বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Cristiano Ronaldo on Man Utd: 'বিশ্বাসঘাতকতা Man U-র', দাবি CR7-র, তাড়ানোর চেষ্টার অভিযোগ করলেন কোচের বিরুদ্ধে

Cristiano Ronaldo on Man Utd: 'বিশ্বাসঘাতকতা Man U-র', দাবি CR7-র, তাড়ানোর চেষ্টার অভিযোগ করলেন কোচের বিরুদ্ধে

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। (ফাইল ছবি) (REUTERS)

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলেন, ‘শুধু কোচ নয়। ক্লাবের আশেপাশের এক-দু’জনও আমায় ক্লাব থেকে বের করে দিতে চাইছে।'

বিশ্বকাপের আগে ক্লাব দলের অন্দরে হুলুস্থুলু ফেলে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একটি সাক্ষাৎকারে রোনাল্ডো অভিযোগ করলেন, তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সেইসঙ্গে এবারের গ্রীষ্মে ম্যানেজার এরিক টেন হ্যাগের বের করে দেওয়ার চেষ্টা করেছিলেন।

সাক্ষাৎকারে রোনাল্ডো বলেন, ‘শুধু কোচ নয়। ক্লাবের আশেপাশের এক-দু’জনও আমায় ক্লাব থেকে বের করে দিতে চাইছে।' সেই তালিকায় কারা আছেন, তা অবশ্য খোলসা করেননি ৩৭ বছরের এই খেলোয়াড়। তিনি বলেন, 'সত্যি কথা বলতে কে বা কারা আমি জানি না। আমি গুরুত্বও দিই না। তবে সকলের সত্যিটা জানা প্রয়োজন। হ্যাঁ, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। অনেকেই চাইছেন না আমি এই দলে থাকি। শুধু এই বছরে নয়। গত বছরেও এমন আচরণের সম্মুখীন হতে হয়েছিল আমায়।'

তিনি আরও যোগ করেন, 'আমি জানি না ক্লাবে কী হচ্ছে। স্যার অ্যালেক্স ফার্গুসন দায়িত্ব ছাড়ার পর এখনও পর্যন্ত সাফল্যের মুখ দেখেনি ম্যান ইউ।' সঙ্গে তিনি দাবি করেন, 'ওলের বিষয়টাই উদাহরণ বলা যেতে পারে। ওকে কীভাবে ওলেকে ম্যান ইউ বসিয়ে দিল।  পরিবর্তে রাঙনিককে স্পোর্টিং ডিরেক্টর হিসেবে নিয়ে এল। যাঁর পরিচয় স্পষ্টভাবে কেউই জানে না। এরকম একজনকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো বড় একটা ক্লাব নিয়ে আসছে। এটা শুধু আমি না, বিশ্বের কেউই ভাবতে পারেন না।'

বর্তমান ম্যান ইউ ম্যানেজারের প্রসঙ্গে রোনাল্ডো বলেন, 'টেন‌ হ্যাগ আমায় সম্মান করেন না। ফলে আমিও তাঁকে সম্মান করতে পারব না। যদি আমায় কেউ সম্মান না করতে পারে, তবে তাঁর এটা জেনে রাখা উচিত, যে আমিও তাঁকে সম্মান ফিরিয়ে দিতে পারব না।' তবে রোনাল্ডো বলেন, ‘আমি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ভালোবাসি। আমি সমর্থকদেরও ভালোবাসি। তবে এই ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে হলে একাধিক বদল আনতে হবে দলে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন