বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ভালো ছন্দে ছিলেন না,ফের মেজাজও হারান রোনাল্ডো, তবে বড় জয় পেয়ে সেমিতে আল নাসের

ভালো ছন্দে ছিলেন না,ফের মেজাজও হারান রোনাল্ডো, তবে বড় জয় পেয়ে সেমিতে আল নাসের

ফের মেজাজ হারালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

আগের ম্যাচে আল ইত্তিহাদের কাছে হারের পর ‘মেসি, মেসি’ নামে বিপক্ষ দলের সমর্থকেরা চিৎকার করায় রেগে গিয়েছিলেন রোনাল্ডো। এ বার অবশ্য তাঁর দল জিতলেও, তিনি ক্ষিপ্ত হন রেফারির উপর। পাশাপাশি ম্যাচের মাঝপথে তাঁকে তুলে নেওয়াতেও রেগে যান সিআরসেভেন।

রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকেই সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তন করার পরেও তাঁর খুব একটা মধুর সময়ে কাটেনি। বিশ্বকাপে পর্তুগাল কোচের সঙ্গে ঝামেলা। এ বার সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েও ভালো সময় ফেরেনি তাঁর। বারবার ম্যাচে মেজাজ হারাচ্ছেন তিনি। নিজের চেনা ছন্দে না থাকাটাই সম্ভবত এর আসল কারণ।

আগের ম্যাচে আল ইত্তিহাদের কাছে হারের পর ‘মেসি, মেসি’ নামে বিপক্ষ দলের সমর্থকেরা চিৎকার করায় রেগে গিয়েছিলেন রোনাল্ডো। এ বার অবশ্য তাঁর দল জিতলেও, তিনি ক্ষিপ্ত হন রেফারির উপর। পাশাপাশি ম্যাচের মাঝপথে তাঁকে তুলে নেওয়াতেও রেগে যান সিআরসেভেন।

আরও পড়ুন: UEFA Champions League: লিপজিগকে ৭ গোল সিটির, একাই পাঁচ গোল করে ইতিহাস হালান্ডের

মঙ্গলবার রাতে কিংস কাপ অফ চ্যাম্পিয়ন্সে আভার মুখোমুখি হয়েছিল আল নাসের। আর সেই ম্য়াচে আভাকে ৩-১ হারিয়ে সেমিফাইনালে ওঠে তারা। গোটা ম্যাচেই দাপট দেখিয়েছে আল নাসের। ম্যাচের ১০ সেকেন্ডেই গোল করে এগিয়ে যায় রোনাল্ডোর টিম। ২০ এবং ৪৯ মিনিটে আরও দু'টি গোল করে তারা।

আরও পড়ুন: 2026 FIFA WC হবে ৪৮ দলে, ম্যাচ বেড়ে হচ্ছে ১০৪টি, টুর্নামেন্ট চলবে ৪০ দিন ধরে

তবে অধিনায়ক রোনাল্ডো নিজে মোটেও চেনা ছন্দে ছিলেন না। তিনি একেবারেই ভালো খেলতে পারেননি। বোঝাই যাচ্ছে, অবসরের সময় এগিয়ে এসেছে রোনাল্ডোর। মাঝে মাঝে ব্যক্তিগত নৈপুণ্যের ঝলক দেখা গেলেও, বেশির ভাগ সময়েই তিনি ছিলেন নিষ্প্রভ। যার ফলে মেজাজ হারিয়ে বার বার রেফারির সঙ্গে তর্ক করতে থাকেন তিনি। রেফারি বিরতির বাঁশি বাজানোর পরে হঠাৎই হতাশায় বলে লাথি মারেন রোনাল্ডো।

এর পর আবার ম্যাচের তিন মিনিট আগে তাঁকে তুলে নেন কোচ রুডি গার্সিয়া। সেটাও মেনে নিতে পারেননি রোনাল্ডো। হতাশায় মাথা নাড়তে নাড়তে তিনি ডাগআউটে বসে পড়েন। রোনাল্ডোর এ হেন আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে চলেছে।

বন্ধ করুন