বয়স যে শুধু তাঁর কাছে একটা সংখ্যা মাত্র তা অনেক আগেই প্রমাণ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার ৩৯ পেরিয়ে ৪০-এ পা দিয়ে সেই একই রকম আত্মবিশ্বাস ধরা পড়ল তাঁর কথায়। এই পর্তুগিজ তারকা ফুটবলার মনে করেন ইতিহাসের সেরা ফুটবলার তিনিই। ফুটবলে তাঁর পরিসংখ্যান নিয়ে কোনও কথা হবে না। ৯০০ গোল করে এবার তাঁর লক্ষ্য ১০০০ গোল করা। এই বয়সে এসে এরকম পারফরম্যান্স করাটা কিন্তু নেহাত মুখের কথা নয়। তাও আবার সৌদি আরবের মতো দেশে। বর্তমানে আল নাসেরের হয়ে খেলছেন এই তারকা স্ট্রাইকার। ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি ভঙ্গ করে সৌদির ক্লাব আল নাসেরে যোগ দিয়েছিলেন তিনি। ক্রমাগত গোল করে গেলেও এখনও এই দলের হয়ে মেজর কোনও ট্রফি জিততে পারেননি তিনি। এবছর সেই আকাঙ্খায় পূরণ করা লক্ষ্য তাঁর।
২০২৫-এর গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডো পর্যন্ত এই তারকা পর্তুগিজ ফুটবলারের সঙ্গে চুক্তি রয়েছে আল নাসেরের। তবে তার মেয়াদ বাড়বে বলেই শোনা যাচ্ছে। এরই মাঝে ৫ বারের ব্যালন ডি’অর জয়ী রোনাল্ডো এক স্প্যানিশ টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘আমার মনে হয়, আমার চেয়ে ভালো কাউকে দেখিনি। আমি ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়। ফুটবল ইতিহাসে আমি আমার চেয়ে ভালো কাউকে দেখিনি। আমি এটা আমার হৃদয় থেকে সত্য বলছি।’
যদিও তিনি স্বীকার করেছেন যে কেউ কেউ লিওনেল মেসি বা পেলে এবং দিয়েগো মারাদোনার মতো অতীতের কিংবদন্তিদের পছন্দ করে থাকেন। তবে তাঁর আল-রাউন্ডার ক্ষমতা বাকি খেলোয়াড়দের থেকে তাঁকে আলাদা করে বলে মনে করেন রোনাল্ডো। তিনি বলেছেন, ‘আমি মনে করি আমিই এখনও পর্যন্ত সবচেয়ে সম্পূর্ণ খেলোয়াড়। আমি ফুটবলে সবকিছু করি। আমি আমার মাথা দিয়ে ভালো হেড করি, আমি ভালো ফ্রি কিক নিই, আমি বাম এবং ডান পায়ে সমান দক্ষ। লোকেরা মেসি, মারাদোনা বা পেলেকে পছন্দ করতে পারে এবং আমি এটিকে সম্মান করি, কিন্তু আমি সবচেয়ে কমপ্লিট ফুটবলার।’
যদিও তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই বিশ্ব ফুটবলে শোরগোল পড়ে গিয়েছে। দ্বিমত রয়েছে অনেকের। মেসির একদা সতীর্থ এবং বর্তমানে তাঁর ইন্টার মিয়ামি দলের কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, ‘আমার রোনাল্ডোর প্রতি শ্রদ্ধা রয়েছে। আমি তাঁর মন্তব্যের বিশ্লেষণ করব না। সেটা তাঁর চিন্তা ভাবনা। সবার আলাদা আলাদা মত থাকতেই পারে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।