কয়েক মাস আগেই ইউরো কাপে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই তারকা স্ট্রাইকার এবারের ইউরো কাপের একটি ম্যাচেও গোলের দেখা পাননি, মিস করেছিলেন পেনাল্টিও। সময়টা ভালো যাচ্ছিল না তাঁর। ফ্রান্সের বিপক্ষে জোয়াও ফেলিক্স টাইব্রেকার মিস করতেই ইউরোর শেষ ম্যাচ খেলে ফেলেন রোনাল্ডো, পেপেরা। এরপর পর্তুগিজ ডিফেন্ডার তথা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দীর্ঘদিনের সতীর্থ পেপে ফুটবল থেকে অবসর ঘোষণা করেন। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে নিজের ফিটনেস ধরে রাখতে পারছিলেন না পেপে, এরপরই প্রশ্ন উঠতে থাকে তাহলে কি রোনাল্ডো হঠাৎ করেই ফুটবল থেকে সরে দাঁড়াতে পারেন? এই প্রশ্নেরই এবার সরাসরি উত্তর দিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজেই।
আরও পড়ুন-‘কেউ দেখতে পাচ্ছে না,তবে পরিবর্তন হচ্ছে…’বললেন পিসিবি চেয়ারম্যান,পাল্টা খোঁচা আফ্রিদির!
মাত্র কয়েকদিন আগের ঘটনা। গোটা বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউটিউবে অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গেই দ্রুততম ১ কোটি সাবস্ক্রাইবার পেয়ে যান সিআরসেভেন। প্রতি মিনিটে মিনিটে হাজারে হাজারে সমর্থক সাবস্ক্রাইব করতে থাকেন সিআরসেভেনের অ্যাকাউন্ট। ইউরোপিয়ান ফুটবল থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে থাকলেও তাতে তাঁর টিআরপিতে যে ছিটে ফোটাও প্রভাব পড়েনি, সেটা বোঝা গেছিল সেদিনই। এরই মধ্যে অবসর নিয়ে রোনাল্ডো ভাঙলেন নিরবতা।
বিশ্বফুটবলের এক জনপ্রীয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো দাবি করেছেন রোনাল্ডো নিজের বর্তমান ক্লাবের হয়েই অবসর নেওয়ার কথা জানিয়েছেন। কদিন আগেই প্রাক্তন ফুটবলার লুইস সাহা দাবি করেছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে আরেকবার ফিরতে পারেন রোনাল্ডো। সেটা কোচের পদে হোক বা ম্যানেজার হিসেবে। কারণ দ্বিতীয় ইনিংসটা ম্যান ইউতে ভালো হয়নি সেই ক্লাবের সর্বকালের অন্যতম সেরা তারকার। এরই মধ্যে রোনাল্ডো অবশ্য সেই জল্পনা উড়িয়ে দিলেন।
সাংবাদির ফ্যাব্রিজিও রোমানোর দাবি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলেছেন, ‘আমি জানিনা আর কত বছর খেলব, হয়ত দুবছর বা তিন বছর। কিন্তু আশা করছি আমি বর্তমান ক্লাব আল নাসের থেকেই অবসর নেব। আমি এই ক্লাবে বেশ ভালো আছি, আর এই দেশও আমার খুব প্রিয়। আমি সৌদি আরবে খেলতে পেরে খুব খুশি, আর আমি এখানেই খেলা চালিয়ে যেতে চাই ’। রবার্তো মার্টিনেজ পর্তুগাল দলে কোচ হিসেবে যোগ দেওয়ার পর রোনাল্ডোর ওপর পূর্ণ আস্থাই রেখেছেন। সিআরসেভেন নিজেও হয়ত চাইছেন, ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলেই বুট জোড়া তুলে রাখতে, মনে করছে ফুটবলমহল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।