বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল আর সৌদি আরবে থাকতে চাইছেন না রোনাল্ডো। তিনি নাকি ফিরতে চাইছেন ইউরোপের কোনও ক্লাবে। তবে আপাতত সেই সব জল্পনা উড়িয়ে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজেই। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে দল পরিবর্তন করতে দেখা যাবে না তাঁকে। এখন রোনাল্ডোর লক্ষ্য আল নাসেরের হয়ে AFC চ্যাম্পিয়ন্স লিগ জেতা। ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি ভঙ্গ করে সৌদির ক্লাব আল নাসেরে যোগ দিয়েছিলেন তিনি। তারপর থেকেই সেখানেই খেলে চলেছেন রোনাল্ডো। তবে এখনও এই দলের হয়ে মেজর কোনও ট্রফি জিততে পারেননি তিনি। এবছর সেই আকাঙ্খায় পূরণ করা লক্ষ্য তাঁর। ২০২৫-এর গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডো পর্যন্ত এই তারকা পর্তুগিজ ফুটবলারের সঙ্গে চুক্তি রয়েছে আল নাসেরের।
জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে দল পরিবর্তন নয় রোনাল্ডোর:
সৌদি প্রো লিগের অফিশিয়াল মিডিয়া চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় রোনাল্ডো বলেন, ‘আমি খুশি, আমার পরিবার খুশি। আমরা এই সুন্দর দেশে একটা নতুন জীবন শুরু করেছি। ফুটবল, জীবন - সব কিছু ভালো চলছে। আমি এখনও এখানেই থাকছি, আমাদের অনেক উন্নতির প্রয়োজন রয়েছে।’ তিনি আরও যোগ করেন, ‘আল ইতিহাদ, আল হিলালের মতো দলগুলির সঙ্গে লড়াই খুবই কঠিন, তবে আমরা নিজেদের সেরাটা দিয়ে লড়াই করতে চাই। ফুটবলে খারাপ এবং ভালো- দুটো মুহূর্তই থাকে। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুতূপূর্ণ বিষয় হল পেশাদারিত্ব, নিজেকে আরও বেশি করে মেলে ধরা, ক্লাব এবং চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকা। আমি বিশ্বাস করি যে সময় পাল্টাবেই - আল নাসেরের হয়ে আরও ট্রফি জিততে চাই।’
রোনাল্ডোর মূল লক্ষ্য AFC চ্যাম্পিয়ন্স লিগ জয়:
রোনাল্ডো জানিয়েছেন, যে তাঁর প্রধান লক্ষ্য হল আল নাসেরের হয়ে AFC চ্যাম্পিয়ন্স লিগ জেতা। তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ এমন কিছু যা আমি ক্লাবের হয়ে জিততে চাই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেশাদারিত্ব এবং চেষ্টা চালিয়ে যাওয়া।’ রোনাল্ডো আল নাসেরের হয়ে লিগ শিরোপা জয়ের ও আশা করছেন, যা তিনি এর আগে অর্জন করতে ব্যর্থ হয়েছেন। আল নাসেরের সঙ্গে তিনি শুধুমাত্র ২০২৩ সালে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জিতেছেন। ইউরোপে তাঁর উজ্জ্বল ক্যারিয়ারের সময়, রোনাল্ডো পাঁচটি ব্যালন ডি’অর পুরস্কার, তিনটি উয়েফা মেনস প্লেয়ার অফ দ্য ইয়ার পুরস্কার, চারটি ইউরোপীয় গোল্ডেন বুট এবং পাঁচবার ফিফার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।