এক কোচের কথায় স্পষ্ট হয়ে গেল যে, জুভেন্তাস ছাড়ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আরেক কোচের কথায় জটিলতা তৈরি হল সিআর সেভেন কোন ক্লাবে যোগ দিচ্ছেন, তা নিয়ে। শুক্রবার পর্তুগিজ তারকাকে নিয়ে এমন ভিন্ন ছবির সাক্ষী থাকল ফুটবল বিশ্ব।
জল্পনায় জল ঢেলে জুভেন্তাস কোচ আলেগ্রি স্পষ্ট জানিয়ে দেন যে, রোনাল্ডো ক্লাব ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন তাঁদের। সেকারণেই এম্পোলির বিরুদ্ধে সিরি-এ'র দ্বিতীয় ম্যাচে মাঠে নামানো হবে না তাঁকে।
অন্যদিকে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ ওলে গানার সোল্কজায়ের জানান যে, রোনাল্ডো যদি নিতান্তই জুভেন্তাস ছাড়ার সিদ্ধান্ত নেন, তবে তিনি জানেন ইউনাইটেডের দরজা খোলা রয়েছে তাঁর জন্য।
রোনাল্ডো প্রসঙ্গে শুক্রবার আলেগ্রি সাংবাদিকদের বলেন, ‘গতকালই রোনাল্ডো আমাকে জানিয়েছে, জুভেন্তাসে থাকার কোনও পরিকল্পনা নেই তাঁর।’ অন্যদিকে ওলে গানার রোনাল্ডো প্রসঙ্গে বলেন, ‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? আমাদের যোগাযোগ সবসময়ই ভালো। ব্রুনোর সঙ্গেও ওর কথা হয়। ও জানে ওর সম্পর্কে আমাদের অনুভূতি কেমন। যদি কখনও জুভেন্তাস থেকে সরে যাওয়ার কথা ভাবে, তবে ও জানে আমরা এখানে রয়েছি।’
রোনাল্ডোর জুভেন্তাস ছেড়ে ম্যাঞ্চেস্টার সিটিতে যোগ দেওয়ার সম্ভবনার কথা বেশ কয়েকদিন ধরেই ঘোরাফেরা করছে ফুটবলমহলে। পর্তুগিজ সাংবাদিক গনসালো লোপেজ সোশ্যাল মিডিয়ায় জানান, সিটির সঙ্গে রোনাল্ডোর চুক্তি সম্পন্ন হয়েছে। তবে শুক্রবার জল্পনা নতুন মাত্রা পায়। সিটির বদলে রোনাল্ডো ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরতে চলেছেন বলে খবর ছড়িয়ে পড়ে।
এদিকে, রোনাল্ডোকে যখন তুরিন বিমানবন্দরে প্রাইভেট বিমানে চড়তে দেখা যায়, ঠিক তখনই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ ওলে গানারের সাংবাদিক সম্মেলন করার সূচি প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায়। সব মিলিয়ে রোনাল্ডোর দল ছাড়ার ছবিটা স্পষ্ট হয়ে গেলেও নতুন দল নিয়ে রহস্য আরও জটিল হচ্ছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।