ইউরো কাপের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে কোনওমতে জিতেছে পর্তুগাল। টাইব্রেকারে গিয়ে পর্তুগিজ গোলরক্ষক দিয়োগো কোস্তার অবিশ্বাস্য পারফরমেন্সের সৌজন্য দল কোয়ার্টার ফাইনালে উঠেছে। রোনাল্ডো পেনাল্টি মিস করার পর মনে হচ্ছিল দিনটা হয়ত পর্তুগালের নয়। এটাই হয়ত শেষবার ইউরোর মঞ্চে দেখতে পাওয়া গেল রোনাল্ডো এবং পেপের। বিশ্বকাপের মঞ্চে মরক্কোর বিপক্ষে হেরে মোটেই আনন্দের বিদায় হয়নি রোনাল্ডোর। সেই ম্যাচে রিজার্ভ বেঞ্চেই অধিকাংশ সময় কাটিয়েছিলেন সিআরসেভেন। ইউরোতে অবশ্য প্রতি ম্যাচে শুরু করেও দলের হয়ে এখনও পর্যন্ত একটিও গোল পাননি রোনাল্ডো, যা বিরল।এরই মধ্যে পর্তুগালের গোলের তলায় হিরো হয়ে উঠলেন দিয়েগো কোস্তা। যদিও পেনাল্টি মিসের পর নিজের ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা দিয়েছেন সিআরভেসেন।
আরও পড়ুন-লিগের উদ্বোধনে নেই মোহনবাগানের পতাকা,রেগে ফায়ার বাগান সচিব! সাফাই দিয়ে দায় ঝাড়ল আইএফএ
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ম্যাচের এক্সট্রা টাইমে পেনাল্টি মারতে যান পর্তুগালের হয়ে। সকলেই ধরে নিয়েছিলেন এর আগে ম্যাচে তিনটি ফ্রি কিক মারা রোনাল্ডো হয়ত পেনাল্টি থেকে দলকে কাঙ্খিত গোল এনে দিতে পারবেন কিন্তু তিনি ব্যর্থ হয়। এক্ষেত্রে স্লোভেনিয়ার গোলরক্ষক ওবলাক অসাধারণ দক্ষতায় বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে রোনাল্ডোর শট বাঁচিয়ে দিয়েছিলেন। এরপরই মাঠে কান্নায় ফেটে পড়েন রোনাল্ডো। সতীর্থ থেকে কোচ, সকলেই তাঁকে শান্তনা দিতে থাকেন। গোটা ম্যাচে সেভাবে গোলের কাছেই পৌঁছাতে পারছিলেন না রোনাল্ডো, বোঝা যাচ্ছিল গোলের সামনে কিঞ্চিত হলেও ক্ষিপ্রতা কমেছে। এরই মধ্যে পর্তুগিজ তারকা জানিয়ে দিলেন এবারই ইউরো কাপের শেষবার খেলতে নামলেন তিনি।
আরও পড়ুন-জিতিয়েছেন আইএসএল শিল্ড! তবু মোহনবাগানের বাতিলের তালিকায় বুড়ো কাউকো, হেক্টর
রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচের আগে পর্যন্ত রোনাল্ডোর মুখে কখনও অবসর প্রসঙ্গে তেমন কোনও কথা শোনা যায়নি। কিন্তু ম্যাচের পরই সিআরসেভেন পরিস্কার করে দেন এই ইউরো তাঁর শেষ। অবশ্য ইউরো কাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকেই অবসর নেবেন নাকি এটাই তাঁর শেষ ইউরো, কোন অর্থ তিনি বোঝাতে চেয়েছেন সেটা তিনি নিজেই জানেন। উল্লেখ্য পরের রাউন্ডে ইউরোতে রোনাল্ডোর দলের প্রতিপক্ষ ফ্রান্স, যারা বেজায় শক্তিশালী। সেই ম্যাচে জিততে পর্তুগালকে বেশ বেগ পেতে হবে তা বলাই বাহুল্য। স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচে অবশ্য কয়েকজন সমর্থকের হাতে দেখা যায়, রোনাল্ডোর খারাপ পারফরমেন্সের সমালোচনা করা পোস্টার। টাইব্রেকারে অবশ্য দলের হয়ে প্রথম গোল করার পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নেন রোনাল্ডো।
আরও পড়ুন-জল্পনার অবসান! মোহনবাগান নয়, মুম্বইতেই আরও তিন বছর থাকছেন ছাংতে...
অবসরের প্রসঙ্গে আল নাসেরের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলেন, ‘এটাই আমার শেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা, যদিও সেটা নিয়ে আমি আবেগতাড়িত নই। তবে আমি আবেগতাড়িত হই ফুটবলকে নিয়ে, এই খেলা আমায় অনেক কিছু দিয়েছে। তাই সমর্থকদের জন্য , আমার পরিবারের জন্য আমি আবেগপ্রবণ হয়ে পড়ি। মানুষকে আনন্দ দেওয়াই আমার প্রধান লক্ষ্য, এটাই আমায় উদ্বুদ্ধ করে। পরের ম্যাচে শক্তিশালী ফ্রান্স রয়েছে, যারা এবারের চ্যাম্পিয়নের দাবিদার। আমরা আমাদের সেরাটা দেব, কঠিন লড়াই হবে। আমি এই জার্সির জন্য নিজেকে উজার করে দেব। আমি পেনাল্টি মিস করেছিলাম, কিন্তু আমি চেয়েছিলাম প্রথম শট নিতে। কারণ এই পরিস্থিতিতে ভয় পেলে হবে না, দায়িত্ব নিতে হয় ' ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।