বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > চোখে দেখতে পান না, কিন্তু রোনাল্ডোকে ভালোবাসেন, জানতে পেরে বিশেষ ভক্তের আবদার মেটালেন CR7-ভাইরাল ভিডিয়ো

চোখে দেখতে পান না, কিন্তু রোনাল্ডোকে ভালোবাসেন, জানতে পেরে বিশেষ ভক্তের আবদার মেটালেন CR7-ভাইরাল ভিডিয়ো

বিশেষ ভক্তের সঙ্গে রোনাল্ডো। ছবি- টুইটার

হ্যাটট্রিক করে বিশেষ কিশোরী ভক্তের আবদার মেটালেন রোনাল্ডো। দিলেন অটোগ্রাফও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো।

বিতর্ক কখনও পিছু ছাড়ে না তাঁকে। বল পায়ে মাঠে নামলেই বিতর্ক জড়ান তিনি। তা সে মাথা গরম করে হোক কিংবা বিপক্ষ দলের ফুটবলারকে গালি-গালাজ করে। বিতর্কের তালিকায় প্রথমের দিকেই থাকেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার সেই রোনাল্ডোর অন্য ছবি ধরা পড়ল। যা দেখে আবেগাপ্লুত গোটা ফুটবল বিশ্ব। মাঠে যতোই বিতর্ক হোক না কেন ভক্তদের সঙ্গে তাঁর সম্পর্ক খুব ভালো। এবার বিশেষ ভক্তকে জড়িয়ে ধরলেন সিআর সেভেন।

সৌদি প্রো লিগে আল ফাতের বিরুদ্ধে ৫-০ গোলে জেতে আল নাসের। হ্যাটট্রিক করেন রোনাল্ডো। সেই ম্যাচে হ্যাটট্রিক করে রেকর্ডও গড়েছেন তিনি। তাঁর রেকর্ডের সম্ভার নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তবে সেই ম্যাচের পর এক অন্য ছবি দেখল গোটা বিশ্ব। স্বাভাবিক ভাবেই ম্যাচের পর বেশ আনন্দেই ছিলেন সিআর সেভেন। ম্যাচ শেষে তাঁর প্রিয় ফুটবলারের অপেক্ষা করছিলেন এক কিশোরী। যিনি চোখে দেখতে পারেন না। রোনাল্ডোকে স্পর্শ করতে মরিয়া হয়ে ছিলেন তিনি। স্টেডিয়াম ছাড়ার আগেই রোনাল্ডোর কানে সেই কিশোরীর অপেক্ষার খবর পৌঁছে যায়। তা শুনে আর না করেননি রোনাল্ডো। বলা ভালো হ্যাটট্রিক এবং ম্যাচ জয়ের আনন্দ ভাগ করে নিলেন তিনি।

সেই কিশোরীর কাছে যান কিংবদন্তি ফুটবলার। প্রিয় ফুটবলারকে কাছে পেয়ে রোনাল্ডোকে জড়িয়ে ধরেন তিনি। সেই মুহূর্তের ভিডিয়ো তুলতে ভুল করেননি আশে-পাশে থাকা ভক্তরা। আর সেই মুহূর্তের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়ে গিয়েছে। রোনাল্ডোর মানবিক রূপ ফের প্রশংসিত হতে শুরু করেছে। এমনকী আল ফাতেহ ম্যাচের সময় গ্যালারিতেই ছিলেন ওই কিশোরী। সারাক্ষণ রোনাল্ডোর টিমকে তাতিয়েছেন। রোনাল্ডো ম্যাচের পর তাঁকে আলাদা করে ডেকে নিয়েছিলেন। জড়িয়ে ধরে ছবিও তুলেছেন। আপ্লুত কিশোরী রোনাল্ডোকে বলেছেন, ‘আমি তোমার সবচেয়ে বড় ভক্ত।’

কিশোরী ভক্তকে জড়িয়ে ধরে রোনাল্ডো বলেছেন, ‘তোমার জন্যই ভাগ্যের সাহায্য পেয়েছিলাম আজ।’ মেয়েটিকে দেখে গাড়ি থেকে নেমে এসেছিলেন রোনাল্ডো। শুধু জড়িয়ে ধরা নয়, তাঁকে টি-শার্টও উপহার দিয়েছেন রোনাল্ডো। যা পেয়ে ওই কিশোরী অভিভূত। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে। এই প্রথমবার বিশেষ ভক্তের আবদার মিটিয়েছেন রোনাল্ডো, এমনটা একেবারেই নয়। এর আগেও ভক্তের আবদার মিটিয়েছেন। রোনাল্ডোর পাশাপাশি লিওনেল মেসিকেও বিশেষ ভক্তদের সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বিনীত গোয়েলকে কী শাস্তি দেওয়া যায়? মোদীর মন্ত্রকের কাছে জানতে চাইল হাইকোর্ট জয়সূর্যের সঙ্গে লঙ্কা বোর্ডের নতুন চুক্তি! তারকার হাতেই দলের কোচিং দায়িত্ব ধর্ষণকে ‘বিচ্ছিন্ন’ ঘটনা বলে বিতর্কে, পুজো উদ্বোধনে গিয়ে সৌরভ বললেন, ‘এই শেষ…’ 'টেক্কায় আইটেম সং আছে?' প্রশ্ন শুনেই হেসে খুন দেব! কেন বললেন, ‘ভুল জায়গায়…’ সিজন চেঞ্চের সর্দি-কাশির মুশকিল আসান শিউলি, মেকআপেও হয় ব্যবহৃত! পুজোয় ৬ দিন বাণিজ্য বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে, আলু পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা চুপি চুপি বিয়ে সারলেন 'আলোর কোলে'র 'আলো' অভিনেত্রী স্বীকৃতি মজুমদার, পাত্র কে? করণের বিরুদ্ধে অভিযোগ এনেই সাফাই ভাসান বালার! বললেন, ‘গাঙ্গুবাইয়ের পর থেকে…’ এবার পুজোয় অষ্টমীর তারিখ নিয়ে আছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ ও শুভ সময় হাসপাতালে রতন টাটা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কারণ জানালেন নিজেই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.