বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Arab Club Champions Cup: দুর্বল বাঁ-পায়েও এখনও ছোটাচ্ছেন ঘুম, আল নাসেরকে সেমিতে তুললেন রোনাল্ডো

Arab Club Champions Cup: দুর্বল বাঁ-পায়েও এখনও ছোটাচ্ছেন ঘুম, আল নাসেরকে সেমিতে তুললেন রোনাল্ডো

গোলের পর রোনাল্ডোর সেলিব্রেশন। ছবি- টুইটার

দুর্বল বাঁ-পায়েও এখনও নিজের সেরাটা দিয়ে চলেছেন তিনি। রাজা কাসাব্লানকার বিরুদ্ধেও গোল করে আরব ক্লাব চ্যাম্পিয়নশিপের সেমিতে তুললেন সিআর সেভেন।

শুভব্রত মুখার্জি: কাতারে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায় পর্তুগাল দল। এর কয়েকদিনের মধ্যেই সৌদি আরবে পাড়ি জমান পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রথম মরশুমে সেইভাবে একেবারেই রোনাল্ডো সুলভ পারফরম্যান্স করে উঠতে পারেননি তিনি। তবে ধীরে ধীরে সময় বদলাচ্ছে। ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন রোনাল্ডো। তাঁর করা গোলেই মরক্কোর রাজা ক্লাব অ্যাথলেটিককে হারিয়ে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে পৌঁছে গেল দল রোনাল্ডোর দল আল নাসের। বক্সের বাইরে থেকে রোনাল্ডো তাঁর তথাকথিত দুর্বল পা বাঁ-পায়ের শটে লক্ষ্যভেদ করেন। আর দলের হয়ে গুরুত্বপূর্ণ গোল করার পরপরেই তাঁর আইকনিক 'সিউ' সেলিব্রেশনে মাততে দেখা যায় তাঁকে।

প্রসঙ্গত সৌদি আরবে আসার পর থেকে একের পর বিতর্কে জড়ান রোনাল্ডো। প্রতিপক্ষ ক্লাবের এক কোচিং স্টাফকে ধাক্কা দিয়েছিলেন। খারাপ ব্যবহার করেছিলেন ফুটবলপ্রেমীদের সঙ্গেও। এমনকী ক্যামেরাম্যানের গায়েও জল ছিটিয়ে দিয়ে তাঁর কাছ থেকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে সেইসব ঘটনাকে পিছনে ফেলে তিনি বর্তমানে তাঁর পারফরম্যান্সের প্রতি যত্নশীল হয়েছেন। যার প্রমান পাওয়া গেল রাজা ক্লাবের বিরুদ্ধে। ম্যাচের ১৮ মিনিটে গুরুত্বপূর্ণ গোলটি করে তিনি দলের জয় নিশ্চিত করেন। আল নাসেরের হয়ে বেশ কয়েকটি ম্যাচে পরপর গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই নিয়ে টানা তিন ম্যাচে গোল করলেন তিনি। তাঁর গোলে ভর করেই রাজা কাসাব্লাঙ্কাকে হারিয়ে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল সৌদি আরবের ক্লাব আল নাসের।

দলের হয়ে ম্যাচের প্রথম গোলটি করেছেন রোনাল্ডো। খেলা শুরুর ১৮ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন রোনাল্ডো। রক্ষণ থেকে বাঁ প্রান্তে বল পান ট্যালিস্কা। ব্রাজিলীয় ফুটবলার দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের মধ্যে রোনাল্ডোর জন্য বল বাড়ান। সেই বলকে না ধরেই বাঁ-পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে দেন রোনাল্ডো। গোল করা পরেই দেখা যায় তাঁর চিরপরিচিত ‘সিউ’ পদ্ধতির উল্লাস। আল নাসেরের নয়া রিক্রুট সাদিয়ো মানেকেও এক কায়দায় উল্লাস করে গোল উদযাপন করতে দেখা যায়। রোনাল্ডো এরপর আরো একটি গোল করার সুযোগ পেয়েছিলেন। তবে সেবার তাঁর শট করা বল পোস্টে লেগে ফিরে আসে। ম্যাচের ২৯ মিনিটের মাথায় আল ঘান্নাম ও ৩৮ মিনিটে সেকো ফোফানা গোল করে দলকে ৩-০ এগিয়ে দেন। ৪১ মিনিটে আল নাসেরের আব্দুল্লা মাদু আত্মঘাতী গোল করেন ব্যবধান কমিয়ে দেন। শেষ পর্যন্ত ৩-১ ফলে জিতে সেমিফাইনালে যায় আল নাসের।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন