুটবল দল ‘ক্রলি টাউন এফসি' কিনেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিপ্টোকারেন্সি গ্রুপ ওয়েগমি ইউনাইটেড৷ কোনও ক্রিপ্টোকারেন্সি কোম্পানির ফুটবল ক্লাব কেনার ঘটনা এটিই প্রথম৷

লন্ডনের ৪৫ কিলোমিটার দক্ষিণ অবস্থিত ক্রলি শহরের জনসংখ্যা প্রায় এক লাখ৷ ক্রলি টাউনের স্টেডিয়ামের ধারণক্ষমতা মাত্র ছয় হাজার৷ তবে ম্যাচের দিন মাঠে গড়ে মাত্র দুই হাজার দর্শক উপস্থিত থাকেন৷

এমন একটি ক্লাব কেন কিনলো ওয়েগমি ইউনাইটেড? তাদের লক্ষ্য কী?

ক্রলি টাউন কেনার আগে চতুর্থ বিভাগেরই আরও একটি দল ব্র্যাডফোর্ড সিটি কিনতে চেয়েছিল ওয়েগমি৷ ক্রলির চেয়ে ব্র্যাডফোর্ডের অতীত সাফল্যের ইতিহাস বেশি সমৃদ্ধ৷ কিন্তু সমর্থকদের সমর্থন না পাওয়ায় শেষ পর্যন্ত ব্র্যাডফোর্ড কিনতে পারেনি ওয়েগমি৷ ভবিষ্যতে ক্লাব পরিচালনায় এনএফটির (নন-ফাঞ্জেবল টোকেন) ভূমিকা নিয়ে উদ্বিগ্ন ছিলেন ব্র্যাডফোর্ডের সমর্থকরা৷ এনএফটি হচ্ছে এক ধরনের ডিজিটাল সম্পদ যেটা পরিবর্তন করা যায় না৷ বিশ্বের অনেক ফুটবল ক্লাব ইতিমধ্যে এনএফটি বিক্রি শুরু করেছে৷ ফিফা ও উয়েফাও ক্রিপ্টোকারেন্সি কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছে৷

এনএফটি বিক্রি করার জন্য একটি ক্লাবের ভালো পরিচিতি, ইতিহাস, সফলতার গল্প ইত্যাদি থাকতে হয়৷ কিন্তু ক্রলি ক্লাবের সেটা নেই৷ শহর হিসেবেও ক্রলির নাম বিশ্বে পরিচিত নয়৷ রক ব্যান্ড দ্য কিওরের প্রতিষ্ঠাতা শহর এবং ইংল্যান্ড দলের কোচ গ্যারেথ সাউথগেট ক্রলির স্কুলে পড়েছেন- এর বাইরে বলার মতো ক্রলির আর কোনো পরিচিতি নেই৷ ফুটবল ক্লাবটির সমর্থকরাও ঐ শহরে থাকেন৷ অর্থাৎ ক্রলি শহরের বাইরে ফুটবল ক্লাবটি কোনো সমর্থক নেই৷ তাহলে কার কাছে এনএফটি বেচবে ওয়েগমি?

সম্প্রতি ইউটিউবে ওয়েগমি কর্মকর্তা প্রেস্টন জনসন ক্রলির সমর্থকদের কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন৷ সেই সময় তিনি বলেন, ‘আমি জানি ক্রিপ্টো শব্দটি আতঙ্কের৷ এনএফটি সম্পর্কেও মানুষ খুব বেশি কিছু জানে না৷' তবে ক্লাব পরিচালনায় দারুণ কিছু পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন তিনি৷

দুই মরশুম পর ক্রলিকে তৃতীয় বিভাগে ওঠানোর অঙ্গীকার করেছে ওয়েগমি৷ সেটা সম্ভব না হলে শীর্ষ নেতৃত্বে নির্বাচন দেয়ারও অঙ্গীকার করা হয়েছে৷

ওয়েগমির আরেক কর্মকর্তা এবেন স্মিথ জানান, তারা ‘কোনও ক্রিপ্টোকারেন্সি গ্রুপের কেনা প্রথম ফুটবল ক্লাব ক্রলি' এই বিষয়টি প্রচার করে বিশ্বব্যাপী ক্রিপ্টো ও এনএফটিপ্রেমীদের কাছে এনএফটি বিক্রির চেষ্টা করবে৷ ‘‘ক্রলি ক্লাবের বর্তমান সমর্থকদের কাছে এনএফটি বিক্রির বিষয়টি বাস্তবসম্মত নয়, এটা আমরা জানি৷ তাই আমরা এনএফটি পছন্দ করে এমন ব্যক্তিদের কাছে ক্রলি ক্লাবকে নিয়ে যাব,' বলেন স্মিথ৷

ক্রলি ক্লাবের সমর্থকদের নেতা স্টিভ লিক ব্র্যাডফোর্ডের সমর্থকদের মতো একটি ক্রিপ্টোকারেন্সি কোম্পানির তার প্রিয় ক্লাবের মালিক হওয়া নিয়ে চিন্তিত নন৷ তার কাছে বিষয়টি অন্য যে-কোনো মালিকের মতোই একটি ব্যাপার৷ ৬৬ বছর ধরে ক্রলির সমর্থক স্টিভ লিক৷ এই দীর্ঘ সময়ে তিনি ক্লাবের অনেক মালিক দেখেছেন৷

ইংল্যান্ডের নীচের লিগগুলোতে ধনকুবদের ক্লাব কিনে অনেক ভালো কিছু করার অঙ্গীকার করা এবং পরে ব্যর্থ হয়ে ছেড়ে যাওয়ার অনেক উদাহরণ আছে৷

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

দলীপে নেই, বিলাতে ঝড় চাহালের, কাউন্টিতে ৫ উইকেট নিয়ে ঢাকলেন পৃথ্বীর ব্যর্থতা স্বাস্থ্যভবন অভিযানে 'ব্রেন' হাতে জুনিয়ার ডাক্তাররা! কী কী ঘটল? এবার আসছে নয়া কর সিস্টেম, এলাকাভিত্তিক সম্পত্তি কর পুরসভায়, কবে থেকে চালু? মমতার উৎসবে ফেরার বার্তায় ‘না’, স্বস্তিকা-কিঞ্জলদের ছবি বয়কটের ডাক ছাত্রনেত্রীর বিধানসভার পিটিশন কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা, কৃষ্ণ কল্যাণী সরলেন কেন? ‘দেবাংশু, আমার প্রিয় আইসক্রিম’, তৃণমূল নেতাকে চরম ট্রোল করলেন CPIM-র শতরূপ! INDI জোট নাকি INDIA জোট… কোনটা ঠিক? US-এ রাহুল উত্তর দিতেই মশকরার মুডে বিজেপি কাশ্মীরে কী যে ভয় লাগছিল!মন্ত্রী থাকার সময়ের অভিজ্ঞতা জানিয়েই দিলেন কংগ্রেস নেতা নাইট তারকার হাতে বাগডোর, বুধবার ইংল্যান্ডের হয়ে T20 অভিষেক হচ্ছে তিন ক্রিকেটারের ‘‌টালা থানায় তিনজন এফআইআর‌ দেখতে এসেছিল’‌, আরজি কর কাণ্ডে নির্যাতিতার বন্ধুরদাবি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.