বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > রকেট গতিতে রোনাল্ডোর গোল,সৌদি লিগে শিরোপা জয়ের আশা বেঁচে থাকল আল নাসেরের- ভিডিয়ো

রকেট গতিতে রোনাল্ডোর গোল,সৌদি লিগে শিরোপা জয়ের আশা বেঁচে থাকল আল নাসেরের- ভিডিয়ো

রোনাল্ডোর গোলে সৌদি লিগে শিরোপা জয়ের আশা বেঁচে থাকল আল নাসেরের। ছবি: রয়টার্স

গুরুত্বপূর্ণ ম্যাচে আল-শাবাবের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করা মানেই সৌদি লিগে খেতাবের দৌড় থেকে ছিটকে যেতে হত আল নাসেরকে। ম্যাচের ৫৮ মিনিট পর্যন্ত খেলার ফল ছিল ২-২। ৫৯ মিনিটে রোনাল্ডোর রকেট গোলেই আল নাসের ৩-২ জয় ছিনিয়ে নেয়। সেই সঙ্গে আল নাসের সৌদি লিগে খেতাবের দৌড়েও থেকে গেল।

এখনও এতটুকু আগুনে নেভেনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। দাউদাউ করে জ্বলছে সেই আগুন। সৌদি প্রো লিগে সেই আগুনের ফুলকির দেখা মিলল। আর তাতেই অক্সিজেন পেল আল নাসের।

সৌদি লিগে শিরোপার দৌড়ে থাকতে আল শাবাবের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না। এমন এক ম্যাচে শুরুতেই ২-০ গোলে পিছিয়ে গিয়েও, শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় পেয়েছে আল নাসের। তাতে সৌদি লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা টিকে রইল রোনাল্ডোর ক্লাবের।

অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে আল-শাবাবের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করা মানেই সৌদি লিগে খেতাবের দৌড় থেকে ছিটকে যেতে হত আল নাসেরকে। ম্যাচের ৫৮ মিনিট পর্যন্ত খেলার ফল ছিল ২-২। ৫৯ মিনিটে রোনাল্ডোর রকেট গোলেই আল নাসের ৩-২ জয় ছিনিয়ে নেয়। সেই সঙ্গে আল নাসের সৌদি লিগে খেতাবের দৌড়েও থেকে গেল।

এ দিন ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় আল শাবাব। দু'টি গোলই এসেছে আর্জেন্তাইন ফুটবলার ক্রিস্টিয়ান গুয়াঙ্কার কাছ থেকে। ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেছেন গুয়াঙ্কা। আর ম্যাচের ৪০ মিনিটে দ্বিতীয় গোলটি করেন তিনি।

বিরতির ঠিক আগের মুহূর্তে ৪৪ মিনিটে গোল করে ব্যবধান কমান আল নাসরের ব্রাজিলিয়ান ফুটবলার অ্যান্ডারসন তালিস্কা। এর পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের ৫১ মিনিটে আব্দুলরহমান ঘারিবের গোলে সমতা ফেরায় রোনাল্ডোর দল। এর ৮ মিনিটের মাথাতেই সিআরসেভেনের চোখ ধাঁধানো গোল। এই লিগে এটি রোনাল্ডোর ১৪তম গোল।

মাঝমাঠ থেকে বল ধরেন এবং তার পর তাঁর নিপুণ ফুটওয়ার্ক দিয়ে দুই প্রতিদ্বন্দ্বী মিডফিল্ডারকে পরাস্ত করেন। পেনাল্টি বক্সের কাছে পৌঁছে তিনি তাঁর শরীর টার্ন করেই ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ান। গোলকিপার ঝাঁপিয়েও রোনাল্ডোর টপ কর্নার দিয়ে ঢুকে যাওয়া শটের নাগাল পাননি। ১৫ ম্যাচে ১৪ গোল করে রোনাল্ডো রয়েছেন লিগের সর্বাধিক গোলদাতাদের তালিকায় পাঁচে।

২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে আল-ইতিহাদ লিগ চ্যাম্পিয়ন হওয়ার সবচেয়ে বড় দাবীদার। তাদের হাতে এখনও দুই ম্যাচ রয়েছে। লিগ তালিকার সেকেন্ড বয় আল নাসের। ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট তাদের। তাদেরও দু'টি ম্যাচ বাকি। অর্থাৎ রোনাল্ডোদের শিরোপা জিততে হলে নিজেদের ম্যাচগুলোয় জয়ের পাশাপাশি আল ইতিহাদের পয়েন্ট নষ্টের দিকেও তাকিয়ে থাকতে হবে।

তবে পরের ম্যাচে আল ইতিহাদ যদি আল ফেইহাকে হারাতে পারে, তবে তাদের পয়েন্ট হবে ৬৯। আর তাতে এক ম্যাচ বাকি থাকতেই লিগ শিরোপা উঠবে আল ইতিহাদের ঘরে। কারণ বাকি থাকা দুই ম্যাচেই যদি আল নাসের জেতেও, তা হলেও তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে ৬৯। কিন্তু লিগে আল নাসেরের সঙ্গে হেড টু হেডে এগিয়ে থাকায় শিরোপা জিতবে আল ইতিহাদ। আপাতত আল ইতিহাদের শিরোপা জয় আটকে দিল আল নাসের।

  • EPL ২০২৩-২৪

    পয়েন্টস টেবিল, লাইভ স্কোর, সূচি, দলে কে এল, কোন প্লেয়ারের ওপর সবার নজর, জানুন সব খবর

    Explore Now
  • ISL ২০২৩-২৪

    পয়েন্টস টেবিল, লাইভ স্কোর, সূচি, দলে কে এল, কোন প্লেয়ারের ওপর সবার নজর, জানুন সব খবর

    Explore Now

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK RCB vs KKR: আউট হওয়ার ভয়ে কুঁকড়ে থাকতেন, গতবারের ‘ব্যর্থতা’ নিয়ে অকপট রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন নিয়ে অনিশ্চিত নির্বাচন কমিশন মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.