ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মানেই নিত্য নতুন রেকর্ড। যখনই তিনি ফুটবলে পা দেন,তখনই রচিত হয় নতুন নতুন ইতিহাস। পর্তুগালের হয়ে জাতীয় দলে তাঁর পারফরমেন্স আর আগের মতো হচ্ছে না। ইউরো কাপের যোগ্যতা অর্জনপর্বে পর্তুগালের সর্বোচ্চ গোলের মালিকের নাম ছিল রোনাল্ডো, কিন্তু জার্মানিতে আয়োজিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে একটি ম্যাচেও গোল পাননি সিআরসেভেন। তাঁর দল ফ্রান্সের কাছে হেরে নকআউট রাউন্ড থেকে ছিটকে যায়, এটাই রোনাল্ডোর শেষ ইউরো কাপ ছিল। অবশ্য দলের হারের সঙ্গে রোনাল্ডোর ব্যক্তিগত করিষমা বা ফ্যান বেসে কোনও আঘাতই পড়েনি সেটা বোঝা গেল তাঁর ইউটিউব অ্যাকাউন্ট প্রকাশ হতেই। লাফিয়ে লাফিয়ে মিনিটে মিনিটে বাড়ল সাবস্ক্রাইবার সংখ্যা, যা গোটা বিশ্বের ডিজিটাল মিডিয়ায় নতুন রেকর্ডও বটে।
আরও পড়ুন-ভারতের বিপক্ষে ৫-০ করব! বর্ডার গাভাসকর ট্রফির আগে হুঙ্কার মিচেল স্টার্কের!
নিজের পরিবারকে উপহার দেওয়ার জন্যই সিআরসেভেন ইউটিউবে একটি অ্যাকাউন্ট খোলেন, (ইউটিউব চ্যানেল)। সেই চ্যানেলের নাম দেন 'UR Cristiano'। অর্থাৎ তোমাদের ক্রিশ্চিয়ানো। সেই চ্যানেল প্রকাশ্যে আসতেই একদিনের মধ্যে সাবস্ক্রাইবার সংখ্যা পৌঁছে গেল ১কোটিতে, যার জেরে অতীতের সব রেকর্ড ভেঙে তছনছ হয়ে গেছে। অবশ্য এটা আগেই আশা করা গেছিল, সেই জন্য এতদিন জল্পনা ছিল রোনাল্ডোকে নাকি ইউটিউবে অ্যাকাউন্ট খুলতে দেওয়া হত না।
৩৯ বছর বয়সি রোনাল্ডো ফুটবল মাঠের পাশাপাশি এবার ডিজিটাল মিডিয়াতেও নয়া নজির গড়ে ফেললেন। তিনি বিশ্বের প্রথম ইউটিউব চ্যানেল হোল্ডার যিনি দ্রুততম ১ কোটি সাবস্ক্রাইবার পেলেন। মাত্র ১ দিনের মধ্যেই তাঁকে ফলো করলেন ১০ মিলিয়ন মানুষ, এতটাই জলওয়া তাঁর। অগাস্টের ২১ তারিখ নিজের এই অ্যাকাউন্ট উন্মোচন করেন একটি ট্রেলার এবং নিজের স্ত্রীর সঙ্গে কয়েকটি কুইজ প্রশ্নের ভিডিয়ো দিয়ে, আর তাতেই নজির গড়ে ফেললেন পর্তুগিজ সুপারস্টার। মাত্র ৯০ মিনিটের মধ্যেই তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা পেরিয়ে যায় ১০ লক্ষ। ৬ ঘন্টার মধ্যে সেই সংখ্যা পৌঁছায় ৬ মিলিয়ন অর্থাৎ প্রায় ৬০ লক্ষতে। আর দিনের শেষে সেটাই ১ কোটি পেরিয়ে যায়। এর আগে হ্যামস্টার কমব্যাটের রেকর্ড ছিল ৭ দিনে ১ কোটি সাবস্ক্রাইবারের, সেটাই ভাঙলেন সিআরসেভেন।
আরও পড়ুন-DC ছেড়ে ধোনির পরিবর্তে CSK-তে ঋষভ? পন্তের পোস্টে ব্যাপক জল্পনা…
নিজের এক্স হ্যান্ডেলে ইউটিউবের লিঙ্ক দিয়ে রোনাল্ডো একটি ভিডিয়ো পোস্ট করে লেখেন, ‘আমার পরিবারের জন্য একটা উপহার। অনেক ধন্যবাদ সকল সিউস্ক্রাইবারদের (সিউ সেলিব্রেশনের সঙ্গে সাবস্ক্রাইবার শব্দ মিলিয়ে) ’।
পাঁচবারের ব্যালন ডি অরজয়ী রোনাল্ডো বর্তমানে খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। কদিন আগেই সৌদি সুপার কাপে হেরে অঙ্গভঙ্গি করে বিতর্কে জড়িয়েছিলেন, এবার সেই তিনিই মাঠের বাইরে বিরল নজির গড়ে ফেললেন। যা দেখে আরও একবার বোঝা গেল, বিশ্বকাপ ট্রফি না জিতলেও গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের মন তাঁর দখলেই রয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।