এখনও এতটুকু আগুনে নেভেনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। দাউদাউ করে জ্বলছে সেই আগুন। সৌদি প্রো লিগে সেই আগুনের ফুলকির দেখা মিলল। আর তাতেই অক্সিজেন পেল আল নাসের।
সৌদি লিগে শিরোপার দৌড়ে থাকতে আল শাবাবের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না। এমন এক ম্যাচে শুরুতেই ২-০ গোলে পিছিয়ে গিয়েও, শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় পেয়েছে আল নাসের। তাতে সৌদি লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা টিকে রইল রোনাল্ডোর ক্লাবের।
অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে আল-শাবাবের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করা মানেই সৌদি লিগে খেতাবের দৌড় থেকে ছিটকে যেতে হত আল নাসেরকে। ম্যাচের ৫৮ মিনিট পর্যন্ত খেলার ফল ছিল ২-২। ৫৯ মিনিটে রোনাল্ডোর রকেট গোলেই আল নাসের ৩-২ জয় ছিনিয়ে নেয়। সেই সঙ্গে আল নাসের সৌদি লিগে খেতাবের দৌড়েও থেকে গেল।
এ দিন ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় আল শাবাব। দু'টি গোলই এসেছে আর্জেন্তাইন ফুটবলার ক্রিস্টিয়ান গুয়াঙ্কার কাছ থেকে। ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেছেন গুয়াঙ্কা। আর ম্যাচের ৪০ মিনিটে দ্বিতীয় গোলটি করেন তিনি।
বিরতির ঠিক আগের মুহূর্তে ৪৪ মিনিটে গোল করে ব্যবধান কমান আল নাসরের ব্রাজিলিয়ান ফুটবলার অ্যান্ডারসন তালিস্কা। এর পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের ৫১ মিনিটে আব্দুলরহমান ঘারিবের গোলে সমতা ফেরায় রোনাল্ডোর দল। এর ৮ মিনিটের মাথাতেই সিআরসেভেনের চোখ ধাঁধানো গোল। এই লিগে এটি রোনাল্ডোর ১৪তম গোল।
মাঝমাঠ থেকে বল ধরেন এবং তার পর তাঁর নিপুণ ফুটওয়ার্ক দিয়ে দুই প্রতিদ্বন্দ্বী মিডফিল্ডারকে পরাস্ত করেন। পেনাল্টি বক্সের কাছে পৌঁছে তিনি তাঁর শরীর টার্ন করেই ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ান। গোলকিপার ঝাঁপিয়েও রোনাল্ডোর টপ কর্নার দিয়ে ঢুকে যাওয়া শটের নাগাল পাননি। ১৫ ম্যাচে ১৪ গোল করে রোনাল্ডো রয়েছেন লিগের সর্বাধিক গোলদাতাদের তালিকায় পাঁচে।
২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে আল-ইতিহাদ লিগ চ্যাম্পিয়ন হওয়ার সবচেয়ে বড় দাবীদার। তাদের হাতে এখনও দুই ম্যাচ রয়েছে। লিগ তালিকার সেকেন্ড বয় আল নাসের। ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট তাদের। তাদেরও দু'টি ম্যাচ বাকি। অর্থাৎ রোনাল্ডোদের শিরোপা জিততে হলে নিজেদের ম্যাচগুলোয় জয়ের পাশাপাশি আল ইতিহাদের পয়েন্ট নষ্টের দিকেও তাকিয়ে থাকতে হবে।
তবে পরের ম্যাচে আল ইতিহাদ যদি আল ফেইহাকে হারাতে পারে, তবে তাদের পয়েন্ট হবে ৬৯। আর তাতে এক ম্যাচ বাকি থাকতেই লিগ শিরোপা উঠবে আল ইতিহাদের ঘরে। কারণ বাকি থাকা দুই ম্যাচেই যদি আল নাসের জেতেও, তা হলেও তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে ৬৯। কিন্তু লিগে আল নাসেরের সঙ্গে হেড টু হেডে এগিয়ে থাকায় শিরোপা জিতবে আল ইতিহাদ। আপাতত আল ইতিহাদের শিরোপা জয় আটকে দিল আল নাসের।